Incredible India monthly contest of June#2|Living life or loving life!

in hive-120823 •  5 months ago 

Purple Beige Illustrated Love the life you Live Quotes Your Story.jpg
Edited by Canva

এবারের কন্টেস্টের বিষয়বস্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। ব্যাস্ততার কারণে কন্টেস্টে অংশগ্রহণ করতে দেরী হয়ে গেলো। প্রতিবারের মতন এবারেও কন্টেস্টের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমি আমার মতামত প্রকাশ করবো।

1. What is the difference between living life and loving life? Explain!

মানুষের জীবন স্বল্প সময়ের। এই ছোট জীবনে বেঁচে থাকতে হলে তাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব নিয়েই আমাদের জীবন। আমরা জীবনের বড় একটি অংশ পার করে ফেলি ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে। অথচ আমরা জানিনা যে আসন্ন ভবিষ্যতে আমরা আদও থাকবো কি না। মানে আমাদের এই এত পরিশ্রমের ফল ভোগ করার সৌভাগ্য আমাদের আদতেও হবে কি না। ধরুন আপনি সকাল সন্ধ্যা অফিস করেন। পরিবারকে কোন সময় দিতে পারেন না। আপনার বেশীরভাগ সময় চলে যায় কাজের পেছনে তাহলে আপনি বাঁচার জন্য বাঁচছেন। জীবনে অবশ্যই টাকার প্রয়োজন আছে। কিন্তু সেটি আপনার শখগুলোকে হত্যা করে না।

নিজের জীবনকে উপভোগ করতে না পারলে আপনার কাছে জীবন দূর্বিষহ হয়ে উঠবে। কিন্তু নিজেকে এবং পরিবারকে সময় দেওয়ার মাধ্যমে, আপনি জীবনকে উপভোগ করতে পারেন। বাঁচার জন্য বেঁচে থাকাটা Living Life. অন্যদিকে জীবনকে উপভোগ করে বাঁচতে পারাটা Loving life.

2. How do you live your days following living or loving life? Describe.

বেঁচে তো সবাইই থাকে। কিন্তু জীবনটাকে ভালোবাসতে পারে কয়জন। ২৬ বছরের এই জীবনকালে অনেক উথান পতন হয়েছে। যতটুকু শিখেছি, যতটুকু বুঝেছি নিজেকে তত ভালোবেসেছি। সময় পেলেই আমি আমার পছন্দের কাজ করি। গতানুগতিক জীবন থেকে নিজেকে সব সময় সরিয়ে রাখার চেষ্টা করি। আমি খুবই আ্যডভেঞ্চার প্রিয় একজন মানুষ। তাই লাইফের একুঘেয়েমি দূর করতে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অর্থাৎ, আমি loving life এই বেশী বিশ্বাসী।

সব কিছুর একটি বয়স আছে। একটা নির্দিষ্ট সময় পর আপন আর সেই কাজগুলো করতে পারবেন না। এখন সময় থাকতে যদি আপনি আপনার পছন্দের কাজগুলো করতে না পারেন তখন জীবনের মুহুর্ত গুলো আপনার কাছে বিতৃষ্ণ লাগবে। নিজে সন্তুষ্ট থাকতে পারলে আপনি নিজেই ভাববেন জীবন কত বৈচিত্র্যময়, কত আনন্দের।

3.Which one must we follow among the two and why?

আমার মতে, আমাদের সকলেরই Loving life টাকে বেছে নেওয়া উচিত। কারণ সৃষ্টিকর্তা আপনাকে যে সুন্দর জীবনটি দান করেছেন তার মাহাত্ম যে কত বেশী সেটি বুঝতে হলে প্রথমে আপনাকে আপনার জীবনকে ভালোবাসতে হবে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আপনার মুক্ত চিন্তা-ভাবনা করার সুযোগ রয়েছে। এখন আপনি আপনার জীবনকে কীভাবে অতিবাহিত করবেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।

৬০-৭০ বছরের ছোট একটি জীবনে যদি আনন্দ না থাকে, জীবনটা যদি উপভোগ্য না হয় তাহলে দিনশেষে আপনার অর্জিত ফলাফল শূন্য বলে আমি মনে করি। এসেছেন একা, যাবেনও একা। এই অর্থ বিত্ত থেক্র শুরু করে কিছুই আপনার না। শুধু কিছু সময়ের জন্য এর অংশীদার আপনি। তাহলে এই যে সৃষ্টিকর্তার দেওয়া উপহার আপনার জীবন। সেটিকে ভালোবাসবেন না কেন? এটি আপনার সৌভাগ্য যে, মানুষরুপে আপনি পৃথিবীতে আসতে পেরেছেন। তাই জীবনকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ।

আজ এ পর্যন্তই। আমি আমার ৩ জন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালাম @mrsokal @sabus @tanay123

Thank you

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চমৎকার ভাবে আপনার মতামত উপস্থাপন করেছেন। এটা ঠিক যে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন করি কিন্তু সত্যিকার অর্থে জীবনকে ভালোবাসি কয়জন। বিভিন্ন চাপে পরে ভুলেই যাই যে আমাদের একটা নিজস্সো জীবন আছে আর তাকে ভালোবাসা প্রয়োজন।
আপনি এই প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। তাই আপনার সফলতা কামনা করি।