My Favorite Brand of Detergent.

in hive-120823 •  11 months ago 
1000021374.png

একটি দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়ের উপরে প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের সহকর্মী @adylinah ;
আজকে তার আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে আমি উপস্থিত হয়েছি:-

প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার মাধ্যম।

বিস্তারিত বিষয় যাবার আগে প্রতিযোগিতার নিয়মানুসারে আমি @goodybest @gabrielagg এবং @sailawana দের আমন্ত্রণ জানাতে চাই।

এইবার প্রশ্নের দিকে এগোনো যাক, কিন্তু তার আগে চুপি চুপি আপনাদের জানিয়ে রাখি আমার দিদি আমাকে বলে ধোপা, আমার পরিষ্কারের নাকি বাতিক আছে!

যদিও আমি একেবারেই তার কথায় সহমত পোষণ করি না, তবুও দিদি বলে কথা হেসে খানিক বিষয়টিকে উড়িতে দিয়ে থাকি।
বলেছিলাম আগেই বাঙালির পেটে কথা থাকে না, দেখুন কেমন আপনাদের জানিয়ে দিলাম গোপন কথা!

এবার দেখি আমাদের বন্ধুর প্রশ্নগুলো কি কি আছে?



Show and Describe your favorite brand of detergent
1000021182.jpg

প্রথমেই জানিয়ে রাখি একটি দুটি নয় রীতিমত তিন ধরনের ডিটারজেন্ট(কাপড় কাঁচার সাবানের গুঁড়ো) আমি ব্যবহার করি।

দৈনন্দিন জামাকাপড় পরিষ্কারের জন্য সার্ফ এক্সেল যেটি বর্তমানে কৌটো বন্দী, বিছনার চাদর তথা পর্দা এবং পা মোছার পাপোশ সবটা পরিষ্কারের ক্ষেত্রে আমি সানলাইট ব্যবহার করি যার ছবি আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি কারণ সামনেই পয়লা বৈশাখ এবং তার আগে সবটা পরিষ্কারের জন্য বাজার থেকে ৫০০ গ্রামের একটি প্যাকেট কিনে এনেছি।

পরিমাণ

৫০০ গ্রাম

ভারতীয় মূল্য৫০ টাকা
স্টিম এর দর অনুযায়ী১.৮৩ স্টিম (আজকের দর অনুযায়ী)
1000021382.jpg

এই গেলো দুটির কথা, শীতকালে আমাকে ইজি কিনতে হয় উলের জামাকাপড় ধোয়ার ক্ষেত্রে; আর বর্ষাকালে আমি কমফোর্ট নামের লিকুইড জামাকাপড় কাঁচার শেষে ব্যবহার করি।
এই লিকুইড জলে দিয়ে, কাঁচা জামা কাপড় সেই জলে পুনরায় ভিজিয়ে রাখি;
যাতে বর্ষার ভেজা গন্ধ জামাকাপড়ে স্থান না পায়।

তাহলে এবার কোনটিকে আমার পছন্দের তালিকায় শীর্ষে রাখবো? সবাই আমার দৈনন্দিন সঙ্গী!

যেহেতু সানলাইট এর প্যাকেট আস্ত আছে, কাজেই ওই টিকেই নিজের পছন্দ বলে চালিয়ে দিচ্ছি, ওরা তো আর মানুষের মতো কথা বলতে পারে না কাজেই বাকিরা নালিশ করবে না! আপনারা কি বলেন?



State reasons behind your choice
1000021176.jpg
  • কথা দিয়ে কথা রাখা এটাই আমার এদের পছন্দ করার পিছনের কারণ।
    কথা দিয়েছে সানলাইট কাপড়ের রং অব্যাহত রাখবে সেই কথা সে রেখেছে।

  • পাশাপশি এখনও পর্যন্ত এরা কেউই আমার হাতের ত্বকের কোনো ক্ষতি করেনি।

  • কাপড় শুকিয়ে গেলেও এরা নিজের নিজের সুগন্ধ বেশ কয়েকদিন ধরে রাখে কাপড়ের সঙ্গে।

  • পরিষ্কারের মান উন্নত, সেটা পর্দা তথা চাদর কাঁচার পরে সুস্পষ্ট।

কাজেই এরা আমাকে অনেকরকম ভাবেই সহযোগিতা করে সেটা উল্লেখিত এবং এরা আমাকে অনেক খোলা চোখে না দেখতে পাওয়া জীবাণুর হাত থেকে রক্ষা করে।

ধুলোয় আমার অ্যালার্জি, তাই আমাকে সবসময় সবকিছু ধুলোমুক্ত রাখতে হয়। কাজেই, আমাকে যে যা ইচ্ছে বিশেষণ দিতে পারে, কিন্তু এই ডিটারজেন্টের কারণে আমি সুস্থ থাকতে পারছি,

সেটাই এদেরকে পছন্দের অন্যতম কারণ।



How important is detergent to your household
1000021175.jpg

কিছু কারণ উপরে পূর্বেই উল্লেখিত, তবুও যদি বাড়তি কিছু সংযোগ করতেই হয় তাহলে বলবো, বাড়ির সমস্ত দৈনন্দিন ব্যবহৃত জামাকাপড়ের সুরক্ষা যারা করে আসছে বহু বছর ধরে তারা খানিক আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে।

পৃথিবীর বুকে সভ্য সমাজে যারাই বসবাস করেন তাদের অনেক প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে কাপড় কাঁচার সাবানের গুঁড়োর উপস্থিতি সর্বত্রই।

কাজেই আমিও ব্যতিক্রমী নই, আমাকেও প্রতিদিনের জামা কাপড়কে জীবাণু মুক্ত রাখতে এইসকল ডিটারজেন্ট দের প্রতিদিন ব্যবহার বাধ্যতামূলক।

আমার নিত্যদিনের সঙ্গী এরা, কাজেই এদের গুরুত্ব অপরিসীম আমার কাছে।



1000021183.jpg

সকল প্রশ্নের শেষে সেই সকল মাতা পিতার কাছে একটি বার্তা দিতে চাই, আর সেটা হলো আপনাদের বাড়িতে যদি কোনো এমন শিশু থাকে যে সদ্য হাঁটা শিখেছে, তাদের হাতের নাগালের বাইরে রাখবেন এই সকল দ্রব্য।

একদিকে এরা যেমন পরিষ্কারের সহায়ক তেমনি এদের মধ্যে উপস্থিত ক্ষার শিশুদের ত্বক তথা পেটের জন্য ক্ষতিকারক।

এই ছিল আমার অভিমত প্রতিযোগিতার বিষয় সম্পর্কে, যদি আমার অভিমতের সাথে আপনারা সহমত পোষণ করেন তাহলে মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

প্রথমেই দিদিকে ধন্যবাদ জানাবো,
দিদির প্রতিদিনের কাজে তিন ধরনের ডিটারজেন্ট ব্যবহার সম্পর্কে জানতে পেরে ভীষণ ভালো লাগছে।
তবে আপনার সানলাইট, সানলাইট ডিটারজেন্ট পাউডার মাধ্যমে আপনি আপনার ময়লাযুক্ত কাপড় কে খুব সুন্দর ভাবে পরিষ্কার করেন এবং এটা বিস্তারিত সম্পর্কে লিখেছেন।
তবে ভীষণ ভালো লেগেছে, এর উপকারিতা এবং অপকারিতা সাথে, প্রতিটা পরিবারে শিশু থাকে এবং তাদের জন্য কতটুকু সুরক্ষায় রাখা উচিত যে সম্পর্কেও লিখেছেন ধন্যবাদ আপনাকে।

সার্ফ এক্সেল, সান লাইট, কমফোর্ট কাপড় কাচার সাবানের গুড়ো, আপনি ব্যবহার করে থাকেন। সান লাইট ডিটারজেন্ট পাউডার কথা দিয়ে কথা রাখে, তাই আপনি এই পাউডার অনেক বেশি পছন্দ করেন।

কিছু কিছু পাউডার ব্যবহার করলে, আমাদের হাতের ত্বকের অনেক বেশি ক্ষতি হয়ে থাকে। কিন্তু আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। যে পাউডার এবং লিকুইড আপনি ব্যবহার করে থাকেন। সেটা আপনার হাতের ত্বকের কোনরকম ক্ষতি করে না, আমার মনে হয় এটা খুবই ভালো।

প্রতিযোগিতায় উল্লেখিত প্রশ্নের উত্তরের পাশাপাশি আপনি, আমাদেরকে সতর্ক করেছেন। আমরা যেন এই ডিটারজেন্ট পাউডার ছোট বাচ্চাদের হাতের নাগালের বাহিরে রাখি। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।🙏

আমাদের সুস্থভাবে বাচঁতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে ।আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে এবং আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় ব্যবহারের জিনিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এই সকল প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে দিদি, আপনি খুব সুন্দর ভাবে আপনার প্রিয় ডিটারজেন্ট সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন তার সাথে সাথে আমাদের সকল বাবা-মাকেও আপনি সতর্ক করেছেন । কারণ ডিটারজেন্ট যেন বাচ্চার হাতের কাজ থেকে দূরে রাখা হয় ।

Sunlight detergent is one of the best worldwide. It's interesting to read about its importance in your household. Good luck in the contest!