Incredible India monthly contest May #02|l believe in Destiny.

in hive-120823 •  2 years ago 

20230527_174548_0000.png
Edited by Canva apps

Hi everyone

আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।

প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন ম্যামকে, এত সুন্দর একটি বিষয়ের উপর প্রতিযোগিতা চালু করার জন্য। আমার আজকের এই পোষ্টের মাধ্যমে আমি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।

আপনি কর্ম বা ভাগ্য কি বিশ্বাস করেন?

আমি ভাগ্যে বিশ্বাস করি। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করার পরেই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। সেই মোতাবেক আমাদের সকলের জীবন চলতেছে। তবে আমাদের কর্ম করতে হবে।যার ভাগ্যে যা লেখা আছে তা হবেই। এটা কোন মানুষের দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়।

png_20230527_174820_0000.png
Edited by Canva apps

আপনার মতে, শ্রেষ্ঠ কি? কর্ম বা নিয়তি। কেন?

আমার কাছে শ্রেষ্ঠ হল ভাগ্যে বিশ্বাস। ভাগ্যে বিশ্বাস একজন মানুষকে দৃঢ় করে তোলে। অনেককেই দেখা যায় অনেক কাজ করে। দিনরাত কায়িক শ্রম, মেধা শ্রম করে। তবুও তার সফলতা আসে না।

আবার অনেককেই দেখা যায় পরিশ্রম করে সফলতা অর্জন করে। এখানে একটা বিষয় যে আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে? তাই আমাদের কর্ম করতে হয়।

আমরা কোন কিছু পাওয়ার জন্য কর্ম করি। সেটা যদি আমাদের ভাগ্যে না থাকে তাহলে কিন্তু যত পরিশ্রম করি সেটা আমাদের কাছে আসবে না। আর সেটা আমাদের ভাগ্যে থাকলে আমরা কর্মের মাধ্যমে পেয়ে যাব।

মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে,সফলতা সবকিছুই নির্ধারণ করা। এগুলো হাজারো কর্মের মাধ্যমেও পরিবর্তন করা সম্ভব না। আমরা ভাগ্যের লেখা জানিনা। তাই আমাদের শুধুমাত্র ভাগ্যের উপর বিশ্বাস রেখে বসে থাকলে হবে না।

আমাদের কর্ম করতে হবে। যদি আমরা কর্মের মাধ্যমে সফলতা পাই তাহলে বুঝবো যে সেই সফলতাটা আমার ভাগ্যে ছিল। আর যদি সফলতাটা না পাই তাহলে বুঝতে হবে এটা আমার ভাগ্যে ছিল না। তবে ভাগ্যের উপর কোন আফসোস রাখা যাবে না। এতে সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হন।

pexels-photo-4221057.jpegpixels

আপনার পছন্দের পিছনে কোন গল্প থাকলে শেয়ার করুন।

আমার পছন্দের পেছনে আমার জীবনের বাস্তব কিছু গল্প আছে। আমার এসএসসি রেজাল্ট হওয়ার পর আমি একটি কলেজে ভর্তি হই। তখন পর্যন্ত আমার কারিগরি শিক্ষা সম্পর্কে কোন প্রকার ধারণা ছিল না।

আমি সেই কলেজে কিছুদিন ক্লাস করি। একদিন হঠাৎ আমার বাবা বলল কারিগরি কলেজে ভর্তি হওয়ার জন্য। তারপর আমার এক পরিচিত লোকের কাছে আমার বর্তমান কলেজ টিএমএসএস ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড আইসিটি সম্পর্কে জানতে পারি।

এরপর আমি এখানে এসে ভর্তি হয়ে যাই এবং ক্লাস করতে থাকি। এখন আমি বুঝতে পারছি আমার আগের কলেজে পড়ার চেয়ে বর্তমান যে কলেজে পড়ছি এটা অনেক ভালো। তাই এখানে আমি বলব যে আমার ভাগ্য ভালো। ভাগ্যের কারণেই আমি এখানে হঠাৎ করেই ভর্তি হয়েছিলাম।

আমার আরো একটি বাস্তব গল্প আছে। আমি একটা মেয়েকে অনেক ভালবাসতাম। সেই মেয়েটাও আমাকে অনেক ভালবাসতো। দুজনে মিলে আমাদের দুই পরিবারকে অনেকভাবেই বুঝিয়েছিলাম। কিন্তু তারা কোনভাবেই আমাদের কথা বুঝলো না।

তারা আমাদের দুজনকে কষ্টের সাগরে ভাসিয়ে আলাদা করে দিল। দুজনে মিলে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এক হতে পারলাম না। এখানে আমি মনে করি আমার ভাগ্যে সেই মেয়েটা ছিল না। তাই আমাদের পরিবার মেনে নেয়নি।

pexels-photo-13279793.jpegpixels

উপসংহার

আমাদের ভাগ্যে বিশ্বাস রেখে কর্ম করে যেতে হবে। আমাদের কর্মের ফল যাই হোক তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। বিশ্বাস রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে এটাই রেখেছে। সৃষ্টিকর্তা সবার ভাগ্য ভালো করে দিক, এই প্রত্যাশাই করি।

সর্বোপরি এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি গর্ববোধ করছি। আমি কয়েকজন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি,@sabbir-raj,@jakaria121,@yoyopk

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator08. We support quality posts , good comments anywhere and any tags.


Curated by : @ridwant

Screenshot_20221130-164846_Canva.jpg

Thank you

আমার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো এবং এখান থেকে কিছু বুঝতে ও পারলাম ধন্যবাদ তোমাকে

মন্তব্য করার জন্য ধন্যবাদ বন্ধু

একদম ঠিক কথা বলেছেন আমরা শুধু যে কর্ম করলেই আমরা সবকিছু পেয়ে যাব এটা একেবারেই অসম্ভব।

সেটার জন্য আমাদের যথেষ্ট ভাগ্যের প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় হাড়ভাঙ্গা কষ্টের পরেও আমরা যেটা চাই সেটা পাই।

কারণ কি কারণ ভাগ্য আমাদের সাথে থাকে না তাই ভাগ্যের ও প্রয়োজন আছে প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি জিনিসে।

আমরা কোন কিছু পাওয়ার জন্য কর্ম করি। সেটা যদি আমাদের ভাগ্যে না থাকে তাহলে কিন্তু যত পরিশ্রম করি সেটা আমাদের কাছে আসবে না। আর সেটা আমাদের ভাগ্যে থাকলে আমরা কর্মের মাধ্যমে পেয়ে যাব।

এই লাইনটি আমার খুবই ভালো লেগেছে কারণ যেটি আপনি বুঝিয়েছেন সেটা আসলেই সঠিক এবং সত্য কর্ম করলেই আমরা সবকিছু পাবো না সেটার জন্য আমাদের ভাগ্যের প্রয়োজন আছে।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার পোস্ট থেকে জানতে পারলাম,, আপনি ভাগ্যকে বিশ্বাস করেন।

ভাগ্য নিয়ে আপনি বেশ কিছু আলোচনা আপনার পোস্টে আপনি তুলে ধরেছেন! যেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য! এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে ভাগ করে,,, নেয়ার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা! ভালো থাকবেন।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু