The presence of blood clots in the sky. (রক্তে ভেজা আকাশ!)

in hive-120823 •  2 months ago 
1000034178.png

একটি ছোট্ট শিশু যে জীবনের মানে কি? জীবন খায় না , মাথায় মাখে কিছুই বোঝে না!

সেটাই স্বাভাবিক! ভাগ্যের পরিহাস ছাড়া আর কিছুই নয়, নির্মল কোমল মনে সময়ের থাবা এমন ক্ষত দিয়ে যায় বিনা অপরাধে, যখন হয়তো অপরাধ কি? তাকেই বা খায় না, মাখে সেটা বোঝার বয়স অনেকের হয় না!

এরকম একটি শিশুকে আমি চিনি, যার জীবনে বজ্রপাতের মত একটি দিন এসেছিল, যেটা তার গোটা জীবন ছারখার করে দিয়ে চলে যায়!

একদিন হঠাৎ করেই তার একটা দাদা তাকে কাছে ডেকে বলল, তুমি এত দুষ্টু তাই তোমার মা আর তোমার কাছে আসবে না বলেছে!

শিশুটি মজার ছলে জানালো, মা আমাকে ছেড়ে থাকতেই পারে না, তুমি বললেই হলো!
বলেই এক ছুট্টে খেলতে চলে গেলো!

আশেপাশের পরিবেশ থমথমে, কি ভাবে যেনো খেলার মাঝেই কেঁদে উঠলো! যদি দাদার কথা সত্যি হয়! খেলা ফেলে এক্ ছুট্টে সে দিদিমার কাছে গিয়ে জানতে চাইলো, সত্যি কি তার দুষ্টুমির জন্য তার মা আর কোনোদিন ফিরবে না তার কাছে?

শুনেই দিদিমা কান্না শুরু করলো, শিশুটি অস্থির আর খেলতে মন চাইছে না, পাশের বাড়ির এক দিদি অনেকটাই বয়সে বড়, সে এসে শিশুটিকে বলল, আজ থেকে আমার মা কেই তুই মা বলে ডাকবি!

শিশুটির মনে এতটাই ভয় বাসা বাঁধতে শুরু করলো যে, তার মায়ের দৈনন্দিন পরিধানের একটি শাড়ি আঁকড়ে কেঁদে কেঁদে বলতে শুরু করলো, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না মা, তুমি একবার ফিরে এসো!

1000033866.jpg
1000033867.jpg
(বন্দী অবস্থায় অসময় বেড়ে ওঠা কত ফুলের খবর আমরা জানিনা, অসময় আগমন আবার সবার অলক্ষে চলে যাওয়া, এই তাদের জীবন)

প্রত্যেক মানুষের জীবনে কিছু অজানা দিক থাকে, তাদের মধ্যে কেউ হয়তো আংশিক কিছু বলতে সক্ষম, আর বেশিরভাগটাই নিজের মনের মধ্যে নিয়ে চির বিদায় নেয় এই পৃথিবী থেকে।

অনুভূতি প্রকাশ এর জন্য বিশ্বস্ত মানুষদের প্রয়োজন হয়, যদি সেটার অভাব হয়, অথবা বিশ্বাসভঙ্গের শিকার হয় কেউ, তাহলে অনেক তথ্যই মনের মনি কোঠায় জমা রাখা শ্রেয় বলে মনে করেন অনেকেই!

জীবন কখনোই বেদনাহীন নয়, সেটা মানবকুল সহ সমস্ত প্রাণীকুলের ক্ষেত্রেও প্রযোজ্য, পার্থক্য শুধু দৃষ্টিকোণের, অভিব্যক্তি প্রকাশের ভঙ্গিমায়।

আমি প্রায় সময় আকাশের ছবি লেখায় তুলে ধরি বলে অনেকেই সেটাকে একঘেয়েমি ভাবতে পারেন, কিন্তু সুবিশাল আকাশের বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ অনেকের জীবনের হারিয়ে যাওয়া মানুষ সহ, হারিয়ে যাওয়া কথা, কাছের সম্পর্কের সাথে কাটানো মুহূর্তগুলোকে জীবিত করে দেয়।

1000033871.jpg
1000033870.jpg
1000033869.jpg

এই দুদিন আগেই নীল আকাশের বুকে ছোপ ছোপ লাল অংশ দেখে মনে হলো, আমার হৃদয়ের পরিস্থিতি অবিকল একইরকম।

উপর থেকে দেখলে যার যন্ত্রণা অনুমানের উপায় নেই, কিন্তু প্রতিনিয়ত অন্তরে রক্তক্ষরণ হয়ে চলেছে।
ফেল করলে যেমন পাশের মূল্য বোঝা যায়, দুঃখ আছে বলেই যেমন সুখের মূল্য আছে, তেমনি এটাও সঠিক যাদের জীবনে অসময় কাছের সম্পর্ক হারিয়ে গেছে, তারাই বোধহয় সম্পর্কের কদর বা মূল্যায়ন সবচাইতে বেশি করতে সক্ষম।

যতক্ষণ সবাই থাকে আমাদের আশেপাশে নিজেকে যতটা শক্তিশালী মনে হয়, তাদের অনুপস্থিতি বুঝিয়ে দেয় আসলে আমরা কতখানি শক্তিশালী বিশেষ করে মানসিক ভাবে!

মাঠে না নামলে যেমন বোঝা যায় না, আমরা কতটা ভালো খেলোয়াড়, তেমনি জীবনের ময়দানে একলা হাঁটলে বোঝা যায়, জীবনের পরীক্ষাগুলো একাকী পার করার জন্য কতখানি মানসিক শক্তির প্রয়োজন, সেখানে আমাদের উদ্বুদ্ধ করার মানুষ নেই, আর না আছে পড়ে গেলে হাত ধরে তুলে ধরার কোনো মানুষ।

অনেকে এতটাই একাকী যে, মধ্য রাতে স্বপ্নের মাঝে হারিয়ে মানুষদের দেখে, কেঁদে উঠে পড়ে, তাকে শান্ত করার পাশে কেউ থাকে না।

কাউকে স্নেহ করলে, ভালবাসলে একটু উনিশ বিশ হলেই সেই স্নেহ ভালবাসাকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করাতে মুহুর্ত সময় নেয় না কিছু মানুষ!
ধুয়ে মুছে যায় এক্ নিমেষেই সমস্ত বিশ্বাস, অতীতের ইতিহাস, যাবতীয় কৃতকর্ম!

আচ্ছা ভালোবাসা কি শুধু রক্তের সম্পর্কের মাঝেই হয়? স্নেহ কি কেবলমাত্র নিজের মানুষদের সাথেই সম্ভব?

ভালোটা নিজেদের আর একটু বিপরীতধর্মী কিছুতেই দায় সেই মানুষগুলোর যারা বিনা স্বার্থে স্নেহ ভালবাসায় বিশ্বাসী!

কারণ, তারা অসময় সব হারা দের দলভুক্ত তাই বোধহয়, জীবন হোক বা সম্পর্ক সবটার মূল্যায়ন অনেক নিখুঁত ভাবে করতে সক্ষম।
সবকিছু থাকলে যদিও তাতে ভেজালের দেখা মেলে, শূন্যতায় ভেজালের কোনো স্থান নেই।

1000033872.jpg

রক্তে ভেজা আকাশ!

প্রতি মূহুর্তের মৃত্যু বড়ো ভয়ঙ্কর!
হৃদয়ে বড্ডো চাপ অনুভব করি,
স্বপ্ন থেকে উঠে পড়ি তড়িঘড়ি!
ভারী কিছু মনে চেপে বসে আছে;
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেউ নেই কাছে!

রক্তগুলো ক্ষরিত হচ্ছে হৃদয়ে নিরন্তর;
ছিন্ন ভিন্ন হচ্ছি আমি ও আমার অন্তর!
চিহ্নগুলো আঁকা থাক গগনের মাঝে;
সময় পেলে যদি কেউ উঁকি দেয় সাঁঝে!

লাল রক্তে রাঙা আকাশ জানান
দেবে আমার গল্প;
খুব বেশি চাহিদা নয়,
ভালোবাসা চেয়েছিলাম অল্প!

আরো দেখবে আঁকা মোর নিঃস্বার্থ ভালোবাসা
ছিল না যেথা কোনো বিনিময় প্রথা,
থাকবে না রাখা তাতে, কোনো সুপ্ত অভিলাষা!

1000010907.gif

1000010906.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

এই পোস্টটি @httr4life এর মাধ্যমে টিম 7 দ্বারা আপভোট/সমর্থিত হয়েছে। আমাদের দল সম্প্রদায়ে যোগ করে এমন সামগ্রী সমর্থন করে৷

image.png

আমার মনে হয় বুকের জমা কষ্ট গুলো বুকে চেপে রাখলে এর যে যন্তনা আর মনে হয় কোন কিছুতেই নাই।

অনুভূতি প্রকাশ এর জন্য বিশ্বস্ত মানুষদের প্রয়োজন হয়,

আমরা বেশি অংশ সময় আমাদের প্রিয় মানুষের কাছে নিজের অনুভূতিগুলো প্রকাশ করি যাতে করে গোপনীয়তা রক্ষা পাই। মনের অনুভূতি যেমন সবার কাছে প্রকাশ করা যায় না । তেমনি সবাইকে বিশ্বাস করেও মনের অনুভূতিগুলো বলা যায় না।

বিশাল আকাশের এই সুন্দর নীলিমা কার কেমন লাগে সেটা বলতে পারবো না । তবে আমার কাছে খুবই ভালো লাগে আমার কোনদিন মনে হয় না যে আকাশের দিকে তাকিয়ে একঘেয়েমি লাগছে।

17254390336645536114909602846404.jpg

"আনন্দ হোক তুমি! ❤️💖
সর্বোচ্চ ভালোবাসা থেকে জানিয়ে শুনো!
আছেন প্রতিটি মূহুর্তে,
দিচ্ছেন স্বপ্ন থেকে উঠে পড়া তড়িঘড়ি!
যারা ভালোবাসার গল্প
নিজের হৃদয়ে মনে চেপে, নিশ্চিত করুন! 🙏
আরো দেখবেন এই ভালোবাসা গল্প
যারা মহাকরুণা
শীর্ষে চড়ে, বিজয় নিজের হাতে! 🏆