Incredible India monthly contest March #04|My all-time favorite sport.

in hive-120823 •  2 years ago 
বিসমিল্লাহির রহমানির রহিম

20230331_154848_0000.png

Edited by canva apps

হ্যালো বন্ধুরা। আজকের পোস্টে আমি সকলকে স্বাগতম জানাচ্ছি। চলে এলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। এই প্রতিযোগিতা সহ এই মাসে চারটি প্রতিযোগিতা চালু করেছিল। মার্চ মাসের এটি হলো শেষ প্রতিযোগিতা।

ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে চালু করার জন্য। আজকের প্রতিযোগিতাটি খেলাধুলা সম্পর্কে। আমি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি।

pexels-photo-10612164.jpegpexels

আপনার প্রিয় খেলা কি এবং কেন?

আমার সব সময়ের জন্য প্রিয় খেলা হলো ক্রিকেট। ক্রিকেট খেলতে আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার ক্রিকেট খেলার একটা বড় নেশা ছিল, এখনো আছে। ক্রিকেট খেলা খেলতে যেমন ভালো লাগে তেমনি খেলা দেখতেও ভালো লাগে।

ক্রিকেটে খেলার প্রত্যেকটি বলেই এক একটি আকর্ষণ সৃষ্টি করে। এজন্যই ক্রিকেট খেলা আমার বেশি ভালো লাগে। আবার আমার ব্যাট করতে অনেক ভালো লাগে। বোলিং ও করতে পারি মোটামুটি। ক্রিকেটের সবকিছুই ভালো পারি বিধায় এই খেলাটি আমার সব সময় পছন্দের লিস্টের এক নম্বরে থাকে।

আপনি কি কখনো কোন খেলায় অংশগ্রহণ করেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।

আমি আমার জীবনে অনেক ক্রিকেট খেলেছি। আমার এলাকার বড় ভাই ছোট ভাই সকলের সাথে ক্রিকেট খেলেছি। এইরকমই একটা আমার আনন্দের মুহূর্ত আছে। সেই মুহূর্তটা কখনোই ভুলে যাওয়ার নয়।

আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগের কথা। আমি আমার এলাকার বড় ভাইদের সাথে ক্রিকেট খেলছিলাম। বাইরের একটা দলের সাথে আমাদের খেলা ছিল। তাদের দেয়া টার্গেট তাড়া করতে নেমে আমাদের কয়েকজন প্লেয়ার তাড়াতাড়ি আউট হয়ে যায়। আমরা ম্যাচ প্রায় হারার উপক্রম হয়েছিলাম।

কিন্তু এরপর আমার এক বড় ভাই ব্যাট করতে নেমে অনেক ভালো ব্যাট করে এবং টার্গেট এর কাছাকাছি পৌঁছে যায়। দুর্ভাগ্যবশত অল্প কিছু রান করার আগেই সে আউট হয়ে যায়। এরপর আমি ব্যাট করতে নামি। তখন রান দরকার ছিল ২ বলে ৪ রান। কিন্তু আমি নেবেই প্রথম বল কিছু করতে পারিনা।

এরপর এক বলে চার রান দরকার। কিন্তু সেই এক বলেই আমি একটা চার মেরে দেই। আর আমরা এরই মাধ্যমে ম্যাচ জিতে যাই। ম্যাচ জেতার আনন্দে আমার বড় ভাইরা আমাকে কাঁধে তুলে নাচতে শুরু করে। সেই মুহূর্তটা মনে হয়েছিল আমি বিশ্বকাপ জয় করেছি। অনেক আনন্দ লাগছিল। সেই মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে।

pexels-photo-4747325.jpegpexels

আপনার সবচেয়ে প্রিয় ক্রিয়া ব্যক্তিত্ব কে এবং কেন?

আমার সবচেয়ে প্রিয় ক্রিয়া ব্যক্তিত্ব হল সাকিব আল হাসান। সাকিব আল হাসান হল বাংলাদেশের গর্ব এবং অহংকার। তিনি একজন অলরাউন্ডার ক্রিকেটার। বোলিং এবং ব্যাটিংয়ে সম্পূর্ণ হবে পারদর্শী।

তিনি বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডার। তার বোলিং এবং ব্যাটিং আমাকে মুগ্ধ করে।যেকোনো কঠিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। সেটা বোলিং দিয়ে হোক বা ব্যাটিং দিয়ে হোক। এজন্যই সাকিব আল হাসানকে আমার খুবই ভালো লাগে এবং তিনি আমার একজন প্রিয় ক্রিকেটার।

আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি কয়েকজন বন্ধুকে এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @jakaria121 @mjmoshiur @rxsajib . আশা করছি আপনারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ বন্ধু এতো সুন্দর পোস্ট করার জন্য। হুমম বন্ধু তুমি অনেক ভালো ক্রিকেট খেলো।আমাদের অনেক ম্যাচই জিতিয়েছো তুমি।সামনে একটা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আর আশা করি যে তুমি সেখানে অংশগ্রহণ করবা।

ধন্যবাদ বন্ধু আমার পুরো পোষ্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমি অবশ্যই টুর্নামেন্টে অংশগ্রহণ করব।

Loading...

আপনিও আমার মত ক্রিকেট খেলা খুবই পছন্দ করেন। আপনি নিজেও ক্রিকেট খেলেছেন। সে বিষয়টা আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন।

আপনার প্রিয় খেলোয়াড়ের নাম সাকিব আল হাসান। যে কিনা বাংলাদেশের একজন সবচাইতে অলরাউন্ডার খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেছে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।