Incredible India monthly contest of December #1|Three gifts from Santa for 2025!

in hive-120823 •  last month  (edited)
1000043229.png

আজকে আমার উপস্থিতি কমিউনিটিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ এর উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার মাধ্যম

যদিও অনুষ্ঠানটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের, কিন্তু ভারতের এই একটি বিষয় আমার দেশ তথা রাজ্যকে পৃথক করে!
উত্তর কলকাতায় অবস্থিত St. Paul's Cathedral
চার্চ
যেটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে!

আমার বাসস্থান থেকে এক্ কিলোমিটারের কম দূরত্বে রয়েছে মাদার তেরেসার the Missionaries of Charity অবস্থিত।
যার আরো শাখা কলকাতায় অবস্থিত। বাড়ির কাছের চার্চের শোভা চোখে পড়ার মতো।
এছাড়াও কলকাতার পার্ক স্ট্রীট এই ক্রিসমাস উপলক্ষ্যে গোটা জায়গা আলোকসজ্জায় সজ্জিত করা হয় প্রতি বছর।

আগেও বহুবার উল্লেখ করেছি, কলকাতা শহর ঐতিহ্যে আভিজাত্যে সুশোভিত একটি শহর।

যাক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্যে আমি @sahmie, @luimer79 এবং @germansailor দের আহ্বান জানাতে চাইবো!

এবার প্রশ্ন পর্বে যাওয়া যাক।

Which three gifts would you like to request from Santa for 2025? Reasons.
IMG_20241210_220220.jpg
  • সামর্থ্য:-
    পৃথিবী জুড়ে বহু মানুষের পাশে নিঃস্বার্থ ভাবে,
    তাদের প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি। আমি খুব কাছ থেকে কিছু মানুষের কষ্ট দেখেছি, আর দেখেছি তাদের দৈনন্দিন সংঘর্ষ।
    অন্যের সাহায্যের উপরে নির্ভর না করে নিজের ক্ষমতায় তাদের পাশে দাঁড়াতে চাই।
  • সুস্বাস্থ্য:-
    আজকাল শরীর বিশেষ ভালো যাচ্ছে না, এদিকে অনেক কাজ এখনও সমাপ্ত বাকি রয়ে গেছে, ওষুধের থেকে মুক্তি পেতে চাই।
IMG_20241210_220209.jpg
  • শান্তি:-
    বর্তমান সময়ে বেশকিছু মানুষ হিংসার শিক্ষায় নিজেদের শিক্ষিত করে বড় হচ্ছে এবং সেই বিষাক্ত শিক্ষা ছড়িয়ে দিচ্ছে সমাজের বুকে!
    কখনো ধর্মের নামে রক্তপাত, কখনও ক্ষমতার বড়াই দেখিয়ে লাশের গন্ধ, কখনও দাবির নামে প্রহসন!

কাজেই, বর্তমানে এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রয়োজন শান্তির, আমি যেহেতু এই গ্রহে বাস করি কাজেই, তার সুফল নিজেও উপভোগ করতে পারবো!

যেকোনো সমস্যার সমাধান যুদ্ধ ছাড়াও সম্ভব বলে আমি মনে করি। প্রযুক্তির অগ্রগতিকে প্রয়োগের শিক্ষা অনেকেই ভুলে গেছে বলে আমার মনে হয়।


How do you celebrate Christmas Day?
IMG_20241210_220242.jpg
IMG_20241210_220326.jpg
IMG_20241210_220313.jpg
IMG_20241210_220346.jpg

সাধারণত আমি পেস্ট্রি কেক খেয়ে থাকি কিন্তু এই দিনটিতে আমি ফ্রুট কেক খেতে পছন্দ করি।
২০১৬ সালের ডিসেম্বর মাসে পার্ক স্ট্রীট গিয়েছিলাম ২৫ শে ডিসেম্বর কারণ তখন আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না, আর দায়িত্ব বলতে অফিস, আর সেটাও ছিল কাছাকাছি, কাজেই দিদির মেয়েকে বগলদাবা করে, বেরিয়ে পড়েছিলাম।

কি অদ্ভুতভাবে পরের বছর, যদি মাসের হিসেব করি ৩ মাসেই আমার জামাইবাবু চলে গেলেন।
তারপর সেইভাবে আর যাই নি, আর এখন ওই দিন একটা কেক যথেষ্ট দিনটিকে শ্রদ্ধা জানাবার জন্য।

তাছাড়া বেশ কিছু দায়িত্বের ভিড়ে এখন সময় করে ওঠাও দায়! তাই ওই ঘরে বসে বসে কেক খেয়েই আমার এই দিনটির দ্বিতীয়ার্ধ অতিবাহিত হয়।

আর যদি মাথার পোকা নড়ে ওঠে, তাহলে বাড়িতেই কেক বানিয়ে ফেলেছি, এমন বছর ও গেছে। কলকাতার পার্ক স্ট্রিট এ ফ্লুরিস এর কেক ভীষণ নামকরা। ২৫ তারিখ মানুষের ঢল দেখার মত।


If Santa offered you to travel on his sledge, where would you like to visit? What reasons behind your selection?
IMG_20241210_220428.jpg

কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই! সোজা সান্তাকে অনুরোধ করবো আমাকে steemit এর হেড অফিসে নিয়ে যেতে, ঠিকানা সম্পর্কে আমি অবগত ফ্ল্যাশ কনটেস্ট এর মাধ্যমে। কাজেই, অসুবিধার কোনো জায়গা নেই।

আমি সত্যি এই ব্লক চেইন এ আসার পর, এখন এতটাই এই প্ল্যাটফর্মের সাথে আত্মিক ভাবে সম্পৃক্ত হয়ে পড়েছি যে, সেখানে মুল স্রোত এর পিছনের মানুষগুলোকে একবার চাক্ষুষ করবার সৌভাগ্য হয়, সেটাই হবে আমার শ্রেষ্ঠ পাওয়া।

IMG_20241210_220408.jpg

সমালোচনা করতে যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু যারা সমস্ত সমালোচনার উর্ধ্বে গিয়ে বছরের পর বছর দেশ, ধর্ম তথা ভাষার উর্ধ্বে সকল স্টিমিয়ান দের পাশে সবসময় অবিচল ভাবে দাড়িয়ে আছেন!

IMG_20241210_220254.jpg

তাদের ক্ষমতার নিদর্শন আমরা সকলেই দেখতে পাই;
কিন্তু অন্তরালে যে মানুষগুলো এই কাজগুলো সম্পাদন করে চলেছেন অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদেরকে দেখবার সদিচ্ছা নিয়ে তাদের সাথে দেখা করবার ইচ্ছে প্রকাশ করবো সান্তা ক্লজকে!

এই ছিল আমার অভিমত প্রতিযোগিতার বিষয়বস্তু নিয়ে, আপনাদের অভিমতের প্রতীক্ষায় রইলাম। ভালো থাকুন এবং ভালো রাখুন অপরকে।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই! সোজা সান্তাকে অনুরোধ করবো আমাকে‌steemit এর হেড অফিসে নিয়ে যেতে,

কতটুকু আবেগ দিয়ে আপনি কথাগুলো লিখেছেন সেটা হয়তোবা আমার মত মানুষ কল্পনা করা সম্ভব নয়। তবে আপনার জন্য দোয়া রইল আল্লাহ সুবহানাতায়ালা যেন আপনার মনের আশা পূরণ করেন।

আপনি একদম ঠিক বলছেন এই পৃথিবীতে শান্তির এখন খুবই প্রয়োজন কেননা প্রতিনিয়তই ধর্মের কথা বলে রাজনীতিকে দোহাই দিয়ে ঝগড়া মারামারি হানাহানি কথা শুনতে শুনতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি।

ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার আশা ও চাওয়া সম্পর্কে আমাদের অবগত করার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভালো থাকবেন।

Loading...