Incredible India monthly contest of July#2|Necessary resources for the development.

in hive-120823 •  4 months ago  (edited)
1000031202.png

আজকের লেখাটা হয়তো বাকি লেখার মতই ইংরিজিতে লিখতে পারতাম তবে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাড়িয়ে মনে হলো নিজের অভিমত উপরিউক্ত বিষয়ে মাতৃভাষায় ভাগ করে নেওয়াই শ্রেয়।

যারা বিষয়টি নিয়ে লিখতে আগ্রহী তাদের সুবিধার্থে প্রতিযোগিতার লিংক উল্লেখ করে দিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লিংক

বিশদে যাবার পূর্বে বলে রাখা ভালো দয়া করে এই লেখায় কেউ রাজনীতির রং অথবা জাতি বিদ্বেষের কোনো মতামত পোষণের প্রয়াস করবেন না।

আমি আর পাঁচজন সাধারণ মানুষ হিসেবে নিজস্ব অভিমত ব্যক্ত করবার প্রয়াসে এখানে উপস্থিত হয়েছি, অনেকেই হয়তো অনেক বিষয়ে আমার সাথে সহমত পোষণ নাই করতে পারেন।

প্রশ্ন পর্বে যাবার আগে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আহ্বান জানাতে চাই,
@ngoenyi , @inspiracion এবং @chant দের কে, আশাকরি তারা আমার আমন্ত্রণকে গ্রহণ করবেন।



How do you glimpse towards the word development?
1000007371.jpg
1000007759.jpg
1000005292.jpg
(বাহ্যিক উন্নয়নের পাশাপশি, অভ্যন্তরীণ উন্নয়ন সমান গুরুত্বপূর্ণ)

উন্নয়নের পরিভাষা আমার কাছে হয়তো অনেকের চাইতে কিছুটা ভিন্ন! আমার মনে হয়, সার্বিক উন্নয়ন শুরুটা হয় ঘর থেকে।
প্রকৃতির মাঝে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় লুকিয়ে থাকে, সেগুলো যদি আমরা একটু মনোযোগী হয়ে দেখার এবং শেখার প্রয়াস করি, তাহলে এই উন্নতির পরিভাষা শেখাটা তথা রপ্ত করাটা বোধহয় সহজ হয়ে যায় অনেকখানি।

1000004621.jpg

আপনারা জানেন বিভিন্ন প্রকারের পাখিরা তাদের নিজ নিজ পদ্ধতিতে বাসা তৈরি করে থাকে, প্রকৃতির নানা সাধন দিয়ে, এটা সম্পূর্ণ করতে তাদের দীর্ঘ্য সময় লেগে যায়।
তবে, প্রচণ্ড ঝড়ের কবলে পড়লে কিন্তু সকল পাখির বাসাগুলি টিকে থাকতে পারে না, কিছু কিছু পাখি আছে, যাদের বাসা যত বড় ঝঞ্ঝাই আসুক না কেন অবিচল থাকে।

এখানে একটি পার্থক্য সুস্পস্ট আর সেটা হলো বাসা তৈরির পদ্ধতি!
ঠিক তেমনি দেশ অথবা সমাজকে যদি পাখির বাসার সাথে তুলনা করা যায়, তাহলে সেই দেশের তথা সমাজের কারিগর হলো মানুষ পাখির পরিবর্তে।
এখন তাকে যদি মজবুত করে তৈরি করা যায়, তাহলে কোনো ঝাঞ্ঝাই বোধহয় এদেরকে টলাতে পারবে না।

1000007482.jpg
1000007862.jpg

শুরুতেই বলেছি, উন্নয়ন শুরু হয় ঘর থেকে!
কিভাবে?

  • শিক্ষা যেটি উন্নয়নের ভিত মজবুত করে, সেখানেই অনেক গলদ রয়ে গেছে আমাদের ঘরেই!

আজও অনেক পরিবারে কন্যা সন্তান মেধাবী হলেও পুত্র সন্তানকে বংশ রক্ষার প্রতীকী হিসেবে চিহ্নিত করা হয় এবং ঠিক সেই কারণে একজন কন্যার শিক্ষার চাইতে পুত্রের শিক্ষার প্রয়োজনীয়তা বেশি বলে অনেক পরিবারের ধারণা!

এই বৈষ্যমতা আজও অনেক দেশ কাটিয়ে উঠতে পারেনি পুরোপুরি, এটা উন্নয়নের পথের বাধা বলে আমি মনে করি।

এছাড়া, আজও দেখেছি অনেক পরিবারের সন্তান বিদেশে পড়াশুনা তথা কাজের সুযোগ পেলে মা বাবার গর্বে বুক চাওড়া হয়ে যায়!

তারা সকলের কাছে বেশ ফলাও করে শুধু বিষয়টি আলোচনা করেন তাই নয়, তাকে তারিয়ে তারিয়ে উপভোগ করেন, যাতে সমাজের কিছু মানুষ ঈর্ষান্বিত হন!

এটা লজ্জার বিষয়! যদি দেখা যায়, একই সুবিধা নিজের দেশে থাকা সত্ত্বেও তারা অর্থের মানের ভিত্তিতে (কোন দেশের অর্থের বাজার দর বেশি) এই কাজটি করে থাকেন।

শিলিগুড়িতে থাকার সময় আমার ঠিক সামনের ফ্ল্যাটে একজন কেমিস্ট্রির প্রফেসর থাকতেন, যিনি PHD করতে এক্ বছর আমেরিকা আর রিসার্চের জন্য (বিষয় ছিল সোনা) দুবছর জার্মানিতে ছিলেন।

তবে, তারপর মোটা অংকের হাতছানিকে উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন!
তার মনে হয়েছিল, এই উপার্জিত শিক্ষাকে আমি নিজের দেশের উন্নতির কাজে ব্যয় করবো।

এখানেই একটি ঘরের শিক্ষার বৈষম্য যেটা উন্নয়নের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের তথা দশের কাছে।

একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না,

মানুষ দেশ গড়ে, দেশ মানুষকে নয়!

উন্নয়নের প্রকৃত অর্থ হলো যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে গড়ে তোলা, এবং সেটার সূত্রপাত অবশ্যই ঘর থেকে শুরু হয়।

যে সকল মায়েরা আজও তাদের সন্তানদের অবলীলায় সীমান্ত রক্ষার্থে পাঠান তাদের থেকে আসলে আমাদের উন্নয়নের পরিভাষা শেখা উচিত।



In your opinion, what are the necessary resources for developing a country?
1000007509.jpg
1000031225.jpg
1000031227.jpg

প্রকৃত শিক্ষা
:-

  • যেখানে কোনো লিঙ্গ বৈশ্যমতা থাকবে না!

  • যেখানে থাকবে নতুন প্রজন্মকে উৎসাহিত করে আধুনিক প্রযুক্তি কে আহ্বান জানানোর স্পৃহা!

  • যেখানে শেখানো হবে নিজের দেশের তথা দশের উন্নতি সাধন কিভাবে করা যায়।

  • পুঁথিগত শিক্ষার পাশাপশি সামাজিক শিক্ষায় শিক্ষিত করা হবে আগত প্রজন্মদের।


1000031213.jpg

সমানাধিকার(নারী পুরুষ নির্বিশেষে)
:-

  • একটি উন্নত দেশের মূলমন্ত্র সমানাধিকার!
    সেখানে কম বেশি নয়, সমান অধিকার গুরুত্বপূর্ণ।

  • বুদ্ধিমত্তা, যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত, সেখানে যদি মানসিকতায় বৈষম্য থাকে, তাহলে কোনো দেশের উন্নতি সম্ভব নয়। তার প্রমাণ বহু উন্নত দেশ আজও দিয়ে চলেছে।

  • যেকোনো কাজ, যেকেউ করতে সক্ষম; এই ভাবনা আজকের উন্নত যুগে মানুষের চিন্তাধারা হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি।


  • প্রয়োজনীয় সুযোগ সুবিধা
    :- আমরা সকলেই অবগত বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থান অন্যতম।
    তবে, এগুলো অর্থের বিনিময়ে অর্জন সম্ভব, আর সেইজন্য উন্নত মনস্কতা নিয়ে সকলকে কর্ম সংস্থানের ব্যবস্থা করায় মনোযোগী হতে হবে যেকোনো দেশকে।
1000006645.jpg
1000007899.jpg
1000007990.jpg
(ইট, কাঠ, বালির ভিড়ে কৃষি এবং সবুজ হারিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।)

যেখানে, দেশের মানুষ প্রতিনিধি নির্বাচন করে কাউকে আসনে বসাচ্ছে এবং সেই সকল মানুষ সহ প্রতিটি দেশের রাস্তা, জল সরবরাহ ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ইন্টারনেট সরবরাহ, কৃষি, শিল্প এরকম প্রয়োজনীয় সকল কিছু চলছে সাধারণ মানুষের থেকে আয়কর নিয়ে! সেখানে তাদের এই সুবিধার দিকে নজর তাদেরকেই দিতে হবে, যাদের বিশ্বাস করে সাধারণ মানুষ আসনে বসিয়েছেন।


1000031215.jpg
  • শৃঙ্খলা রক্ষা
    :-

দেশের উন্নতির ক্ষেত্রে শিক্ষার পাশাপশি
শৃঙ্খলা সমান গুরুত্বপূর্ণ!

এই শৃঙ্খলা বজায় না থাকলে, রাতের অন্ধকারে আমরা কেউ নিরাপদ নই, এমনকি দিনের আলোতেও!

কাজেই, সভ্য সমাজের অঙ্গ বলে নিজেদের দাবি করলে হবে না, সঙ্গে শৃঙ্খলা মেনে সেটা করে দেখাতে হবে।
মুশকিল হলো, সমাজের বুকে একদল সুযোগ সন্ধানী (সব দেশেই রয়েছে!) যারা সাধারণ মানুষের বিদ্রোহকে হাতিয়ার করে নিজেদের আত্মস্বার্থ চরিতার্থ করে থাকে!
আর এই ফল ভোগ করতে হয় সঠিক দাবিদারদের!

দুধের সাথে খানিক জল মিশিয়ে দিলে কেই বা পার্থক্য করতে পারবে? এই জায়গায় নিজেদের বুদ্ধি তথা বিচক্ষণতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।



Being a citizen of your country, which is your priority that you want to keep in the first place as a part of development and why?
1000007113.jpg
1000006612.jpg
1000031203.jpg

আমি অবশ্যই প্রাধান্য দেবো শিক্ষাকে, আজকে যা কিছু পরিবর্তন হয়েছে সবটাই শিক্ষার উপরে ভিত্তি করে।

কাজেই, দেশের শিক্ষা ব্যবস্থাকে সবসময় শক্ত হাতে গড়ে তুলতে হবে।
ভেবে দেখুন কতকিছু আজ থেকে পনেরো বছর আগেও ছিল না।
আজকে নিজেদের আধুনিক সমাজের বললেই আধুনিক হয়ে যাওয়া যায় না;
যতক্ষণ আগামী প্রজন্ম এবং নবীনদের সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া না হচ্ছে।

1000006451.jpg

আজকাল পড়াশুনা চলছে কার কত টাকার জোর আছে তার উপরে, মেধার জোরে নয়! কি অবাক বিষয়!
শিক্ষা বিক্রি হচ্ছে যেটা একেবারেই কাম্য নয়।

শিক্ষার প্রয়োজনীয়তা কতটা সেটা ইতিহাসের দিকে তাকালেই বোঝা যাবে, আজকে ঘরে বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে, হাতে মোবাইল, ইন্টারনেট সবটাই শিক্ষার কারণে সম্ভব হয়েছে।

1000006345.jpg
1000006561.jpg
1000009846.jpg
(সড়ক পথ, রেল পথ, আকাশ পথ সহ মহাকাশে বিচরণের সুযোগ শিক্ষার হাত ধরেই এসেছে)

মানুষ পাখির মত উড়োজাহাজে করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে একই দিনে, মহাকাশে পাড়ি জমাচ্ছে, সেটা এই শিক্ষার কারণেই সম্ভব হয়েছে।

বিজ্ঞানের অবদানকে তো অস্বীকারের জায়গা নেই!
আরো অনেক কিছুই লেখার ছিল, তবে লেখাটা এমনিতেই দীর্ঘ হয়ে গেছে, তাই এখানেই ইতি টানলাম।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিদি প্রথম আপনাকে ধন্যবাদ জানাই এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর দ্বিতীয়ত প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর বাংলাতে লেখার জন্য।

আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আপনার মত জ্ঞানশীল দক্ষ মানুষকেই প্রধানমন্ত্রী বানাতাম।😘 আপনি আজকে যে পয়েন্ট গুলো তুলে ধরছেন প্রতিটা প্রধানমন্ত্রী যদি এগুলো মেনে চলত তাহলে একটি দেশ উন্নতির শিখরে পৌঁছে যেত।

অনেক অসাধু ব্যক্তিরা ক্ষমতার লোভে জ্ঞানী মানুষকে সঠিক স্থানে বসায় না । যদি জ্ঞানী মানুষকে সঠিক স্থানে বসায় তাহলে সে সুবিধা করতে পারবে না।

এটা সকলের মানতে হবে একটি দেশ উন্নতি করতে হলে অবশ্যই ভালো ভালো মেধা গুলো কাজে লাগাতে হবে। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার খুব সুন্দর মতামত আমাদের কাছে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...