হ্যালো বন্ধুরা,, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তুলে ধরবো। চলুন শুরু করা যাক।
আমাদের দেশ বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার দেশ বাংলাদেশ। আমাদের এক সাগর রক্তের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটি মানচিত্র পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে আমাদের বাংলাদেশ।
ইতিহাস থেকে পাওয়া বিভিন্ন সম্প্রদায়ের শাসন-শোষণের হাত থেকে মুক্তির জন্য সংগ্রাম করে গিয়েছেন এদেশের জনসাধারণ। সংগ্রামের ধারাবাহিকতায় ঊন্নিসশত একাত্তর সালের ত্রিশ লক্ষ মানুষে জীবনের বিনিময়ে দখলদার মুক্ত করেছেন দেশ প্রেমিক মানুষ।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য লিখে কিংবা বলে শেষ করতে পারবো না। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিভিন্ন কবি নানা ভাবে আমাদের সবার মাঝে বলে গিয়েছেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
আমাদের দেশে সৌন্দর্য বন্দনা গাইতে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষী, কবি, দার্শনিক নানা ভাবে গেয়েছেন গান,,,বেঁধেছেন হাজারো কবিতা, হাজারো প্রবন্ধ।
সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরাপুর আমাদের এই জন্মভূমি। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিশ্বের কাছে এক অরন্য লীলাভূমি হিসেবে চিহ্নিত।
আমাদের দেশের ঋতুবৈচিত্র্য এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে থাকে,, একেক ঋতুতে একেক এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
আমাদের দেশের ছয়টি ঋতু হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য একেক সময়ে একেক রূপ ধারণ করে থাকে। ছয়টি ঋতুর মধ্যে রয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
গ্রীস্মের প্রচন্ড রোদের কারণে প্রকৃতির রুদ্রমূর্তি ধারণ করে থাকে। বিশেষ করে এই মুহুর্তে আমরা অত্যন্ত প্রখর তাপদাহের মধ্য দিয়ে সবাই দিন পার করছি। আমাদের ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকালের প্রকৃতি অতি তাপদাহ।
গ্রীষ্মকাল এর পরেই আসে বর্ষাকাল। বর্ষাকালে পানি চারদিকে থৈ থৈ করে , বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি। তারাই একমাত্র বর্ষার সৌন্দর্য উপভোগ করতে পারে। চারিদিকে শুধু পানির আনাগোনা।
কখনো কখনো সারাদিন হালকা বৃষ্টি, সমস্ত নদী-নালা ও ফসলের মাঠ সবই পানি দ্বারা ভরপুর। এ সময় প্রকৃতির বুকে সবুজের সমারোহ অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে। নদীতে জেলেরা নৌকা নিয়ে মাছ ধরে, মাঝিরা খেয়া-পারাপার নিয়ে ব্যস্ত।
বর্ষার পরে আসে শরৎ শরতের প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে থাকে। শরতকালে মাঠ ঘাট শুকনো এবং জ্যোৎস্না রাত্র। প্রতিটি ফসলের মাঠ যেন পুনরায় যৌবন ফিরে পায়।
শরতের পরপরই আছে হেমন্ত। হেমন্তের সৌন্দর্যে প্রত্যেকটা ফসলের মাঠ ঘাট কখনো সবুজ কখনো হলুদ বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করে থাকে।
হেমন্তর পরপরই আছে শীতকাল। শীতের মৌসুমে বিভিন্ন গাছপালার পাতা ঝরে পড়ে শুষ্ক আকৃতি ধারণ করে থাকে। শীতকালের মজার বিষয়টি হচ্ছে ভোরের শিশির বিন্দু। ঘাসের উপর শিশির হাত দিয়ে নাড়া দিলে গাঁ সিউড়ে ওঠে।
শীত চলে যাওয়ার সাথে সাথেই বিপুল সৌন্দর্য নিয়ে উপস্থিতি হয় আমাদের মাঝে বসন্ত। বসন্তের ছোঁয়ায় গাছে সবুজ কচি পাতা গজাতে শুরু করে।
বসন্তের ছোঁয়া চারিদিকে পাখির আনাগোনা ও নানা রূপে সজ্জিত হয় প্রকৃতি। আমাদের সোনার দেশে ছয়টি ঋতু এভাবেই প্রতিনিয়ত প্রকৃতির রুপ পরিবর্তন হচ্ছে।
আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে বনাঞ্চলও পাহাড়। পাহাড় গুলোর দিকে তাকিয়ে দেখলে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এখানে বিদ্যমান রয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে নদ-নদী। আমাদের দেশে নদ-নদী সংখ্যা বেশি হওয়ায় দেশের নাম হয়েছে নদীমাতৃক দেশ।
আমাদের দেশে অসংখ্য নদীর জন্য,, প্রকৃতির সৌন্দর্য মন্ডিত হয়ে উঠেছে বেশি। আমাদের এই নদ-নদীগুলো সমগ্র বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রবাহিত এসব নদী মাটি উর্বর করে শস্য-শ্যামল ভরপুর করে তোলে ফসলের মাঠ।
প্রিয় বন্ধুরা আমার লেখা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
Device | Name |
---|---|
Android | Redmi |
Camera | Redmi 10c |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @shahinalam12 |
ঠিক বলেছেন ভাই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখলে শেষ করা যাবে না ৷ আমাদের দেশের অপরুপ সৌন্দর্য কখনই ভোলার নয় ৷ তাছাড়াও আপনি বেশ কয়েকটি ছবি তুলে ধরেছেন ৷ সব ছবির বর্ণনা আপনি বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit