The dairy Game || বন্ধুদের সাথে ইফতারের মধ্যে কাটানো কিছু সময় || || by shahin05

in hive-120823 •  6 months ago  (edited)

আসলাম আলাইকুম
আমি @shahin05

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানাই কমিনিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নতুন একটি পোস্ট তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক :

InShot_20240324_150356392.jpg

TQ.png

প্রত্যেক রমজান মাসে আমরা সব বন্ধুরা মিলে ইফতার এর আয়োজন করি। ঠিক তেমনি ভাবে করেছিলাম।আগে থেকে এ সবকিছুর প্লান ছিল। তাই সময় মতো সবাই আমাদের স্কুল মাঠে চলে আসলো। এরপর সবাই মিলে যে যতটুকু পারি টাকা দিয়ে সবটাকা একসঙ্গে করে নিলাম। টাকা একসঙ্গে করার পর সবাই তাদের দায়িত্ব মতো কাজ করতে লাগলাম। তবে আমাদের ভাগ্য পড়লো সোলা, মুড়ি, মরিচ, বড়া ইত্যাদি এইসব বাজার। তাই আমরা দেরি না করে দুজন মিলে চলে গেলাম বাজার এ। তবে আমাদের স্কুলে সাথে এ বাজারটা ছিলো তাই বেশি কষ্ট করতে হয় নাই। একটা স্কুল থেকে বের হতে এ বাজার এ প্রবেশ করলাম। বাজারে আমাদের সবকিছু কেনাকাটা করলাম।

20230421_081932.jpg

কেনাকাটা শেষ করে চলে আসলাম স্কুল মাঠে। সেখানে আসার পর সবাই মিলে একসাথে হয়ে একটা জায়গায় বসে পড়লাম। আমাদের স্কুল মাঠটায় অনেক সবুজ ঘাস তাই সেখানে কোনো কিছু বেছানোর লাগে নাই। আমরা সবাই মিলে সবুজ ঘাস এর উপরে এ বসে পড়লাম। ইফতারি মাখার জন্য একটা বন্ধু তাদের দোকান থেকে একটা গাবলা নিয়ে আসলো। সেটার মধ্যে এ সবাই মিলে কাজ করতে লাগলাম।

20230421_082030.jpg

অনেকজন মিলে থাকার কারণে কাজটা করে বেশি সময় লাগলো না। সবকিছু শেষ করে অবশেষে আমাদের ইফতারির আয়োজনটা সম্পূর্ণ হলো।

20230421_082827.jpg

এরপর সবাই মিলেমিশে গোল হয়ে ইফতারি নিয়ে বসে পড়লাম। আসলে ইফতারি নিয়ে বসে থাকার পাশাপাশি দোয়া পড়লে সেটা অনেক ভালো হয়। তাই কথা মতো সবাই মিলে কাজ ও করতে থাকলাম। বসে থাকতে থাকতে মসজিদে আযান দেওয়া শুরু করে দিলো। তাই সবাই ধীরে ধীরে ইফতার করতে শুরু করলাম। তবে মাগরির এর নামায এ বেশি সময় না থাকার কারণে হালকা একটু ইফতারি করার পর এ সবকিছু সাইডে রেখে দিলাম। এরপর আমার একটা বন্ধু সে হুজুর হয়ে সামনে গেল। আমরা সবাই তার পিছনে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ এ কিছুটা সময় একটা আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে এশার আযান দিয়ে দিলো তাই সবাই দেরি না করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো। আমি বাড়ি আসার পড় ফোনটা রেখে সাথে সাথে মসজিদে চলে গেলাম। সেখানে গিয়ে এশার নামাজ তারাবির নামাজ পড়ে বাসা চলে আসলাম।

DeviceName
AndroidSamsung A03s
LocationBangladesh 🇧🇩
Short by@shahin05

আশা করি আমার দেখানো পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকে মনে এখানেই শেষ করলাম। তবে লেখায় কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রথমেই আপনাকে আমাদের কমিউনিটিতে স্বাগত জানাই। ইফতার হবে আর বন্ধুদের সাথে আড্ডা হবে না এটা তো হতে পারে না। আপনিও আজ বন্ধুরা সবাই মিলে স্কুল মাঠে বসে ইফতার করেছিলেন। সবার কাছ থেকে কিছু কিছু টাকা তুলে এসবের আয়োজন করেছিলেন।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাদের ইফতার পার্টি টি দেখে বেশ আনন্দ লাগলো ৷ এভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা ৷ আজকের ইফতারের খাবারে বেশ কিছু আইটেম ছিলো ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷