Contest of July#1 by @sduttaskitchen| Which do you value more: Name or Fame?

in hive-120823 •  4 months ago 

Colorful No Name No Fame Reminder Poster.jpg
Edited by Canva

সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এডমিন ম্যাম কর্তৃক আয়োজিত জুলাই মাসের প্রথম কন্টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রতিবারের মতন এবাও প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমার মতামত তুলে ধরার চেষ্টা করবো।

Which do you value more: Name or Fame(choose anyone) and describe the reason behind your choice.


নাম এবং খ্যাতি। দুটোরই সম্পর্ক খুব কাছাকাছি। আমার ব্যক্তিগত মতে, আমি খ্যাতির চেয়ে নামটাকেই বেশী প্রাধান্য দিব। কারণ নাম একটি মানুষের পরিচয় বহন করে। একটি মানুষের কর্মকান্ডের মাঝে তার নাম অর্ন্তঃনিহিত থাকে। ভালো কাজ, সততা এবং বিশ্বাসের মাধ্যমে অন্যান্য মানুষের মাঝে নিজের নাম স্মরণীয় করে রাখা যায়।

অন্যদিকে খ্যাতি অনেক ভাবেই অর্জন করা যায়। এটি ক্ষণস্থায়ীও বটে। অনেক সময় খ্যাতি হুট করেই আসে আবার হুট করেই চলে যায়। মানুষের জীবন স্বল্প সময়ের। তাই এই সময়ের মধ্যে নিজের নাম অর্জনের দিকে বেশী ফোকাস রাখাটাই বেশী গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

pexels-rdne-6519182.jpg
Source

What's the difference between Name and Fame? Describe.

আমরা প্রায়শই নামের সাথে খ্যাতি মিলিয়ে ফেলি। দুটোর ভিতরে সম্পর্ক থাকলেও, দুটি এক জিনিস নয়। নিজের পরিচয়, বংশমর্যাদা এসকল বিষয় নামের সাথে সম্পর্কযুক্ত। অন্যদিকে মানুষের কাছে নিজের পরিচিতি এবং গ্রহণযোগ্যতার উপরে খ্যাতি নির্ভর করে। উদাহরণস্বরূপ, আমরা বর্তমানে একটি শব্দের সাথে খুবই পরিচিত। সেটি হলো ভাইরাল। সোশাল মিডিয়ার কারণে অনেক ধরনের জিনিস আমরা প্রতিনিয়ত দেখছি। কয়দিন পর পর কোন একটি ইস্যু নিয়ে কেউ না কেউ ভাইরাল হচ্ছে। কয়েকদিনের খ্যাতি অর্জন করছে। সেটি ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে। কয়দিন পর আবার হারিয়েও যাচ্ছে। যে খ্যাতির কোন মূল্যই থাকলো না। কিন্তু বিখ্যাত মানুষজন যারা তাদের কর্মের মধ্যদিয়ে নিজের নামটা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখে রেখে গেছেন। তাদের মানুষ স্মরণ করবে আজীবন। তাই আমার মনে হয়, নাম অর্জন করলে খ্যাতি অটোমেটিক ধরা দিবে।

Do you think Name and Fame are essential in our lives? Share your viewpoint.

আমার মতে, দুটোরই জীবনে দরকার আছে। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দুটোরই গুরুত্ব অনেক। নিজের পরিচয়কে তুলে ধরতে নামের ভূমিকা যেমন আছে। তেমনি সেই নামকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজন খ্যাতির। আমরা একটি নির্দিষ্ট সময় পর পৃথিবী ছেড়ে চলে যাবো। কিন্তু থেকে যাবে আমাদের স্মৃতি। আমাদের করা ভালো কাজগুলো। আমরা চলে যাওয়ার পর কেউ যদি কখনও আমাদের কথা মনে করে আমাদের কাজের প্রশংসা করে সেটিই হবে আমাদের মানব জীবনের স্বার্থকতা।

red-carpet-3185727_1280.jpg
Source

আপনি সারাজীবন অনেক কাজ করে গেলেন কিন্তু খ্যাতি অর্জন করতে পারলেন না, তাহলে আপনার করা ভালো কাজের কথা বিশ্ব জানতে পারবে না। আপনার করা কাজের মূল্যায়নও হবে না। তাই আমার মনে হয় নাম ও খ্যাতি ক্ষেত্রবিশেষে দুটোই আামদের জীবনে গুরুত্বপূর্ণ।

What are the ways to achieve them?

এর উত্তর যদি এক কথায় দিতে হয়ে তাহলে বলবো ’ভালো কাজ’। মানুষ বাঁচে তার কর্মে। সেটি ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে। আমরা যদি খ্যাতির কথা চিন্তা করি তাহলে দেখা যায়, দুইভাবেই এটি অর্জন সম্ভব। সুখ্যাতি এবং কুখ্যাতি। কিন্তু এটি নির্ভর করে আপনি কীভাবে সেটি অর্জন করতে চান।

success-938346_1280.jpg

Source

ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানবজাতির কল্যাণের জন্য কিছু করে যেতে পারাটাই নাম ও খ্যাতি অর্জনের মূল চাবিকাঠি।

আজ এ পর্যন্তই। আমি আমার ৩ জন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালাম @mrsokal @sabus @tanay123

Thank you

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই ভাইয়া আপনি এই কন্টেস্টের উত্তর গুলো অনেক সুন্দর করে দিয়েছেন, আসলে নাম একটি জিনিস আর খ্যাতি আর একটা জিনি নাম আমার আপনার সবারই আছে কিন্তু খ্যাতি আমাদেরকে আছে জীবনে নাই কিন্তু এই খ্যাতি অর্জন করতে আমাদের অনেক কিছুই করার দরকার তাহলে না আমরা খ্যাতি অর্জন করতে পারব। অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই এই কনটেস্ট এর উত্তর গুলো অনেক সুন্দর করে দেওয়ার জন্য।

Loading...

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাবো আজকের এই কনটেস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।। আর হ্যাঁ এই কনটেস্টে খুবই চমৎকার একটি বিষয় উল্লেখ করেছেন মানুষের নাম না খ্যাতি কোনটাকে আগে সমর্থন করা যায়।। আর আপনি এই বিষয়টি নিয়ে খুবই চমৎকার ভাবে লিখেছেন।।

আপনি জুলাই মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি আপনার মতামত তুলে ধরেছেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো নাম নাকি খ্যাতি কোনটা
বেশি গুরুত্বপূর্ণ। আপনি খুবই চমৎকার ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।