এটা দ্বিতীয়বার যখন আমার মনে হলো বাংলায় প্রতিযোগিতার লেখাটা লেখা যাক। সবসময় ইংরিজিতে লিখি তাই আজ
চলে এসেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাংলায় Post Link
যদিও উৎসবটি খ্রিস্টান ধর্মাবলমবীরা পালন করে থাকে, তবে আমার মনে হয় উৎসব সর্বধর্ম সমন্বয়ের একটি উৎকৃষ্ট উদাহরণ।
এই সময় আমরা সত্যি মনে রাখি না উৎসবটি কাদের, পরিবর্তে সেটি পালনে আর বিশেষত সেই উৎসবের মুল খাদ্যের প্রতি আমাদের আগ্রহ থাকে বেশি।
যেমন খ্রিস্টমাস উৎসবের দিন কেক কম বেশি সকলেই খেয়ে থাকেন। আমার দিদির মেয়ের ২৫ শে, ডিসেম্বর জন্মদিন।
কাজেই ওইদিন রাত বারোটার পরে তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়েছি। কথাটা বললাম এইজন্য কারণ সে খুব গর্ব করে বলে আমার জন্মদিন সারা বিশ্ব পালন করে।😂
এবার প্রতিযোগিতার প্রশ্নগুলোতে যাবার আগে আমি এই প্রতিযোগিতায় আহ্বান জানাতে চাই@stef1, @patjewell, @adeljose, @jakaria121, @piya3, @rubina203 এবং @sampabiswas দের।
Which gifts do you wish to ask for from Santa? And why? |
---|
আমার উপরের ইচ্ছে গুলো একদিকে যেমন আমাকে অন্তর থেকে শক্ত হতে সাহায্য করবে তেমনি, অন্যের জন্য কিছু করার ক্ষমতা বা সুযোগ পেলে সেটা বয়ে আনবে আত্মতৃপ্তি। যা বাজার দর বহির্ভূত।
এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ কাউকে মূল্যায়নের ক্ষেত্রে দাম শব্দের প্রয়োগ করে থাকেন;
কাজেই আমার তাদের পরিণতি দেখার আছে। কত দামে তারা নিজেদের জন্য ইচ্ছেমত পরিণতি গড়তে সক্ষম হন।
ছেলেবেলার শিক্ষা না আধুনিক যুগের আর্থিক মূল্যায়নের মাধ্যমে সম্পর্কের পরিভাষা? মানে, কাজের সময় কাজী, আর কাজ ফুরোলেই পাজি!
এই প্রবাদের মত যাদের দৃষ্টিভঙ্গি, যারা মানুষ, সম্পর্ক, ক্ষমতা ব্যবহার করে অন্যের ক্ষতি সাধনে সিদ্ধহস্ত।
সেই সকল মানুষদের শেষাংশ দেখার সুযোগ।
কোন বিষয়টি আজও বাস্তব জীবনে বেচে আছে সেটা দেখার সুযোগ সান্তা ক্লজ এর কাছে চাইবো।
একদিকে তাহলে কিছু শৈশব শিক্ষার মূল্যায়নের পাশাপাশি, সেগুলো অদেও সবার ক্ষেত্রেই প্রযোজ্য কিনা সেটা শেখার সুযোগ পাবো।
নিজে ক্ষতির সম্মুখীন হলেই অন্যের ক্ষতির মূল্য বোঝা যায়, তাই রিক্ত এবং নিঃস্ব মানুষদের সাথে থাকতে চাই, নিঃশব্দে কিছু নিঃস্বার্থ কাজ করে যাবার সুযোগ পেতে চাই।
How those gifts will be valuable for you? Describe. |
---|
সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্ম দিয়েছেন শুধু আমি কি পেলাম আর আমার লাভ লোকসান এই ভাবনা নিয়ে পৃথিবী ত্যাগ করার জন্য নয়।
প্রায় সময় আমি বলে থাকি, এই পৃথিবীতে আর্থিক ধনী মানুষ বহু আছেন।
যাদের অনেকের নাম কেউ হয়তো জানেনই না, কারণ তারা গোটা জীবন শুধু নিজের ইচ্ছে পূরণ আর পরের প্রজন্মের জন্য অর্থ জমা করতেই ব্যস্ত।
তাদের জন্যই পৃথিবী আজও ধ্বংস হয়ে যায় নি।
যারা মানুষের মনে বেচে থাকেন যুগ যুগ ধরে।
তাদের মধ্যে একজন হতে পারলে মানব জীবন ধন্য হয় বলে আমার বিশ্বাস। আর ঠিক সেই কারণে, আমার উপরিউক্ত উপহার বেছে নেওয়া।
যে সকল জিনিষ বাজারে বিক্রিত সেগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছু উপার্জিত জিনিষ যা আমাদের বাঁচিয়ে রাখে চিরকাল।
ক্ষমতা দেখিয়ে ভালোবাসা কেনা, আর শূন্য ক্ষমতায় ভালোবাসা উপার্জনের মধ্যে বিস্তর পার্থক্য।
কারণ প্রথমটি ক্ষমতা ফুরোলেই শেষ তবে পরের উপার্জন হয় চিরস্থায়ী। কাজেই আমার কাছে চিরস্থায়ী উপহার অমূল্য।
Do you believe if we ask by heart something, we can achieve it? Is that ever happened to you? |
---|
শৈশবের অনেক শিক্ষার মধ্যে একটি শিক্ষা পেয়েছিলাম, আর সেটা হলো কথা বুঝে বলতে হয়।
উত্তরে মা বলেছিলেন সারাদিনে মা সরস্বতী(বিদ্যার দেবী)একবার আমাদের জিভে বসেন!
আমাদের সারাদিনের বলা কথার একটি সবসময় সত্যি হয়ে যায়।
কাজেই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বলা কথার পাশাপশি বিশুদ্ধ মন থেকে চাওয়া ইচ্ছের পূর্তি অবশ্যই হয়।
খুব ভারী উদাহরণ এর প্রয়োজন নেই, তবে ছোটবেলায় যখন খেলার কারণে হোমওয়ার্ক করা বাকি থাকতো অনেক সময় মনে মনে ভেবেছি আজকে যেনো ওই বিষয়ের শিক্ষিকা উপস্থিত না থাকেন ক্লাসে।
অনেক সময় সেই ইচ্ছে পূরণ হয়েছে, দেখা গেছে ওইদিন সেই শিক্ষিকা স্কুলে অনুপস্থিত। কি আনন্দ হতো বলার কথা নয়, তবে বাড়ি ফিরে সেটা সেরে ফেলেছি, কারণ মা সব বিষয় নজর রাখতেন।
এবার যদি বলি অ্যাচিভমেন্ট তাহলে এই প্ল্যাটফর্মের উদাহরণ দিতে পারি। কারোর সাহায্য ছাড়া, কারোর সুপারিশ ছাড়া আজকে যে স্টিম রিপ্রেজেন্টেটিভ হতে পেরেছি, সেটা আমার ধৈর্য্য, সততার সাথে টিকে থাকার উপহার হিসেবে ঈশ্বর আমাকে দিয়েছেন বলে বিশ্বাস করি।
এটাও আমার ইচ্ছে পূরণের জ্বলন্ত উদাহরণ। তবে যেকোনো ক্ষমতা দায়িত্ব বয়ে আনে, আর সাথে বৃদ্ধি করে ঈর্ষা করার মানুষ। যারা প্রতিনিয়ত নিচে টেনে নামানোর প্রয়াস করে বিভিন্ন অজুহাতে।
তবে,
আমিও সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছি, জানিনা কতদূর যেতে পারবো, জীবনের মত সবকিছুই অনিশ্চিত।
এই ছিল প্রতিযোগিতা সম্পর্কিত আমার অভিমত। আপনাদের মন্তব্যের আশা নিয়ে আজকে এখানেই ইতি টানলাম। ভালো থাকুন এবং ভালো রাখুন অন্যদের সর্বদা।
মানুষ এই আধুনিক যুগে এক পণ্যে পরিণত হয়েছে। তাই কোনো মানুষকে মূল্যায়ন করার সময় তার মন না আগে দেখা হয় তার ব্যাংক ব্যালেন্স কত। এমন কি নতুন সম্পর্ক স্থাপনের সময়ও দেখেছি যে মানুষটা কেমন সেই ব্যাপারে খোঁজ না নিয়ে তার টাকা পয়সার সম্বন্ধে খোঁজ নেওয়া হচ্ছে। আর আমি বোকা মানুষ, শৈশবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল যে বয়স হয়ে গেলে বাবা-মাকে দেখতে হয়। সেই দেখতে গিয়ে আমি আজ সব দিক থেকে রিক্ত এবং পরিত্যক্ত। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার চিন্তা হয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, তারা কি আদৌ মানুষ হিসেবে গড়ে উঠবে নাকি সারাটা জীবন শপিংমলের পণ্যের মতোই থেকে যাবে যার বাইরে চাকচিক্য কিন্তু ভেতরটা ফাঁপা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your comment has been successfully curated by @sduttaskitchen at 5%.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে প্রথম আবার পোস্ট পরিদর্শন করে উপহার শব্দের বিশ্লেষণ জানতে পারলাম। একটা শব্দের মধ্যে এতটা গভীরতা লুকিয়ে আছে সেটা আমার জানা ছিল না। আসলেই আমাদের জীবনে কেউ থাকুক বা না থাকুক। সৃষ্টিকর্তা সর্বদাই আমাদের সাথে থাকেন। আমি আমাদের কোরআনের মধ্যে একটা শব্দ পেয়েছিলাম। যেখানে বলা হয়েছিল, তোমাদের মা তোমাদের কাছ থেকে দূরে। কিন্তু আমি সৃষ্টিকর্তা তোমাদের কণ্ঠনালীর খুব কাছাকাছি। এই কথা থেকে আমি বুঝতে পেরেছি। আমাদের আত্মীয়-স্বজন সবাই দূরে থাকলেও। সৃষ্টিকর্তা কখনোই আমাদের দূরে থাকেন না।
আপনি ঠিকই বলেছেন টাকা-পয়সার ধনী হয়তোবা এই পৃথিবীতে অভাব নেই। কিন্তু মনের দিক থেকে ধনী হওয়া অনেক বেশি উত্তম। এ পৃথিবীতে টাকা পয়সার মূল্য ঠিক ততক্ষণ। যতক্ষণ আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন। যখনই আপনি প্রাণের মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। তখন আপনাকে সবকিছু ছেড়ে দিতে হবে। পরকালে এই পৃথিবী টাকা দিয়ে কোন কিছুই কিনতে পারবেন না। যতটুকু কিনতে পারবেন মনের ধনী হওয়ার পর। আপনি মানুষের জন্য যা যা করেছেন তা দিয়ে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিশ্লেষণ করার জন্য। অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এবং মনের দিক থেকে মানুষকে একটু ভালোবাসা উচিত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। খুব অল্প কিছুদিন যাবত আপনার লেখা পড়লেও ইতিমধ্যে আপনার একজন ফ্যান হয়ে গিয়েছি। যে কেউ আপনার লেখা পড়লে আপনার লেখনী শক্তির প্রশংসা করতে বাধ্য। ষ্টিমিট প্ল্যাটফর্মে এত উচ্চ মানের লেখা খুব কমই পড়েছি। আপনি সান্টা ক্লজ এর কাছে যে উপহার গুলো চেয়েছেন তার মাধ্যমে প্রকাশ পায় যে আপনি একজন মহান হৃদয়ের অধিকারী। দোয়া করি যেন সৃষ্টিকর্তা আপনার সকল ইচ্ছা পূরণ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের শেয়ার দেয়ার জন্য। আপনার প্রতিটা কথা আমার কাছে অনেক শিক্ষানীয় মনে হয়। আপনার প্রতিটা কথাই অর্থ আছে। প্রথম প্রথম আপনার পোষ্ট পড়তাম কিন্তু কমেন্ট করতে অনেক ভয় লাগতো। ইতিমধ্যে আপনার সব কয়টা পোস্ট পড়ি এবং কমেন্টও করি। আপনার কাছে উপহার হিসেবে আপনার মূল্যবান কথাগুলো আমার খুব ইন্সপায়ার করে। ধন্যবাদ দিদি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Oh wow! These are such powerful words. Children don't listen and therefor so often the true meaning of words pass them. It is a gift to understand words when you are young.
You have asked Santa to bless your with amazing gifts. Yes, gifts as I could pick many as I carried on reading your post.
A great post written from the heart.
Good luck with the contest, and thank you for the invitation. 🎕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Better late than never ma'am. At least I received an appreciation from a person who is precious to me.
Happy new year ma'am. Stay healthy and happy.
Sending you infinite hugs 🫂 and kisses 😘
Love you sooooo much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you my friend!
May your 2024 also be filled with heaps of joy, laughter, fun, and success!
In Thailand we say... "I love you big time!"
Well, I love you big time!!!💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
💞🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit