আমার দৃষ্টিভঙ্গিতে মান নির্ধারণের সংজ্ঞা!("The definition of quality from my perspective.")

in hive-120823 •  5 months ago  (edited)
1000033398.png

ধুরুন বাজার থেকে কোনো দ্রব্য ক্রয় করতে গিয়েছেন, আপনার মুখ থেকে জিনিসটি কেনবার সময় একজন ক্রেতা হিসেবে যে প্রশ্নটা প্রথম মুখ থেকে বেরিয়ে আসবে, সেটা হলো

ভাই জিনিসটি ভালো তো?

শাক সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেকোনো জিনিষ কেনার আগে উপরিউক্ত প্রশ্নটি আমাদের মুখ থেকে সর্বাগ্রে বেরিয়ে আসে।

আবার অনেক নামি দামী কোম্পানির জিনিষ আছে যাদের মানের উপরে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি।

তবে, অনেকেই আছে যারা কোনো নামকরা কোম্পানির জিনিসের পরিবর্তে বেনামী দ্রব্য ক্রয় করে থাকেন।

1000021794.jpg
1000019555.jpg
1000017621.jpg
(ফুল, ফল কিংবা সবজি সবক্ষেত্রেই মান নির্ধারণ করে কেনা আমাদের স্বভাব)

এখন প্রশ্ন হলো, আজকে হঠাৎ মান নির্ধারণের বিষয়বস্তুকে কেনো বেছে নিয়েছি নিজের লেখায়, ভারতীয় সময় রাত ১২ টা বেজে ৫৭ মিনিটে!

এক্ এক্ শ্রেণীর মানুষের মান নির্ধারণের পদ্ধতি এক্ এক্ রকমের;
বিশেষকরে যখন সেটা বাজারে বিক্রিত কোনো দ্রব্য ক্রয় এর বিষয় হয়ে থাকে।

এসবের পাশাপশি এমন কিছু বিষয় আছে যেগুলোর মান ও কিন্তু নির্ধারিত হয়।
যেমন কোনো ছায়াছবি দেখার পর সেটা কারোর ভালো লাগে, আবার কেউ কেউ হতাশ হন।

একইরকম ভাবে কোনো বই পড়ে কারোর সেই লেখকের লেখাকে উচ্চস্তরের বলে মনে হয়, আরেকশ্রেণী তারমধ্যে কিছুই খুঁজে পায় না!

এই যে এতগুলো কথা লিখলাম, তার আক্ষরিক অর্থ হলো এই প্ল্যাটফর্মে আমরা যারা নিজেদের লেখা ভাগকরে নিয়ে থাকি, তাদের মান কিন্তু নির্ধারণ করে থাকেন বিভিন্ন মানুষ।

যেহেতু আমরা বিভিন্ন, খুব স্বাভাবিক আমাদের চিন্তাধারা, পছন্দ একরকমের হবে না;
কিন্তু তারমানে এই নয়, একটা মানুষের প্রয়াসকে আমরা কখনোই সাধুবাদ জানাবো না।

এবার আসব আমার কাছে লেখার মানের সংজ্ঞা কি?
  • শুধু বেশ কিছু ছবি দিয়ে পোস্ট ভরিয়ে রাখলেই যেমন একটা লেখার মান উন্নত হয়না, তেমনি একটা মানুষের যে বিষয়ে দক্ষতা নেই, তবুও তারমধ্যে শেখার প্রয়াস চোখে পড়ে, সেটাকেও সমাদৃত করা উচিত।

আজকে একটা প্রশ্ন আমি না করেই পারছি না, একটি মানুষ পোস্ট কম করলে প্রশ্ন তোলা হয়, অপরদিকে অনেকেই আছে দরাজ কন্ঠে লেখেন এবং অনেক নিয়মের তোয়াক্কা না করে নিজের মতো করে লেখা ভাগ করে সমর্থন পাচ্ছেন, সপ্তাহে বড়জোর দু থেকে তিনটি লেখা লিখে!

1000024837.jpg
1000024831.jpg
(কর্ম আর সময় জীবনের আগামী পথ নির্ধারণ করে, কাজেই ফাঁকা মাঠে গোল সবাই দিতে পারে, তাতে কোনো কৃতিত্ব নেই! জীবনের মত ক্ষমতাও অস্থায়ী!)

এই বৈশ্যমতার কারণ কি?

লেখার মান নির্ধারিত হয়, লেখকের প্রয়াস, লেখকদের বার্তা, লেখকদের অভিজ্ঞতা তথা তার এই প্ল্যাটফর্মে কতখানি দায়বদ্ধতা আছে তার নিরিখে, অন্ততঃপক্ষে আমার কাছে তো তাই।

না বললেই নয়, আমার চোখেও অনেক অযোগ্য লেখা পড়েছে যেগুলো সমর্থন পাবার যোগ্য নয়, তবে তারা লেখা ভাগ করে উঠতে পারে না, সমর্থন এসে যায়!

আরো বিস্ময়ের বিষয় হলো, আমি অভুক্ত কে খেতে দিতে বিশ্বাসী, যার পেট ভর্তি তাদেরকে খাওয়ানোর পিছনের উদ্দেশ্য আমি এই চার বছরে বুঝেছি, যেটা আমার দৃষ্টিভঙ্গিতে অনৈতিক।

ক্ষমতা দেখিয়ে আমার মত মানুষকে দমানো সম্ভব নয়, কারণ ভালো থাকার তাগিদে সত্যের সাথে কখনোই আপোষ করিনি।

সর্ব শক্তিমান সৃষ্টিকর্তা ছাড়া আমি কাউকে ডরাই না, তাই যে বিষয় নিয়ে আমার দিকে একটা আঙ্গুল কেউ তুলবে, একবার যেনো দেখে নেন নিজের দিকে কটা আঙ্গুল রয়েছে!

যারা মুষ্টিমেয় মানুষের লেখা, ভাষার বাইরে বেরোতে অক্ষম, তারা যখন মান নির্ধারণের প্রশ্ন তোলেন, তার পিছনের আসল উদ্দেশ্য বোঝার ক্ষমতা আমার আছে।

অবশেষে একটা কথা বলবো, অন্যের ক্ষতি করে, অন্যকে সর্ব সমক্ষে ছোটো করেন যারা, তারাও শান্তিতে ঘুমাতে পারেন না, কারণ সৃষ্টিকর্তা হিসেব ঠিক মিলিয়েই দেন।

এখন অনেকের ব্যাক্তিগত জীবনের অশান্তির কারণ বুঝতে পারি, অন্যেকে কাঁদিয়ে নিজে হাসা যায় না!
দরাজ কন্ঠে বলতে পারি, আমি এই প্ল্যাটফর্মে এমন একজন মানুষ, যে লেখার মান লেখা পড়ে নির্ধারণ করে, ছবি দেখে নয়।

বাকিদের দৌড় আমার জানা আছে, চার বছরের বেশি কাজ করে যাচ্ছি মানুষের মতো করে, রোবটের মত ক্ষমতাবানদের হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে নয়!
সকল অন্যায়ের হিসেব এখানেই দিয়ে যেতে হবে, কাজেই কাউকে ছোটো করে নিজে বড় হওয়া যায় না।

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

Congratulations, you have enabled UVF by @boylikegirl
Common UVF commands:
1.uvf_info
Reply any post use "!uvf_info"
Display your UVF information