Photographs of local market- স্থানীয় বাজারের কিছু ছবি রইলো আপনাদের মাঝে।

in hive-120823 •  2 years ago  (edited)
20230217_001640_0000.png

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আমার স্থানীয় বাজারের বেশ কিছু ছবি নিয়ে হাজির হয়েছি।

অনেকেই হয়তো বিষয়টিকে সাধারণ দৃষ্টি দিয়ে দেখবেন কিন্তু একবার ভেবে দেখুন আমাদের দৈনন্দিন চাহিদা পূরণে এইসকল স্থানীয় বাজারের ভূমিকা কতখানি।

একটি নির্দিষ্ট জায়গাতে আমাদের প্রয়োজনের সবরকম জিনিসের যোগান দেওয়া মানুষগুলো কিন্তু অনেক সময় আসেন দুর দুরন্ত থেকে।

আমি যেখানে থাকি সেখানের সবচাইতে বড় সুবিধা সমান দূরত্বে বাস স্টপ এবং বাস স্টপের চাইতেও কাছে রেলওয়ে স্টেশন। ঘর থেকেই শুনতে পাওয়া যায় ট্রেনের শব্দ।

এটা যেকোনো জায়গা নির্ধারণের আগে আমাদের সকলের দেখে নেওয়া উচিত, যে নিজেদের বাড়ি থেকে যেকোনো স্থানে গন্তব্যের জন্য যানবাহন ব্যবস্থার কতখানি সুবিধা আছে।

স্থানীয় সবজি বাজার:-

IMG_20221030_190532.jpg

IMG_20221030_190512.jpg

IMG20220924093835.jpg

IMG20220924093742.jpg

এরপর আসে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য স্থানীয় বাজারের দূরত্ব, কারণ বাজার এমন একটি স্থান যেখানে কেবলমাত্র যে কাচা বাজার পাওয়া যায় তাই নয়, ওষুধের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেকোনো জিনিষ আমরা এই বাজারেই পেয়ে যাই।

আমার বাড়ি থেকে বাজারে পৌঁছতে মোট ৫ মিনিট সময় লাগে তাও আবার হাঁটা পথে, এটার একটি বড়ো সুবিধা যখন আপনার নিজেকে কোনো জিনিষ হয়তো খুব প্রয়োজনে আনতে যেতে হতে পারে হটাৎ করে সেই সময় হাতের কাছে থাকা বাজার আমাদের কাছে কতখানি সহায়ক সেটা আমার মত যারা সব কাজ নিজে করেন তারাই উপলব্ধি করতে পারবেন।

আমরা চাইলে বড়ো বাড়ি অনেক টাকা খরচ করে তৈরি করতেই পারি, কিন্তু আমার মনে হয় যেকোনো বাসস্থান তৈরির পূর্বে আসে পাশের সুযোগ সুবিধাগুলো মাথায় রেখে তবেই কোনো বাসস্থান নির্মাণ করা উচিত।

স্থানীয় মাছ ও ডিমের বাজার:-

IMG20220924100603.jpg

IMG20220924100702_BURST000_COVER.jpg

IMG20220924100615.jpg

IMG20220924100610.jpg

IMG20220924100621.jpg

IMG20220924100624.jpg

IMG20220924100040_BURST000_COVER.jpg

যানবাহনের নিরিখে, নিত্য প্রয়োজনীয় জিনিষ সরবরাহের নিরিখেই কোনো স্থান বসবাসের যোগ্য কিনা সেটা নির্ধারিত হয়।

আমি যেখানে থাকি তার খুব কাছেই রয়েছে একটি খেলার মাঠ যেটি আমাকে সবুজের অভাব ভুলতে সাহায্য করে, বাই লেনে ঘর হলে কার্বন ডাই অক্সাইড থেকে বেশ খানিকটা বিরত থাকা যায়।

এককথায় আমার বাসস্থান একদম আদর্শ পরিবেশ বেষ্টিত, সাথে এখানের বাজার আকারে ছোটো কিন্তু দৈনন্দিন চাহিদা মেটানোর যাবতীয় সামগ্রী সেখানে পাওয়া যায়।

সবজি বাজার, মাছ বাজার, ডিম, ফল, থেকে শুরু করে মুদী খানার যাবতীয় কিছু রয়েছে এই বাজারে।

আমার স্থানীয় বাজারের ফুল, ফল এবং মুদির দোকানের ছবি:-
IMG_20230217_001505.jpg

IMG20220924093928.jpg

IMG20220924094034.jpg

IMG20220924094040.jpg

IMG20220924095241.jpg

IMG20220924095233.jpg

IMG20220924093659.jpg

আরো আছে ফুলের দোকান থেকে শুরু করে মিষ্টি, ওষুধ এবং একাধিক ATM কাজেই আমার স্থানীয় বাজার এক কথায় এখানের মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণের আদর্শ স্থান।

আমার খানিক থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে এখানের পরিবেশ, মানুষ এবং এই সকল হাতের কাছের সুযোগ সুবিধা পেয়ে, আমার পক্ষে এই মুহূর্তে এটা বলা ভীষণ মুশকিল যে, অন্য কোথাও গিয়ে সেই পরিবেশ মানিয়ে নিতে বেগ পেতে হবে কিনা!

সবচাইতে বড় ব্যাপার একটি জায়গায় থাকতে থাকতে সেখানের মানুষের সাথে, পরিবেশের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি।

আমরা মানুষ এবং ভালোবাসা আমাদের সহজাত, সেটা ব্যাক্তি, বস্তু বা জায়গা হোক না কেনো, কাজেই নিজের পাশাপাশি নিজের চারপাশের পরিবেশ একদিন নিজের অজান্তেই আপন হয়ে যায়, ঠিক যেমন আমার কাছে আমার স্থানীয় বাজার।

আপনারা কিভাবে দেখেন নিজের আশেপাশের পরিবেশ জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করে আমি বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই আর নিজেদের মন্তব্য জানতে ভুলবেন না।

h1cixij7HAiSq1otNd (1).gif
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার জন্য। আমাদেরকে প্রত্যেক দিনই প্রায় স্থানীয় বাজারে যেতে হয়। আমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসতে হয় এটাই স্বাভাবিক।

আপনি আপনার স্থানীয় বাজারের খুব সুন্দর একটা বিবরণ দিয়েছেন। তার সাথে ফটোগ্রাফি করেছেন। যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

আসলে আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করার ক্ষেত্রে স্থানীয় বাজারের অনেক গুরুত্ব রয়েছে। আমাদের বসবাসের জায়গা থেকে যদি বাজারের দূরত্ব অনেক বেশি হয়। সে ক্ষেত্রে কিন্তু আমাদের চাহিদা পূরণের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। স্থানীয় বাজার আমাদের জন্য খুবই ভালো একটা দিক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় বাজার নিয়ে এত সুন্দর একটা লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। তার সাথে অনেকগুলো ফটোগ্রাফি।

দিদি নমস্কার
আশা করি ভালো আছেন ৷ আপনি অনেক সুন্দর একটি ব্লগ লিখেছেন৷ একদম যথার্থ বলেছেন দিদি ৷ যে আমাদের বেচেঁ থাকার জন্য যাবতীয় জিনিস যা পুরোটাই বাজার থেকে পাই ৷

আপনি স্থানীয় বাজারের আলোকচিত্র তুলে ধরেছেন ৷যা দেখে অনেক ভালো লাগলো ৷

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না আমাদের সামনে আলোচনা করেছেন আসলে আমরা ছোট ছোট জিনিস গুলোর বেশি গুরুত্ব দেয় না কিন্তু সেটা আমাদের জন্য কতটা গুরুত্ব রাখে সেটা আমরা নিজেরাও জানিনা

দৈনন্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় সব ধরনের দ্রব্য পাওয়া যায় সেটা যোগান দিতে তারা কতটা পরিশ্রম করে এটা আমরা কখনো কেউ খেয়াল করে না শুধু আমরা দেখে যে বাজারে গিয়েই আমরা টাটকা সবজি টাটকা জিনিসপাতি পাচ্ছে এজন্য তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত

আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা মার্কেটের ছবি আমাদের মাঝে উপস্থাপন করছেন আসলে জিনিসগুলো দেখে খুবই ভালো লেগে গেল।

Loading...