বুক রিভিউ: শার্লক হোমস রচনাসমগ্র

in hive-120823 •  7 months ago 

Blue Minimal Book Review Instagram Post.jpg
Edited by Canva

আসসালামু আলাইকুম

আমাদের সবারই কিছু প্রিয় কাজ আছে। মানে আমরা যখন অবসর সময় পার করি তখন আমরা এসকল কাজ করতে পছন্দ করি। যাকে বাংলায় শখ বা ইংরেজীতে Hobby বলা হয়। মানুষ ভেদে এই শখের ভিন্নতাও দেখা যায়। আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে গল্পের বই পড়া। এমনও হয়েছে একবার গল্পের বই পড়তে বসেছি, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমি টেরই পাইনি। এতটাই মগ্ন হয়ে পড়ি। আজ আমার পড়া শ্রেষ্ঠ একটি গল্পের বই সম্পর্কে বলবো আপনাদের।

1.jpeg
বইয়ের প্রকারভেদের মধ্যে আমার থ্রিলার, সাসপেন্স জাতীয় বই বেশী প্রিয়। কিন্তু অন্যান্য বইও আমি পড়ি। আমার পছন্দের তালিকায় রয়েছে দেশী-বিদেশী নানা লেখক। কিন্তু আজ পর্যন্ত আমার পড়া সবচেয়ে আকর্ষণীয় বইটি হচ্ছে শার্লক হোমস রচনা সমগ্র। শার্লক হোমস নামটির সাথে পরিচিত নয় এমন লোক মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর। সমগ্র পৃথিবীতে সাড়া জাগানো এক গোয়েন্দা কাহিনী। আপনি যদি একজন রহস্যপ্রেমী হয়ে থকেন তাহলে এই বইটি আপনার জন্যই।

প্রতিটি মুহুর্তে রয়েছে অসাধারণ রহস্যের ছোঁয়া। কাহিনীর শেষের অংশ আপনাকে একই সাথে আনন্দিত এবং মুগ্ধ করবে। আমার গোয়েন্দা কাহিনী পড়তে বরাবরই খুব ভালো লাগে। এজগতে আমাদের উপমহাদেশের ফেলুদা, বোমকেশ বকশী সহ আরও অনেক বিখ্যাত গোয়েন্দার পদচারণা খুবই উল্লেখযোগ্য। কিন্তু শার্লক হোমস যেন সকল কিছুকে ছাড়িয়ে গেছে।

pexels-cottonbro-7319070.jpg
Source

স্যার আর্থার কোনানডোয়েল এর রচিত শার্লক হোমস একটি ফিকশনাল ক্যারেক্টার হলেও যেভাবে তিনি প্রতিটি কেসের বর্ণনা করেছেন যে, পাঠক গোষ্ঠীর অনেকে মনে করে নিয়েছেন আসলেই শার্লক বলে কেউ হয়তো আছে। এমনকি শোনা যায় শার্লকের ঠিকানায় এখনও মাঝে মাঝে অনেক কেস সংক্রান্ত চিঠি আসে। কতটা বাস্তবসম্মত লেখনী হলে এটি সম্ভব একবার চিন্তা করুন।

আমার এই বইটাতে ৪টি উপন্যাস এবং প্রায় ৫৭ টি ছোট গল্প রয়েছে। যার একটিও আপনাকে একঘেয়েমি অনুভব করাবে না। অনেক সময় এমন হয় একটি গল্প ভালো অন্যগুলোর মান একটু তুলনামূলক কম। আবার অন্যগুলো ভালো। আমার পড়া অনেক বইয়ের মধ্যেই এমন হয়েছে। কিন্তু শার্লক হোমসের বেলায় এটি একদমই ভিন্ন। সাহিত্যের অনেক ভাগের মধ্যে গোয়েন্দা কাহিনী অন্যতম। আপনি যদি এখনও কোন গোয়েন্দা কাহিনী না পড়ে থাকেন তাহলে একটি বড় অংশ মিস করেছেন।

2.jpeg

এত মোটা বইটি পড়তে আমার সময় লেগেছে মাত্র ৪দিন। আমার কাছে মনে হয়েছিল যেন নেশায় পড়ে গেছি। একটা গল্প পড়া শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু চিন্তাই করতে পারতাম না। বইটি শেষ করে তখন নিজের মধ্যে গোয়েন্দা গোয়েন্দা অনুভব হয়েছিল। চারপাশে সবকিছু যেন রহস্যময় লাগছিল। এতটাই বুদ হয়েছিলাম গল্পের ভিতরে। ছোট ছোট বিষয় থেকে এত বড় বড় ক্লু বের করা সম্ভব তার একটি নিদর্শনও শার্লক হোমস। শার্লকের সবসময়ের সঙ্গী ড. ওয়াটসন। ইনি পেশায় একজন ডাক্তার হলেও শার্লকের প্রায় সকল অভিযানেই সাথে থাকেন। শার্লক হোমসের কেসগুলো মূলত ড. ওয়াটসনই ডায়েরীতে লিখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এই দুজনই ব্যাচেলর হিসেবে একই বাসায় উঠে। সেখান থেকেই পরিচয়। শেষের দিকে অবশ্য দেখা যায় ওয়াটসন বিয়ে করে অন্যত্র চলে যায়।

বইপ্রেমী হিসেবে এই বইটি আমার সাজেশনের তালিকায় প্রথম স্থানেই থাকবে, যদি আপনি ক্রাইম বা থ্রিলার বিষয়ক বই পড়তে ভালোবাসেন তাহলে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Thank You

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার দেওয়া রিভিউটা দেখে খুব অল্প সময়ে বইটার সম্পর্কে ধারণা হয়ে গেলো।সেজন্য আপনাকে আন্তরিকভবে ধন্যবাদ জানাই।আসলে গোয়ান্দা সম্পর্কিত মুভি বলেন আর গল্পই বলেন সবগুলাতেই রহস্যে ভরা।অত্যন্ত ইন্টেরেস্টের সাথে স্টোরিটা উপভোগ করা যায়।ঠিক যেমনটি শার্লাক হোমস থেকে উপভোগ করেছি।

সত্যি ভাই আপনার বই পড়ার আগ্রহ থেকে খুব ভালো লাগলো। আমার এমনি বই পড়তে ইচ্ছা করলেও, এরকম কোন গল্পের বই ইচ্ছা হয় না। যাইহোক, শার্লক হোমস এই বইটির নাম আপনার আজকের পোস্ট পড়ে সর্বপ্রথম জানতে পারলাম। বইটি সম্পর্কে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। আপনার পোস্ট পরে আমারও নতুন কিছু অভিজ্ঞতা হলো।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।