আজকে নিজের ভাষায় কমিউনিটিতে আয়োজিত প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে হাজির হয়েছি।
নিয়মাবলী মেনে তিনজন বন্ধুকে সর্বাগ্রে আহ্বান জানাতে চাইবো।
@jahangeerkhanday @abdul-rakib এবং @sailawana দের।
এবার নিজের অভিমত ভাগ করে নেবার পালা।
Share some perfect and imperfect decisions you made as of now!
জীবনের চলার পথে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে তার নেওয়া সিদ্ধান্তের সবটাই সঠিক, অথবা সবটাই ভুল! দুটি বিষয় চোখে পড়ে, বিচক্ষণ ব্যক্তিরা বেশিরভাগ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম আর বিপরীত পক্ষ ঠিক উল্টো হয়ে থাকেন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। এদের মাঝে যে ব্যক্তি আমি সেই দলভুক্ত। মানে, মাঝেমধ্যে আমি দুমদাম সিদ্ধান্ত নিয়ে ফেলি, তবে একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তাতে অবিচল থাকি।
কারণটা খুব স্পষ্ট, আমি সেই মানুষদের দলভুক্ত নই, যারা হাত পাতলেই তাদের ইচ্ছে পূরণ হয়ে যায়। আর সেই হাত পেতে চলার শিক্ষায় আমি বেড়েও উঠিনি! এক্ সময় সেদিন ছিল বটে, কিন্তু সময়ের কালচক্র স্বয়ংক্রিয় এবং স্বনির্ভর হবার প্রয়োজনীতা বুঝিয়ে দিয়েছে।একদিকে ভালো কারণ, সেই সময় আমার শৈশবের শিক্ষা কাজে এসেছে;
আমার কাছে কাজের সম্মান সর্বাগ্রে কারণ, অনেকেই সম্পর্ক নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু হাত থেকে সামান্য কিছু বের হয় না যখন সেই আপনজন অসুস্থ হয়! আমার মনে হয়, আমি যদি নিজের ক্ষমতা তৈরি করতে সক্ষম হই, তাহলে নিজের উপার্জন দিয়ে নিজের শেষ সময় সেবা করার মানুষ পেয়ে যাবো, যারা অন্ততঃপক্ষে উপার্জনের তাগিদে হলেও সমালোচনা বিহীন দেখাশোনা করবে। অসুস্থ্য মানুষকে বাঁচানোর চাইতে অর্থ বাঁচানোর তাগিদ থাকার কোনো বিষয় সেখানে কাজ করবে না। তাই আমার কাছে সর্বাগ্রে নিজের কাজের জায়গাকে সম্মান এবং গুরুত্ব দেবার সিদ্ধান্তকে সঠিক মনে হয়।
আরো অনেক আছে, যেগুলো মনে রাখাই শ্রেয়, সময়ের ভিত্তিতে সকলের ন্যায্য পাওনা একজন সুদে আসলে মিটিয়ে দেবেন। তবে, আর কাউকে বাড়তি সুবিধা দেবার নেই এটাও একটা সিদ্ধান্ত নতুন বছরে নিয়েছি, দেখাযাক সময়ের হাত ধরে সেটা ঠিক, না বেঠিক প্রমাণিত হয়!
পাশাপশি, কাজের জায়গায় আমি যেরকম বরাবর ছিলাম এখন থেকে এই প্ল্যাটফর্মে সেইভাবেই থাকবো।
সহজ ভাষায় দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো! এই প্রবাদ মেনে চলার শিক্ষা হাড়ে হাড়ে টের পেয়েছি!
ব্যক্তিগত জীবন যার যার, তার মতো করে চলবে! কাজেই সেক্ষেত্রে পরামর্শ দেবার আমি কেউ নই! বলতে হলে কাজের জায়গার ক্ষেত্র নিয়ে কিছু বলছে চাইবো।
পরিশেষে বলবো, আমরা কেউই শিশু নই। কথায় আছে আপন ভালো, পাগলেও বোঝে! তাই জীবন নিজের নিজের তাই সিদ্ধান্ত একান্তই নিজস্ব। |
---|
প্রথমত আপনার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো, আপনার সম্পর্কে বেশ কয়েকটি জিনিস জানতে পারলাম। যেমন আপনার ভালো সিদ্ধান্তগুলো। এই প্লাটফর্মে টিকে থাকার কঠিন এক পরিশ্রম করেছেন আপনি, একটি কমিউনিটি গঠন করেছেন, এখানে আরও ১০ জন মানুষের কাজ করার সুযোগ করে দিয়েছেন এর থেকে চমৎকার এবং মহৎ সিদ্ধান্ত আর কি হতে পারে।
প্রবল ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের মাধ্যমে আজকে আপনি আরো সাধারণ কয়েকটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন, এতে সবাই যেমন আপনাকে সম্মানের চোখে দেখে আপনিও একই ভাষার মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন আপনার এই শ্রম আপনার এই সিদ্ধান্তকে আমি স্যালুট জানাই🖤🖤।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sajjadsohan আপনার প্রশংসার কতখানি দাবিদার আমি সেটা জানা নেই! তবে যে কথাগুলো সর্ব সমক্ষে লেখার মাধ্যমে তুলে ধরেছি প্রতিটাই সত্যি।
ক্ষমতা দেখিয়ে টেনে নামানোর কম প্রয়াস হয়নি! সাথে অপমান ছিল ফ্রী!
কোনোদিন যদি সেই কথার উত্তর দেবার জায়গায় পৌঁছতে পারি সৃষ্টিকর্তার আশীর্বাদে সেটাও লেখার মাধ্যমে উল্লেখ করবো।
কারণ, কোনো কালেই আমি উপরওয়ালা ছাড়া কাউকে ডরাই না, তাও যদি অজান্তে কোন অপরাধ করে ফেলি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কনটেস্ট এর মাধ্যমে, আপনার চিন্তাভাবনা ব্যক্তিগত, অভিজ্ঞতা, পরামর্শ, ইত্যাদি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনার পোস্টের মাঝে, আপনি বাস্তবমুখী লেখা- তুলে ধরেন পাঠকদের মাঝে! এই কমিউনিটি আপনি তিলে-তিলে গড়ে তুলেছেন প্রায় অনেকটি বছর ধরে! কতই না, ঝড়, তুফান আসছে, তারপরও আপনি হাল ছাড়েন নাই।
আপনার কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তির জন্য আমার মতন বা আরও অনেক নতুন পাঠকরা কাজ করার সুযোগ পেয়েছে। আপনার কাছ থেকে ভবিষ্যতে চলার জন্য অনেক কিছুই শেখার আছে। যা উদাহরণস্বরূপ আপনি নিজেই!
আপনার এই উপরের কথাগুলো অনেক দামী একটি কথা, হয়তো আমার মত অগোছানো মানুষগুলো নিজের জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। মানুষের সিদ্ধান্ত ভুল হোক, আর সঠিক হোক দুইটাই শিক্ষানীয় বিষয় আমাদের জন্য।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি। এই ভাবেই ছায়া হয়ে থাকবেন, আমাদের পাশে সব সময় এই আশাই করি !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mdsuhagmia একটা দিন সমাপ্তির সাথে জীবন থেকে একটা দিন চলে যায়, শত প্রয়াসেও সেই দিন আর ফিরে আসে না! এই সামান্য অথচ বহুমূল্য কথাটি যেদিন মানুষ বুঝতে পারবে, সেদিন একমাত্র ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
মানুষ জন্ম পেয়ে শুধু ভিক্ষার ঝুলি নিয়ে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার পূর্বে, যেটুকু তিনি দিয়েছেন, (যেমন সুস্থ্য শরীর নিয়ে জন্মগ্রহণ)
তার কতখানি মর্যাদা দিতে পারছি পরিশ্রম তথা মেধাকে ব্যবহার করে, এই ভাবনা যদি সঠিক সময় না ভাবা যায় তাহলে সময় কিন্তু বসে থাকবে না, সে তার মত কেটেই যাবে, পড়ে থাকবে আফসোস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভাবে কমেন্টের একটি উত্তর দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনার সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনের অভিজ্ঞতা থেকে শেখার কিছু দারুণ পাঠ পেয়েছেন। নিজের ক্ষমতা তৈরি করার গুরুত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধতা রাখার সিদ্ধান্ত সত্যিই বুদ্ধিমানের মতো। আরও অনেক কিছু শিখেছি এই পোস্ট থেকে, বিশেষ করে সময় এবং সুযোগকে কিভাবে সঠিকভাবে কাজে লাগাতে হয়। ধন্যবাদ, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান অভিমত প্রকাশের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Comparto con usted el hecho de ver como una decisión correcta y perfecta el hecho de estar aquí en Steemit y dedicar nuestros días a ellas, porque es una plataforma que nos regala muchas cosas.
Y también pienso como usted no hay persona que pueda decir que sus decisiones son buenas o todas malas porque no todas salen igual de algunas se aprende y de otras se obtiene alegría.
Una gran y sabía decisión "No dar beneficios extra a nadie más" es mejor algo que también he decido hacer para estar tranquilo y feliz.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit