PRIZE DISTRIBUTION- New Year 2025(Hangout)

in hive-120823 •  22 days ago 

After an extended period, our team gathered to celebrate the arrival of the year 2025. This gathering highlighted the notion that the professional environment can indeed foster a family-like atmosphere, particularly when individuals collaborate over an extended duration.

During this event, we not only engaged in meaningful interactions;
But also enjoyed a game that, I had organised as part of our gathering. This game was titled

Secret Santa.

Our program commenced at 8:30 PM (IST) and lasted for over two hours, during which we shared an enjoyable experience.

I anticipate that several members will continue their professional journeys in the coming year. As a colleague and, more importantly, as a member of the Steem community, I consistently strive to contribute positively. However, I remain uncertain about the effectiveness of my efforts. In the past, when I participated as a user, I organized a comment contest that I sponsored! as I believe that intentions hold significant value.

IMG_20241231_234413.jpg

Today, I felt a sense of pride in those members who chose to remain until the conclusion of the event and actively participated in the game.

I arranged a live reward during the game and in the below mentioning the winner's name;

Though the amount is not much, the intent was transparent to spend quality time with my family members inside the community.

User Id
Steem
@avishek932 steem
@karobiamin712 steem
@mdsahin1112 steem
@mukitsalafi2 steem
@samima12 steem
Total steem shared
10 steem
1000045469.jpg

Congratulations to all the winners.

I believe our members also enjoyed the last hangout of 2024. I am looking forward to the opportunity to reward many more deserving candidates no matter which country the user belongs to, and for that, I am constantly sponsoring contests.

Let's pray the new year brings health and joy for all.
I hope the price of steem will reach the sky!

I WISH ALL MY STEEMIT FRIENDS A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2025;
BE BLESSED ALWAYS!

OUR QUICK DELEGATION LINK:-

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা, এই কমিউনিটিতে বেশ অনেকটা দীর্ঘ সময় ধরে আছি আমি। এইতো গত বছরই দিদিকে কথা দিয়েছিলাম ২৫ সাল পর্যন্ত একসাথে থাকব যত বাধা বিদপ আসুক না কেন,,
আমি জানিনা কতটুকু পেরেছি তবে আমি আমার জায়গা থেকে সর্বদাই চেষ্টা করছি। হয়তো সেই কারণেই আবার গতকালকের হ্যাংআউটে যুক্ত হতে পেরেছিলাম, সত্যি কথা বলতে আমার মনটা ভীষণ রকমের খারাপ ছিলো।

তবে হ্যাঁ, হ্যাং আউটে যুক্ত হওয়ার পরে আমার ভীষণ ভালো লাগছিলো।সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনাই করি এই কমিউনিটির সকলে মিলে একসাথে যেন দীর্ঘ পথ চলতে পারি হাসি, আনন্দের মাঝে প্রত্যেকটা দিন পার করতে পারি। আর দিদিকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের গতকালকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।।

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

@memamun
Thank you sir ❤️

আমি সর্বপ্রথম কোন একটা হ্যাংআউট টে যুক্ত হয়েছি, আজকের এই হ্যাংআউট টে অনেক আনন্দ উপভোগ করেছি। আপনি আমাদের জন্য একটি খেলার আয়োজন করেছেন, খেলাটি আমার জন্য অনেক ভিন্নরকম ছিল এবং অনেক আনন্দদায়ক ছিল, আমি সর্বপ্রথম এইসব খেলার অংশগ্রহণ করেছে। আমি মনে করি, আজকে এই হ্যাংআউট টে যারা যুক্ত হয়েছিল। তারা প্রত্যেকেই আনন্দ উপভোগ করেছে । ইনক্রেডিবল ইন্ডিয়া পরিবারের সদস্য হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। সকল বিজয়ীদের জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দিদি আপনার জন্য সর্বদা দোয়া ও ভালোবাসা রইলো, নতুন বছরের শুভেচ্ছা রইল ২০২৫ সাল আপনার জন্য ভালো কিছু নিয়ে আসুক এই দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে সব সময় এই ভাবেই থাকবেন দিদি।

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

Thank you @memamun Sir

আপনাদের ভালোবাসা আমার শক্তির উৎস। আপনার ভালো লেগেছে বিষয়টি এটাই বড়ো কথা, আগামী দিনে, অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চই আবার খেলা হবে, তখন আপনার নাম থাকবে নিশ্চই এই তালিকায়।

শুধু নিজের পরিশ্রম আর কাজের প্রতি ভালবাস অক্ষুন্ন রেখে যাবেন নতুন বছরে এই আশা রাখি।

আপনাকে ধন্যবাদ দিদি এত সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য।

নতুন বছরের শুভেচ্ছা জানাই! ২০২৫ সালটি সবার জন্য আনন্দময় এবং সাফল্যমণ্ডিত হোক।
গতকাল রাতে Secret Santa গেমে অংশগ্রহণ করার এবং এই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। বিশেষ করে, এই খেলায় অংশগ্রহণ করে যখন আমি নিজেই একটি পুরস্কার জিতে নিয়েছি, তখন মুহূর্তটি আমার জন্য আরও বেশি স্মরণীয় হয়ে উঠেছে।

এই ধরণের আয়োজন আমাদের কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করে এবং একে পরিবারের মতো করে তোলে। এমন চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য আমি সত্যিই দিদি আপনার কাছে কৃতজ্ঞ । এটি প্রমাণ করে যে ছোট ছোট আনন্দময় মুহূর্তগুলো আমাদের জীবনে কতটা মূল্যবান।

আমি আন্তরিকভাবে আশা করি, ২০২৫ সাল আমাদের সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। Steem এর মূল্য আকাশ ছুঁক, এবং আমাদের কমিউনিটি আরও এগিয়ে যাক।
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

@samima1 অনেকের মাঝখানে নিজেকে অনন্য করে তোলা সহজ বিষয় নয়, ভালো লাগলো জেনে বিষয়টি আপনি উপভোগ করেছেন।

আগে আমি সাপ্তাহিক Hangout করতাম কিন্তু এখানে অনেকেই বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহ দেখায় নি, তাই অনেকদিন পর বছরের শেষ প্রান্তে এসে চেষ্টা করেছি, সকলকে একত্রিত করতে কিন্তু সেখানেও অনেকের উপস্থিতির অভাব আমাকে বেশ হতাশ করেছে।

আসলে কাজের জায়গা যদি ভালোবাসার জায়গা না হয়ে শুধু দেনা পাওনা আদায়ের স্থান হয়ে যায় l, তবে মুশকিল।

ভালোবাসা দিয়ে যতটা কোনো বিষয়ে সফলতা পাওয়া যায়, লাভ লোকসানের হিসেব কষে সেটা হয়না। যারা সেটা করেন, তাদের পাতে হতাশা ছাড়া কিছুই পড়ে থাকে না।
ভালো কাটুক আপনার নতুন বছর। আর, এই ভাবেই ভালবেসে কাজটা করে যান সবসময়।

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

Thank you, @memamun, for this support! Congratulations on your selection! 👏
Happy new year, stay blessed!

Welcome didi. Happy new year 🥰

Loading...
Loading...

আমি যদিও বছরের শেষ হ্যাংআউট এ ব্যাক্তিগত কারণে মিস করেছি।কিন্তু বাকি সবাই অনেক আনন্দ করেছে জেনে ভালো লাগলো সেই সাথে আমি না থাকার কারণে কিছুটা খারাপও লাগছে। অবশ্য এই হ্যাং আউট মিস করলেও বছরের বাকি সময় আমাদের কমিউনিটির সাথেই থাকবো কারণ পরিবার সবসময়ই পরিবার।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যদিও জানাতে অনেকটাই লেট হয়ে গেলো।

@avishek93 2 steem
@karobiamin71 2 steem
@mdsahin111 2 steem
@mukitsalafi 2 steem
@samima1

বিজয়ী সবার প্রতি অভিনন্দন রইলো।