এনগেজমেন্ট চ্যালেঞ্জ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।(Essential information related to the SEC-17)

in hive-120823 •  10 months ago 
1000022805.png

যারা ইতিমধ্যে স্টিমিট টিম দ্বারা ঘোষিত পোস্টটি মনোযোগ সহকারে পড়ে ফেলেছেন, অথবা যারা ইতিপূর্বে কমিউনিটিতে পূর্বের চ্যালেঞ্জ চলমান সময়ে উপস্থিত ছিলেন;
তাদের চাইতেও যারা এই কমিউনিটিতে সদ্য হাঁটা শুরু করেছেন, সেই সকল ইউজারদের জন্য বিশেষ করে আমার আজকের এই পোস্ট।

আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে নিশ্চই লক্ষ্য করে থাকবেন বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এবং তার নির্দেশক এর ভূমিকা পালন করেন সেই কমিউনিটির কর্মরত এবং দায়িত্বরত কর্মকর্তারা।

তবে ছায়াছবিতে যেমন নির্দেশকের পাশাপশি নির্মাতা থাকে, এই চ্যালেঞ্জ এর নির্মাতার ভূমিকা পালন করেন

স্টিমিট টীম।



  • এই বিশেষ প্রতিযোগিতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী।

  • একটি কমিউনিটি সাপ্তাহিক ভাবে ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে প্রতিযোগিতার আয়োজন করে।
    এই প্রতিযোগিতার সময়সীমা থাকে এক্ সপ্তাহ। একসপ্তাহ অন্তর, সেই সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

  • এই প্রতিযোগিতায় কোনো রকম ভাষার বাধ্য বাধকতা নেই।

  • এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন যেকোনো দেশের তথা ভাষার মানুষ।

  • এই প্রতিযোগিতায় শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারেন যারা স্টিমিট টিমের নিয়মাবলী অনুসরণ করেন( কমিউনিটির ক্ষেত্রেও প্রযোজ্য)।



1000022807.png

মূল নিয়মাবলী আপনাদের সুবিধার্থে উল্লেখ করা হলো:-

  • প্রতিযোগীদের যেকোনো একটি ক্লাব অনুসরণ বাধ্যতামূলক(club-5050, club-75, club100).

  • যারা বট (bot) কে নিজেদের পাওয়ার ডেলিগেশন দিয়ে রেখেছেন, অথবা কোনো অটো ভোটের আওতাধীন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

  • কোনো রকম চৌর্য্যবৃত্তি অথবা নকল বুদ্ধিমত্তার সাহায্যে লেখা তথা ইউজারকে ব্যান করে দেওয়া হবে তথা লেখা মিউট করে কমিউনিটি থেকে নিষ্কাশিত করে দেওয়া হবে। লেখা সম্পূর্ণ নিজের হতে হবে।

  • এরপর ছবির ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা যেনো কপিরাইট মুক্ত হয়। কোনরকম কপিরাইট ছবি গ্রহণযোগ্য নয়।(বিভিন্ন সোর্সের উল্লেখ সিনিয়র মডারেটর কর্তৃক পূর্বেই উল্লেখিত, যেটি বর্তমানেও পিন করা আছে কমিউনিটিতে) বোঝার সুবিধার্থে পড়ে নেবেন।

  • প্রতিযোগিতার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে, তার নিয়মাবলী অনুসারে লেখা ভাগ করে নেবেন, এরমধ্যে গুরুত্বপূর্ণ হলো সঠিক hash tags।

  • সবসময চেষ্টা করবেন নিজের নিজের ভোটিং CSI যেনো ৫ এর উর্ধ্বে থাকে।

  • বর্তমানে যারা কমিউনিটি অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি দিচ্ছেন, তারা চাইলে চ্যালেঞ্জ পোস্টেও একই ভাবে কমিউনিটির উন্নতির স্বার্থে বেনিফিশিয়ারি দিতে পারেন,

    তবে সেটা বাধ্যতামূলক নয়।

  • এই প্রতিযোগিতা ৬ সপ্তাহব্যাপী চলবে, কাজেই এই সময় উল্লেখিত নিয়মাবলী মেনে সকলে কমিউনিটিতে কাজ করবেন।

  • আপনাদের ইচ্ছে হলে, একই ভাবে অন্যান্য কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুরোধ সেখানের নিয়মগুলিও পড়ে নেবেন মনোযোগ সহকারে, অংশগ্রহন করবার পূর্বে।

নিজের লেখা নিজেই আগে দেখে নিয়ে, তবেই সেই লেখা কমিউনিটিতে পোস্ট করবেন।
যেকোনো দ্বিধা দ্বন্দ্বের জন্য, discord এ এসে বিষয় সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে তবেই লেখাটি উপস্থাপন করবেন সকলের মাঝে।

আমার ব্যাক্তিগত অভিমত burnsteem25 মেনে পোস্ট করা, তবে এটি বাধ্যতামূলক নয়।
স্টিমিট এ এটি পালন করা হয় স্টিম মূল্যর বৃদ্ধির লক্ষ্য পূরণের কারণে।

আমার এই লেখাটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। যদি এর বাইরে আপনাদের কোনরকম তথ্য জানার থাকে তবে আজকে Hangout এ অবশ্যই উপস্থিত থাকবেন এবং নিজের নিজের প্রশ্নের সদুত্তর নিয়ে যাবেন।

একটি পরিবারের মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা আবশ্যক, কাজেই আশা করবো, নিজেদের লেখার মান, তথা সৃজনশীল মন্তব্য দিয়ে নিজেদের এবং কমিউনিটির মুখ উজ্জ্বল করতে সহযোগিতা করবেন।🙏

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই ম্যামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমিউনিটি সিজন 17 চ্যালেঞ্জের জন্য নির্বাচিত হয়েছে। বিষয়টি জেনে খুবই আনন্দিত বোধ করছি। এছাড়া এই পোষ্টের মাধ্যমে ম্যাম সকল নিয়মাবলী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। যদি কারো দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে এই পোষ্টের মাধ্যমে তা দূর হয়ে যাবে।

কমিউনিটির ইউজার হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব উক্ত নিয়ম গুলো সঠিকভাবে মেনে চলা।

বেশ কিছু তথ্য সম্পর্কিত লেখা আমাদের মাঝে তুলে ধরেছেন যেখান থেকে আমরা সকলেই যেকোনো প্রতিযোগিতা কিংবা এনগেজমেন্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে নিয়মাবলী।

অবশ্যই আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে নিয়ম ভালোভাবে দেখতে হবে তারপরে অংশগ্রহণ করতে হবে।

Loading...

কোনটা করা যাবে এটার থেকে গুরুত্বপূর্ণ কোনটা করা যাবে না। যদিও আমি পূর্বে বেশ কয়েকটি সিজন অতিবাহিত করেছি তবুও মনে হলো এই পোস্টটা আমার জন্য ফলপ্রসূ। কারণ অনুশীলন ছাড়া জ্ঞান বিলুপ্ত হয়।

এই পোস্টটিতে পুনরায় সকল নিয়মাবলি গুলো পরিদর্শন করে আবারো শেখার সুযোগ পেলাম। শ্রদ্ধেয়া এডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও সহজ ভাবে নিয়মাবলী গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে শুরু করছি....

দিকনির্দেশনা মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি। আমরা যারা পুরাতন কিংবা নতুন কেউই ভূলের উর্ধ্বে নই। আমাদের উচিত কমিউনিটির সকল নির্দেশনা মেনে চলা।

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কমিউনিটির মান উন্নত রাখবো সব সময়, এই ইচ্ছা সবার পোষণ করা উচিত।

ম্যাম প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। এনগেজমেন্ট চ্যলেঞ্জ পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যপার। আমরা এবারের চ্যলেঞ্জ পেয়েছি তাই আমাদের সকলকে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করতে হবে।

ধন্যবাদ ম্যাম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। ভালো থাকবেন।

আমরা চ্যালেঞ্জে এর জন্য সিলেক্ট হয়েছি জানতে পেরে অনেক বেশি খুশি হয়েছিলাম। দীর্ঘ সময় অপেক্ষা করার পর এই দিনটি আমাদের মাঝে এসেছে। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে মেনে তারপরে কাজ করা। তাহলেই আমাদের কমিউনিটি অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ চমৎকারভাবে নিয়মাবলী গুলো আবার ও আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আমাদের কমিউনিটি এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন-১৭ এ সিলেক্ট হয়েছে জেনে ভালো লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এনগেজমেন্ট চ্যালেন্জ সম্পর্কিত নিয়ম কানুন সম্বলিত এমন এমন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি যদিও আগের এনগেজমেন্ট এর সময় ছিলাম কিন্তু তারপরও হয়তো আমি কিছু ভুলে গিয়েছি। এই পোষ্টের কারণে আমি তো উপকৃত হবোই কিন্তু যারা নতুন তারা আরো অনেক বেশি উপকৃত হবে।
সবার কথা বিবেচনা করে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রথমে আমাদের শ্রদ্ধেয়া ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন-১৭ এ আমাদের কমিউনিটি সিলেক্ট হওয়ার জন্য ।
স্টিমিট প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ নিয়মাবলী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ম্যাম এই পোস্টটিতে যা পড়ে আমরা অনেক উপকৃত হলাম ।এই নিয়ম গুলো অনুসরণ করে আমরা সফলতা অর্জন করতে পারব ।

আমাদের এই কমিউনিটির সকল সদস্য ও ম্যামের জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

এনগেজমেন্ট চ্যালেঞ্জ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি এই তথ্যগুলি স্টিমিয়ানদের বিশেষ করে নতুন স্টিমিয়ানদের অনেক কাজে লাগবে।

একজন এই কমিউনিটি ইউজার হিসেবে আমি বেশ আনন্দিত এটি জানতে পেরে যে, আমাদের কমিউনিটি সিজন ১৭র এংগেজমেন্ট চ্যালেঞ্জ জন্য নির্বাচিত হয়েছে।
এটা আমাদের জন্য সত্যি অনেক বড় একটি পাওয়া। আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক এবং সৎ ভাবে কমেন্টে থেকে কাজ করে যাওয়া আর ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা করব।

এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর সকল গুরুত্বপূর্ণ বিষয় গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি।আসলে আমাদের সকলের উচিত ভালো ভাবে জেনে বুঝে তার পরে লেখা। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন। আপনার পোস্ট টি পেয়ে অনেক উপকৃত হলাম।