আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকের পোস্টটি হবে একটু ব্যতিক্রমধর্মী।
মে মাসের দ্বিতীয় প্রতিযোগিতায় এত সুন্দর একটি বিষয়বস্তু নির্ধারণ করার জন্য এডমিন ম্যাম কে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের পোষ্টের মাধ্যমে আমি প্রতিযোগিতার বিষয়বস্তুর উপর আমার মতামত প্রেরণ করতে যাচ্ছি।
Edited by Canva apps
একজন মানুষ হিসেবে অনেক রকম গুণাবলী থাকা প্রয়োজন। ক্ষমাশীলতা, বিবেকবান, পরোপকারিতা, সৃজনশীলতা, আত্মবিশ্বাসী, ন্যায়পরায়নতা,সততা, ক্ষমাশীলতা, সত্যবাদিতা, ধৈর্যশীল ইত্যাদি। মানুষের মাঝে ভালো গুনাগুনের পাশাপাশি কিছু খারাপ গুণও থাকে।
কেননা মানুষ কখনোই স্বয়ংসম্পূর্ণ থাকে না। তার মধ্যে কোন না কোন একটু গুণ কম থাকেই। এই ভালো খারাপের মাঝেই হল আমাদের জীবন। তবে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিজের দ্বারা যেন কখনোই অন্যের ক্ষতি না হয়।
আপনার দৃষ্টিভঙ্গি অনুসারে, সমস্ত মানুষের মধ্যে কোন তিনটি গুণ থাকা উচিত? |
---|
আমার দৃষ্টিভঙ্গি অনুসারে সমস্ত মানুষের মধ্যে সততা, আত্মবিশ্বাসী ও ধৈর্যশীলতা এই তিনটি গুণ থাকা আবশ্যক।
সততা: মানুষ হিসেবে আমাদের চলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে দেখা হয়। আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি। সব জায়গাতেই সততা বজায় রাখা আবশ্যক। সততার মাধ্যমে একজন মানুষ সবকিছু জয় করতে পারে।
সৎ মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। হয়তোবা অসৎ মানুষেরা আপনাকে অপছন্দ করবে। কিন্তু একসময় দেখা যাবে যে তারাও আপনার সততার প্রশংসা করতেছে। সবথেকে সব ধরনের কাজ সুন্দরভাবে করা যায়। আর এর মাধ্যমে মনের মধ্যে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। সেটা অসৎ লোকেরা কখনোই পায় না।
আত্মবিশ্বাসী: এই গুনটি মানুষের মধ্যে থাকা জরুরি। আত্মবিশ্বাসী মানুষ কখনোই কোন কাজে হারে না। কোথায় আছে একবার না পারিলে দেখো শতবার। আমরা একটা কাজ একবার পারিনি তাতে কি হয়েছে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে বারবার চেষ্টা করতে থাকবো। তার ফলশ্রুতিতে আমরা একসময় তার পূর্ণাঙ্গ একটা সফল ফলাফল পাব।
নিজের প্রতি আত্মবিশ্বাস কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কোন কাজই কঠিন মনে হয় না। আত্মবিশ্বাস মানুষের মনের শক্তি এবং শরীরের শক্তি বাড়িয়ে দেয়। ফলে সব কাজ সুন্দরভাবে করা যায়।
ধৈর্যশীলতা: ধৈর্যশীলতা গুণটি সবার মধ্যেই থাকা প্রয়োজন। কোন কাজ করতে ধরলে সেটা যদি একবার অসফল হয়, তাহলে অনেকেই আছে ধৈর্য হারিয়ে সেই কাজ আর করার চেষ্টা করে না। এটা একদমই করা উচিত নয়। ধৈর্য রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। ধৈর্য রেখে ভাবতে হবে যে সে কাজটি কিভাবে করা যায়।
"কীভাবে সেই গুণগুলো আমাদের এবং অন্যদের (পরিবার ও সমাজ সহ) উন্নত করতে সাহায্য করে? বর্ণনা করুন।" |
---|
একজন সৎ ব্যক্তি দ্বারা কখনোই অন্যের ক্ষতি হবে না। একজন মানুষের মধ্যে যখন সততা গুণাবলীটি থাকবে, তখন তার দ্বারা কোন অন্যায় কাজ হবে না।ফলে পরিবার এবং সমাজ ভালো থাকবে। কেননা কোন পরিবারের কেউ যদি কোন অন্যায় কাজ করে তাহলে একজনের জন্য পুরো পরিবারকে ভোগান্তির মধ্যে পড়া লাগে। আর তার পাশাপাশি সেই সমাজের মধ্যেও বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়।
আত্মবিশ্বাসী লোকজন সকল কাজেই সফল হয়। আর একজন সফল ব্যক্তি পরিবার এবং সমাজের জন্য অনেক ভালো। আত্মবিশ্বাসী লোক যখন সফল হয়ে যায় সব কাজেই, তখন পরিবার এবং সমাজের উন্নয়ন ঘটে। সবাই সেই লোককে নিয়ে অনেক গর্ব করে।
ধৈর্যশীলতা মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যায়। একটি সম্পর্ক টিকে রাখতে হলে ধৈর্য প্রয়োজন। আপনি যে কাজই করেন না কেন আপনার ধৈর্য রেখে কাজ করতে হবে। ধৈর্যহীন লোক সব কাজেই অসফল হয়। সবার মাঝেই এই গুণাবলীটি থাকলে পরিবার ও সমাজ উন্নত করা সম্ভব।
আপনি কি বিশ্বাস করেন যে স্ব-ভুল এবং গুণমান চিহ্নিত করা আমাদের আলাদা করে তোলে? আপনার দৃষ্টিভঙ্গি ন্যায্যতা. |
---|
মানুষের বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম কাজকর্ম করা লাগে। আর এসব করতে গেলে অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে যায়। মানুষের ভুল হওয়াটা অনেক স্বাভাবিক। কিন্তু কিছু কিছু লোক আছে যারা নিজের ভুলটাকে কখনোই দেখে না। আর দেখলেও সেটি কোন গ্রাহ্য করে না।
নিজের ভুলটা বুঝতে পেরে সেটি শুধরে নেওয়াটা অনেক বড় গুণাবলী। এর মাধ্যমে নিজের মধ্যে এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। আর এটা সততার পরিচয় বহন করে।
উপসংহার |
---|
আমি যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটি হল সফলতার চাবিকাঠি। আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে, কোন একটি কাজ করতে গেলে তাতে সততা, আত্মবিশ্বাস আর ধৈর্যশীলতা খুবই জরুরী। আর এই তিনটি গুনাগুন যার মধ্যে আছে সে ব্যক্তি অবশ্যই সফল হতে পারবে। তাছাড়া সফল হওয়া আমার দৃষ্টিকোণ থেকে সম্ভব না।
সবার মাঝেই ভালো গুনাগুণ বিরাজ করুক, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি@jakaria121,@jahidul21,@tanay123.
একদম সঠিক কথা বলেছেন, আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ নই। দোষ-গুন নিয়েই মানুষ। সৎ মানুষের সংখ্যা এখন দিনকে দিন সমাজে কমে যাচ্ছে। আমার মধ্যে আত্মবিশ্বাস এবং ধৈর্য এই দুটোর যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের মতামত ব্যক্ত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তবে ইতিমধ্যে আমি প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মতামত শেয়ার করেছি।
আপনি মনে করেন যে মানুষ হিসাবে অনেক গুণাবলি থাকা প্রয়েজন তবে তার মধ্যে থেকে আপনি সততা, আত্মবিশ্বাস, ধৈর্যশীল এই গুনগুলো বেছে নিয়েছেন। সততা গুনটি সকলের মধ্যেই থাকা প্রয়োজন। যেকোনো কাজে সফল হওয়ার জন্য সততা থাকাটা আবশ্যক।
আপনি এই তিনটি গুণাবলীর প্রয়োজনীয়তাও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি মনে করেন যে, একজন মানুষ এর মাঝে
ক্ষমাশীলতা,বিবেকবান,পরোপকারিতা,
আত্মবিশ্বাসী, ন্যায়পরায়নতা,সততা, ক্ষমাশীলতা, সত্যবাদিতা, ধৈর্যশীলতার ইত্যাদি গুনাবলী থাকে। কিন্তু যেহেতু এই প্রতিযোগিতায়র মাঝে ৩ টা গুনাবলী বেছে নিতে বলা হয়েছে তাই আপনি সতটা, ধৈর্যশীলতা ও আত্মবিশ্বাস এই তিনটা গুণাবলী বেছে নিয়েছেন।
আপনার সাথে আমিও একমত যে, যারা সততার পথে চলে তাদেরকে অনেক সময় অনেক মানুষ পছন্দ না করলেও আল্লাহ তাদেরকে পছন্দ করেন।সবচেয়ে বড় কথা নিজে মানসিক শান্তিতে থাকা যায়। মানুষ এী মাঝে আত্মবিশ্বাস অবশ্যই থাকা উচিত। সেই সাথে ধৈর্যহীন মানুষ জীবনে কখনো সফল হতে পারে না।
আমিও বিশ্বাস করি যে নিজের ভুলগুলো খুঁজে বের করে সেগুলো শুধরে নেয়া উচিত।
আপনি এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কনটেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।কন্টেস্টের উল্লেখিত বিষয় অনুযায়ী একজন মানুষের কয়েকটি ভালো গুণ থাকা উচিত। এর মধ্যে তিনটি বিষয় নিয়ে আপনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
সততা এমন একটি গুণ সবার মাঝে থাকলেও কেউ বাস্তবে পরিণত করতে পারে না। তবে সবার মাঝে সততা থাকা আবশ্যক। একজন মানুষ নিজের সততা দিয়ে সবকিছুই জয় করতে পারে।
আপনার প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit