সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি একটি পরিক্ষার কাজে ঢাকা গিয়েছিলাম। ২দিন খুব ব্যস্ত থাকায় পোস্ট লিখতে পারিনি। আজকে থেকে আশা করছি আবার আপনাদের সাথে নিয়মিত যুক্ত থাকতে পারবো। আমি আজকে আপনাদের সাথে আমার গতকালকের দিন সম্পর্কে জানাবো।
আমার পরীক্ষা ছিল ২৭ তারিখ বৃহস্পতিবার ঢাকায়। তারপরের দিন অর্থাৎ শুক্রবার ২৮ তারিখে ঢাকার বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাবো ঠিক করি। আমি ছিলাম আমার বন্ধুর মেস এ। সেটি ঢাকার নতুন বাজার এলাকায়। সকালে ঘুম থেকে উঠালাম ৮ টার দিকে। সিনেমা দেখতে যাবো মিরপুর। এখান থেকে প্রায় ৩৫-৪০ মিনিটের পথ। সবার সিনেমা হলে ১১ টার মধ্যে পৌঁছানোর কথা।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। সকাল থেকেই বৃষ্টি ছিলো। যাহোক বের হয়ে হোটেলে সকালের নাস্তা খেয়ে নিলাম। এরপর বাসে উঠে পড়লাম। আমি এমনিতেই ঢাকার রাস্তা ঘাট তেমন একটা চিনি না। তো আমার বন্ধুর পিছে পিছেই উঠেছি। প্রায় ১০ মিনিট যাওয়ার পর আমরা বুঝতে পারি এই বাস মিরপুর যাবে না। সাথে সাথে নেমে পড়ি। তখন বাজে প্রায় ১০.৩০। ১১.০০ টার মধ্যে যেতে হবে ভাবলাম আজকে বোধহয় দেরীই হয়ে যাবে। অন্য বাসে উঠার জন্য বেশ খানেকটা পথ পেছনে হেঁটে আসা লাগছে। তারপর প্রায় ১১.০০ টার দিকে মিরপুর সনি স্কোয়ারে পৌঁছাই। তখন ভালোই বৃষ্টি হচ্ছে।
আমরা কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে হলে ঢুকে পড়ি। পরবর্তীতে দেখতে পারি যে সিনেমা শুরুর সময় ১১.৩০ এ। সময়ের বেশ আগেই চলে এসেছি। বন্ধুরাও সবাই চলে আসে। আমরা মোট ৪ জন ছিলাম। আমার এর আগে সিনেপ্লেক্স এ সিনেমা দেখার সুযোগ হয়নি। তাই এটি ছিলো একদমই প্রথম। আমাদের সিনেমার নাম ছিলঃ A quiet place:Day one. যদিও আমি খুব বেশী ইংলিশ মুভি দেখি না। কিন্তু বন্ধুদের সাথে দেখতে ভালোই লেগেছে। তার উপর আবার Horror সিনেমা। সিনেমা শেষে আমরা সফট টয় উঠানোর গেম খেলি। আমি আসলে গেমটার নাম জানিনা। কিন্তু দূর্ভাগ্যবশত একটাও সফত টয় পাইনি। কিন্তু আমাদের ২০০ টাকা চলে গিয়েছিলো।
আমরা মিরপুর ১১ তে চলে যাই দুপুরের লাঞ্চ করতে। এক ফ্রেন্ড খাবে না বলছিলো তাই আমরা ৩জনই খেয়ে নিই। খাওয়ার মেন্যুতে ছিলো আমাদের ২ বন্ধুর জন্য চিকেন বিরিয়ানী আর একজন খেয়েছিলো কাচ্চি বিরিয়ানী। মিরপুরের এক বিখ্যাত হোটেল রাব্বানি তে খেয়েছিলাম আমরা। খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে ঘোরাঘুরি করতে থাকি। কাল অনেক পথ হাঁটতে হয়েছে। হাঁটাহাঁটি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়।
সন্ধ্যায় আমরা 3food নামের আরেকটি স্নাক্স এর রেস্টুরেন্টে যাই। সেখানে গিয়ে কোল্ড কফি খাই এবং বেশ খানেক সময় গল্প করি। শুক্রবার হওয়ায় সন্ধ্যার সময় জায়গা পাওয়া যাচ্ছিলো না রেস্টুরেন্টে। অনেক মানুষের ভীড় ছিলো। এরপরে ৯ টার দিকে আমরা বের হই। আবারো বাইরে হাঁটাহাঁটি করি। ২ ফ্রেন্ডের বাসা মিরপুরেই। তাই তাদের তেমন কোন সমস্যা নেই। কিন্তু আমরা ২ জন সেখান থেকে নতুন বাজার আসবো। তাই তাড়াতাড়ি বের হতে চাইছিলাম। কিন্তু গল্প করতে করতে কোনদিক দিয়ে যে সময় চলে গেছে টেরই পাইনি। বাসার উদ্দেশ্যে বের হয়েছি যখন তখন ঘড়িতে রাত ১০.৩০। প্রায় ৩০ মিনিট দাঁড়ায় থাকার পরেও নতুন বাজারের বাস পাচ্ছিলাম না।
একটু পরে একটি বাস পাওয়া গেলো তাও কানায় কানায় পূর্ণ। এটিই শেষ ট্রিপ। যেভাবে হোক এই বাস মিস করলে আর বাসায় যাওয়া হবে না আজকে। তখন ঘুরে গিয়ে মিরপুরের ফ্রেন্ডদের বাসায় থাকতে হবে। আমরা সেটি চাচ্ছিলাম না। একটু ঠাসাঠাসি করেই উঠে পড়লাম বাসে। গরমে যেন জীবন বের হয়ে যাওয়ার দশা হয়েছিলো। যাহোক প্রায় ১২.৩০ বেজে গিয়েছিলো বাসায় যেতে যেতে। গোসল করে নুডুলস খেয়ে নিলাম রাতের খাবার হিসেবে। তারপর কোন রকম বিছানায় পিঠ ঠেকাতেই কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারিনা। অনেক টায়ার্ড থাকার কারণে এমনটা হয়েছে।
এভাবেই আমার একটি দিন অতবাহিত হয়ে গিয়েছিলো। ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনি আপনার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছেন সে বিষয়ে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।
আসলে আপনার মতন আমিও ইংলিশ ছবি বুঝি না এর কারণে আমিও ইংলিশ ছবি দেখি না আমি সবসময় জন্য তামিল হিন্দি কিংবা হিন্দি মুভি দেখতে খুবই পছন্দ করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট মাঝে মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে অনেক সুন্দর একটি সময় পার করেছে।। বর্তমান সময়ে সিনেমা মানুষজন খুবই কম দেখে আমি আমার চাচাদের কাছে শুনেছি তারা অনেক সিনেমা দেখেছে।। আর হ্যাঁ ঢাকায় একটু যাতা য়াত সমস্যা বাসে অনেক ভিড়ের মধ্যে উঠতে হয়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে কাটানো সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আসলে জীবনের এই সময়টুকু আর ফিরে পাওয়া যাবে না।আপনি পরীক্ষার জন্য ঢাকাতে এসেছেন। বৃহস্পতিবার আপনার পরীক্ষা ছিল ।
শুক্রবারে যেহেতু আপনি একদম ফ্রি সময় কাটাচ্ছিলেন তাই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলেন ,সিনেমা দেখেছেন । Horror মুভি দেখতে আমার খুব ভালো লাগে ।সফট টয় উঠানোর খেলাটা যতটা সহজ মনে হয় ততটাই কঠিন ।আমি অনেকবার চেষ্টা করেও ফেল করেছিলাম। আপনাদের এই মধুর বন্ধুত্ব অটুট থাকুক। আপনাদের জন্য রইল শুভকামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে সময় কাটানোর মুহুর্ত সত্যি অন্য রকম আর যদি সেটা হয় হলে সিনেমা দেখার মুহুর্ত তাহলে তো কথাই না। যদিও জীবনে এখনও হলে গিয়ে সিনেমা দেখা হয় নহ কারন সিনেমা দেখতে আমি খুব বেশি পছন্দ করি না। তবে ইচ্ছে আছে যদি স্পেশাল মানুষ হিসাবে কাউকে কোনোদিন তাকে নিয়ে দেখতে যাবো😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোটামুটি বলা যায় পরীক্ষার দিনটা আপনার অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। জানিনা আপনার পরীক্ষা কেমন হয়েছে। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন ভালো ফলাফল অর্জন করতে পারেন। দুই বন্ধু মিলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছেন সিনেমা দেখেছেন বেশ ভালো কাজ করেছেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit