আজকের কবিতা আসক্তি! (poetry- Addiction!)

in hive-120823 •  5 months ago 
1000030145.jpg
আসক্তি!

মানুষের ভালবাসা চাই না আজ;
বেদনার ভার নিয়েছি অনেক,
সাথে সয়েছি অযথা মেজাজ!

অনুভূতি আজ ধুলোয় লুটোপুটি খায়;
আবেগের কেবল সুযোগ নিয়ে যায়।

অনেক নিয়েছি আর ইচ্ছে নেই;
সোজাসুজি তাই না বলে দেই!

অনুভূতিকে যারা প্রতিনিয়ত ঠকায়;
একজন যে লিখে রাখছেন সব,
তারা কি সেটা কখনো টের পায়?

ঠিক করেছি বেছে নেবো,
আসক্তি হীন জীবন;
আসে আসুক অগুন্তি বাঁধা
যতই আসুক প্লাবন।

নকল কিছুর চাইতে, শূন্যতাই শ্রেয়!
সৃষ্টিকর্তা থাকলেই হবে,
আর যদি না থাকে কেহো।

ভুলে যাই মোরা কর্মই সেরা;
সময় আসলে করবে যে জেরা!
কাল যা অন্যকে দেবো,
সুদে আসলে আজ তা ফেরত পাবো।

অনেক মার্জনা, অনেক ত্রুটি;
জীবনের অঙ্ক না মিলিয়ে
মিলবে না কারো ছুটি!

- সুনীতা দত্ত।



1000017622.jpg
1000017623.jpg
(জীবন কিন্তু এই মাটির তৈরী ছাঁচের মত! যেভাবে আকার দেবেন, সেই আকারেই বেরিয়ে আসবে আমাদের কর্ম!)

আজকে লেখার শুরুটা ছন্দের হাত ধরে করবার প্রয়াস করেছি!
বেসুরো গলায় গানের মত, আমি একজন অদক্ষ কবি, সেইজন্য শুরুতে ক্ষমাপ্রার্থী সকলের কাছে।

মাঝে মধ্যে চেষ্টা করি অনেক কথার সারমর্ম ছন্দের আকারে অল্প কথায় যদি তুলে ধরা যায়!

"আসক্তি!"

কেনো বেছে নিয়েছি শব্দটি কবিতার নাম হিসেবে?
যদি একটু নিজেদের জীবনের দিকে দৃষ্টিপাত করা যায়, তাহলে দেখবেন আমরা কিছু না কিছু বিষয় এর উপরে আসক্ত!

সেটা যে কেবল নেশার বস্তু তা কিন্তু নয়, কেউ আছেন বই পড়ার প্রতি আসক্ত, কেউ টেলিভিশন, অনলাইন এর প্রতি আসক্ত!

আবার কেউ আছেন, বন্ধু সঙ্গে আসক্ত, কেউ সম্পর্কে আসক্ত, কেউ পরিবার পরিজন, সন্তানদের প্রতি আসক্ত।

এখন অনেকেই বলবেন এগুলো ভালোবাসা আসক্তি নয়, কিন্তু জেনে রাখুন যে বিষয়কে অথবা অভ্যেস তথা সম্পর্ক আমরা এড়িয়ে যেতে পারি না, অথবা যাদের অনুপস্থিতি আমরা কল্পনাতেও আনতে পারি না;
সেটা ভালোবাসার উর্ধ্বে, আসক্তিতে পরিণত হয়ে যায়, সময়ের হাত ধরে।

ভালবাসা হয়তো সময়ের সাথে সাথে কমতে অথবা বৃদ্ধি পেতে পারে, কিন্তু আসক্তি গোটা জীবন ঊর্ধ্বমুখী থেকে যায়।

আসক্তি মুক্ত হতে হলে আমাদের বাঁধনমুক্ত হতে হবে, মায়া ত্যাগ করে ফেলতে হবে, কোনো কিছুর অনুপস্থিতিকে মেনে নিতে হবে, সেটা খুব কম মানুষ পারেন।

যারা পারেন তারা সাধক, তারা জানেন, একমাত্র সৃষ্টিকর্তার শিক্ষা অনুসরণ করেই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মায়া, মমতা আমাদের আসক্তির মূল কারণ! সেটা থেকে মুক্তি নেই তাদের, যারা সাংসারিক সুখকে উপেক্ষা করতে পারেন না।

বেশকিছুদিন ধরে কিছু কার্য্যক্রম আমাকে এই শিক্ষায় শিক্ষিত করেছে, সৃষ্টিকর্তার পথ অবলম্বন করে এগিয়ে যাওয়া শ্রেয়, অযথা কোনো সম্পর্কের আসক্তিতে না জড়িয়ে।

1000014289.jpg
1000014290.jpg
(এই অবলা জীবেরা, আমাদের অনেক মূল্যবান শিক্ষা দেয়, কিন্তু বুদ্ধিজীবীরা নিতে নারাজ!)

কারণ, মানুষ, এবং সম্পর্ক আজকাল ব্যবহারের দ্রব্য সম হয়ে গেছে! হিসেব নিকেষ আর অঙ্ক কষে তারা সামনের মানুষের দর নির্ধারণ করেন, এবং সম্মান নির্ভর করে সেই মানুষের সমাজ তথা আর্থিক ক্ষমতা কতখানি তার উপরে, এবং সেখান থেকে নিজের কতখানি লাভ হবে, সেটার উপর নির্ভর করে!

যদি দেখা যায় এগিয়ে নিজের লাভ আছে তবেই তেল খরচ করা, নইলে পথ বদলে নেওয়া।
আবার, আরেক শ্রেণী নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে এক নিমেষেই চেনা মানুষদের অচেনার দলে ধরেন!

1000014291.jpg
(মানুষের ভিড়ে, কিছু অমানুষের সংস্পর্শে আমাদের সকলকেই আসতে হয়!)

এই কাজগুলো করতে এক্ শ্রেণী যেমন সিদ্ধহস্ত তেমনি এরা অনুভূতি নিয়ে খেলে মজা পান।
তবে, একটা কথা সঠিক, সকলের অলক্ষে একজন প্রতিদিনের হিসেব লিখে রাখছেন, আর তার লাঠিতে কিন্তু আওয়াজ হয়না!

আমরা হয়তো ভালো সময় আসলে, সেটাকে সম্মান করিনা, তখন মানুষকে মানুষ মনে করি না, আর ফলস্বরূপ জমা খাতার হিসেবে, কেবল শূন্যতা পড়ে থাকে।

বিজ্ঞানে নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রত্যেক ক্রিয়ার, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বোধহয় আমাদের সকলের মনে রাখা উচিত, কোনো পদক্ষেপ নেবার আগে।

তাই, ঠিক করেছি এই একাকী জীবনে আর মায়ার বাঁধনে নিজেকে জড়ানো ঠিক নয়, কি হবে জেনে শুনে নিজের কষ্টের বোঝা বাড়িয়ে?

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

  ·  5 months ago (edited)

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম। সৃষ্টিকর্তা আমাদেরকে যে পথ সেই পথকে অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়াই সঠিক। অযথা কোনো সম্পর্কের আসক্তিতে জড়ানো থেকে আমরা বিরত থাকবো। আপনার আরো কি কথা আমার অনেক ভালো লাগলো। আসলে অবলা জীবরা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। ধন্যবাদ ভালো থাকবেন। আমি আশা রাখবো আমাদেরকে আরো এরকম সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন।

Loading...

অদক্ষ কবি হয়েও সুন্দর কবিতা লিখেছেন। আমরা প্রত্যেকেই কোন না কোন জিনিসের উপর আসক্ত, কোন জিনিসের উপর অতিরিক্ত আসক্তি মানুষকে অন্ধ করে দেয়, যে জিনিস যতটুকু প্রয়োজন সেই জিনিসের প্রতি ততটুকু আসক্তি থাকাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

TEAM 5

Congratulations! This post has been upvoted through steemcurator07 We support quality posts, good comments anywhere, and any tags.


SEARCH_team.webp

Curated by : @damithudaya

@damithudaya thank you for this support 😊

অন্য কিছুর প্রতি আসক্ত না হলেও আপনার কবিতার তিনি আসক্ত হয়ে পড়েছি। হয়তোবা খুব একটা বেশি আপনার কবিতা পড়া হয় না তবে যখনই পড়ি তখনই বাস্তবতার কিছু বিষয় চোখের সামনে ভেসে ওঠে।

নকল কিছুর চাইতে, শূন্যতাই শ্রেয়!
সৃষ্টিকর্তা থাকলেই হবে,
আর যদি না থাকে কেহো।

ছোটবেলায় একটি বিজ্ঞাপন দেখতাম নকল হইতে সাবধান , নকল করিবে যে কারাগারে বন্দি থাকিবে সে।

যাইহোক বরাবরের মতো আপনার লেখার ধরন কারো সাথে তুলনা করার মত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিবে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

আপনার কবিতার কয়েকটা লাইন খুবই ভালো লাগলো। আসক্তি নিয়ে আমার মনে হয় যে। কিছু জিনিসের আসক্তি আমরা ছাড়তে পারি কিন্তু ভালোবাসা থেকে যে আসক্তি জন্ম নেয় সেটা মৃত্যুর আগে ছাড়া সম্ভব না। সংসারে বাস করে অন্তত সম্ভব না। এজন্যই হয়তো যারা সন্যাস নেয় তারা সংসারে থাকে না ,দূরে চলে যায়।

পাশাপাশি এটাও ঠিক যে একশ্রেণীর বললেও মনে হয় ভুল হবে ,বেশিরভাগ মানুষই হিসেবে করে কিছু সম্পর্ককে গুরুত্ব দেয়। আশেপাশে অনেকেই আছে তাদের কাছ থেকে অনেক সন্মান পাই কিন্তু খুব ভালো করেই জানি এরা যতক্ষণ প্রয়োজন মনে করবে ততক্ষনই সম্পর্ক রাখবে।

কিন্তু এদেরকে নিয়েই পথ চলতে হবে। কারণ এরা আমাদের জীবনযাত্রার অংশ হয়ে গেছে। তবে আগে এদের প্রতি যে আন্তরিকতা ছিল সেটা আর নেই । ক্ষতিও চাই না কিন্তু সামনে থেকে চলে গেলে ভাবি না এদের নিয়ে।