Better Life With Steem||The Diary Game|| 15 May 2024

in hive-120823 •  8 months ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলের আজকের দিনটি অনেক সুন্দর কেটেছে। আজকে কমিউনিটির একটি স্পেশাল দিন। আজকের এই দিনে দুই বছর আগে আমাদের এই কমিউনিটি সৃষ্টি হয়।

আর এই কমিউনিটি স্রষ্টাকে তো আমরা সবাই চিনি। তেনাকে অনেক অনেক সাধুবাদ জানাই সুন্দর এই কমিউনিটি অনেক পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলার জন্য ।আর আমাদেরকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Beige Minimalist Floral Aesthetic Photo Collage A4 Document_20240515_190653_0000.png
Edited by Canva apps

যাই হোক এখন পোষ্টের বিষয়ে চলে আসি। আজকের পোষ্টের মাধ্যমে আমি আমার আজকের সারাদিনের কার্যক্রম তুলে ধরব।

প্রতিদিনের মতো সকাল সাতটায় এলার্মের শব্দে ঘুম থেকে জেগে উঠি। চাইলেও বেশি সময় ঘুমানো সম্ভব না। কেননা আর তোর সময় ডিউটিতে যেতে হবে। চাকরি জীবনে টাইম মেইনটেইন করা খুব জরুরী।

ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রেডি হয়ে জাহিদ ভাইসহ ডিউটিতে চলে গেলাম। পাঞ্চ করে ভেতরে ঢুকে পড়লাম। এরপর আমাদের কিউসি রুমে গিয়ে দেখি বস বসে আছে। আজকে অবশ্য সঠিক সময়েই গিয়েছি তাই কিছু বলেনি।

রুমে শুধু বসই ছিল। তখনও পর্যন্ত আর কেউ আসেনি। দুই মিনিট পরেই সবাই একে একে চলে আসলো। এরপর আমাদের দৈনন্দিন কাজ শপথ বাক্য পাঠ করা হলো।

IMG_20240515_092012598.jpg

তারপর সবাই সবার সেকশনে চলে যায়। সেখানে গিয়ে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখি। এরপর নয়টার দিকে ক্যান্টিনে যাই সকালের নাস্তা করার জন্য।

সকালের নাস্তা সেরে নেই খিচুড়ি দিয়ে। খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। তাই প্রতিদিন সকালে আমি এই খিচুড়িই খাই। খাওয়া শেষ করে আবারও সেকশনে চলে আসি।

সেকশনে ছিলাম সকাল দশটা পর্যন্ত। এরপর আমাদের কিউসি টিমের একজন বড় ভাই ফোন দিয়ে ডাকে। আমি কিউসি রুমে চলে যাই। তিনি ইন্সপেকশন করবে। তার সাথে আমাকে সাহায্য করতে বলল।

এক্সপোর্ট প্রোডাক্ট প্যাকিং করার পরে প্রত্যেকটা আইটেমের একটি করে কার্টুন আমরা খুলে চেক করে দেখি। ভালো করে চেক করে দেখি যে কোন প্রকার খারাপ প্রোডাক্ট বা অন্য কোন সমস্যা আছে কিনা।

IMG_20240515_105157851.jpg

যদি কোন প্রকার সমস্যা পাওয়া যায়, তাহলে সেই আইটেমের সকল প্রোডাক্ট কার্টুন খুলে আবারও চেক দেওয়ার অর্ডার করা হয়। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিউসি পাস দেওয়া হয়।

আইটেম ছিল ৪১ টা। আমরা চেক দিতে দিতে লাঞ্চ টাইম হয়ে যায়। সে পর্যন্ত মাত্র উনিশটা চেক দেওয়া হয়েছে। আরো অনেকগুলো বাকি আছে সেগুলো লাঞ্চের পর করা হবে।

জাহিদ ভাই সহ লাঞ্চের জন্য বের হলাম। বাইরে অনেক রোদ। তাই ছাতা মাথায় দিয়ে যেতে হল। এরপর আমি হোটেলে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। আর জাহিদ ভাই রুমে চলে যায়।

IMG_20240515_130323842.jpg

আমি খাওয়া-দাওয়া করি ভাত আর মুরগির গিলা কলিজা ভুনা দিয়ে। অনেক সুন্দর ভাবে রান্না করেছিল খেতে অনেক স্বাদ লাগলো। খাওয়া-দাওয়া শেষ করে রুমে চলে আসি বিশ্রাম নেওয়ার জন্য।

রুমে কিছুক্ষণ বিশ্রাম নিতেই বউ ফোন দেয়। তার সাথে কিছুক্ষণ কথা বলে আবারও ডিউটিতে চলে যাই। কিউসি রুমে কিছুক্ষণ বসে থেকে আবারো ইন্সপেকশন এর কাজ শুরু করলাম।

সেখানে কাজ করতে করতেই সাড়ে চারটা বেজে যায়। তবুও কাজ সম্পন্ন হয় না। আরো পাঁচটি আইটেম বাকি আছে। আর এগুলো এখনো কার্টুনে ভরানো হয়নি। তাই এগুলো আগামীকাল করতে হবে।

IMG_20240515_150532724.jpg

এরপর সব কিছু গোছাতে গোছাতে ডিউটি টাইম শেষ হয়ে যায়। তারপর আমরা ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাই। জাহিদ ভাই সহ গল্প করতে করতে রুমে চলে আসি।

রুমে এসে কাপড় চেঞ্জ করি। এরপর গোসল সেরে নেই। এরপর সন্ধ্যার দিকে বউকে আবারও কল দেই। তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি।

এরপর আটটার দিকে রাতের খাবার খেতে যাই। রাতে খাই আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল, ভাত। আলু ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছিল। খাওয়া শেষ হলে রুমে চলে আসি।

নয়টার সময় হ্যাংআউট শুরু হয়। আমি সেখানে জয়েন করি। অনেকদিন পর হ্যাংআউটে জয়েন হলাম। অনেক লোককে দেখে অনেক ভালই লাগলো। কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে এডমিন দিদি সবার কাছ থেকে সবার মতামত জানতে চাইলো। সবাইকে একে একে সবার মতামত জানাতে লাগলো।

দশটার দিকে হঠাৎ করে বউ ফোন দেয়। তাই হ্যাংআউট থেকে লিভ নিতে হয় আমার। বউয়ের সঙ্গে সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলি। এরপর ফোন রেখে ঘুমিয়ে পড়ি।

এই ছিল আমার সারাদিনের কার্যক্রম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

চাকরি জীবনে প্রতি মুহুর্তে সময়ানুবর্তিতা হতে হয়। ইচ্ছা করলেই মন মতো ঘুমানো সম্ভব নয়। সকালে সময় মতো খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করলেন। আপনার মতো আমিও খিচুড়ি খুব ভালোবাসি। হ্যা আকে হ্যাংআউট অন্তত গুরুত্ব ছিলো সবার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।

  • মাঝে কয়েক দিন বৃষ্টির পর আবার পুনরায় গরম পড়তে শুরু করেছে। সকাল থেকেই রোদ্দুরের অনেক বেশি তাপ থাকে। তাই যখন আপনারা লাঞ্চ করতে বেরিয়েছিলেন, তখন রোদ্দুরের তাপ আরো বেশি থাকবে এটাই স্বাভাবিক।

  • হ্যাংআউটে আপনি যুক্ত হয়েছিলেন ঠিকই, তবে আপনার অনুভূতির সম্পর্কে জানার সুযোগ হয়নি। কারণটা সেদিন না বুঝতে পারলেও, আজ আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম,কারণ ছিল আপনার স্ত্রীর সাথে কথা বলা।

  • সপ্তাহের একটা দিন আমাদের এই আয়োজনটা হয়, যেহেতু সেদিন একটি বিশেষ দিন ছিলো তাই আপনাদের মতামত জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। আপনার স্ত্রীর সাথে প্রতিনিয়ত কথা বলা হয়ে ওঠে, কিন্তু এই দিনটি আর ফিরে আসবে না। তাই কমিউনিটি সম্পর্কে আপনার মতামত যদি সেদিন শুনতে পেতাম আরো বেশি ভালো লাগতো। যাইহোক আপনার সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।