ভেষজ গুনে ভরপুর এক উদ্ভিদের নাম হল। এর ফুলের সৌন্দর্য কিন্তু কম না। আমাদের দেশের যে কোন রাস্তার পাশে, গ্রামীন মেঠোপথে, ধান ক্ষেতের আইলে, পতিত জমিতে, পরিত্যক্ত জমিতে জন্মাতে দেখা যায়। অঞ্চল ভেদে এর আবার একাধিক নাম রয়েছে। দেবদ্রোন, লালদ্রোন, সুপুষ্পা, দেবদ্রোনী ইত্যাদি। এর ফুল লাল রঙের হওয়ায় অনেক দূর থেকে একে আলাদা ভাবে লক্ষ্য করা যায়। এটি যে কোন পরিবেশে টিকে থাকতে পারে। তবে পানি জমে এরকম জায়গাতে বেঁচে থাকতে পারে না।
এটি একা বা ঝোপালো পরিবেশে বড় হয় হয়। ফুল হালকা গোলাপি থেকে রক্ত লাল বর্ণে পরিনত হয়। এর ফুলের রঙ রক্ত লাল হওয়ায় এর নান রক্তদ্রোন। একেকটি গাছ লম্বায় দু থেকে চার ফুট পর্যন্ত লম্বা হতে। পুরো সবুজ রঙের হয় পাতা গাঢ় সবুজ রঙের হয়। এর ফুলে কোন সুভাষ নেই বললেই চলে। ফুটন্ত ফুল গাছ বেশ নজরকাড়া হয়। প্রায় সারাবছর এর ফুল ফুটলেও এর প্রধান ঋতু বসন্ত। ফুল থেকে বীজ হয় আর এই বীজের মাধ্যমে এর বংশবৃদ্ধি পায়।
এর বৈজ্ঞানিক নাম Leonurus japonicus আর ইংরেজি নাম Honeyweed অথবা Chinese Motherwort। এটি একটি ভেষজ গুন ও আয়ুর্বেদিক গুন সম্পন্ন উদ্ভিদ। এর পাতা এন্টিব্যাকটেরিয়াল গুন সম্পন্ন জীবানু নাশক। এছাড়া এতে রয়েছে এলক্যালয়েড, গ্লুকোসাইড, ফ্যাটি এলকোহল ও তৈলাক্ত পদার্থ। এখন আমরা এর ভেষজ ব্যবহার সম্পর্কে জানবো। এর আরেকটি জাত আছে যার সাদা ফুল হয় যার নাম শ্বেতদ্রোন বা দন্ডকলস। যা মানুষ শাক হিসাবেও খেয়ে থাকে।
✅ যাদের বুকের মধ্যে কফ জমে থাকে তাদের জন্য এই গাছের রস অনেক কার্যকরী। এক্ষেত্রে পাতা থেকে রস বের করে পানি দিয়ে সিদ্ধ করে ক্বাথ তৈরি করে নিয়মিত সকালে খেতে হবে
✅ রক্তদ্রোন গাছের পাতার রস নিয়মিত পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
✅ রক্তদ্রোনের পাতা ও ফুলের রস নিয়মিত সেবন করলে গ্যাস্ট্রিক জনিত সমস্যায় উপকার পাওয়া যায়।
✅ চর্ম এবং খোস- পাচড়া সমস্যায় রক্তদ্রোেনের পাতা বেঁটে কয়েকদিন ব্যবহার করলে দ্রুত এসব রোগ নিরাময় হয়।
✅ ক্ষতজনিত ব্যথা বা বিষাক্ত পোকামাকড় এর কামড়ের ব্যথায় এর পাতা ও ফুলের রস ব্যথানাশক হিসাবে কাজ করে এবং আক্রান্ত স্থান দ্রুত সেরে উঠে।
✅ রক্তদ্রোন পাতার ও ফুলের রস মেয়েদের অনিয়মিত মাসিক নিরাময়ে অনেক ভালো কাজ করে ব্যথা দূর করতে বেশ উপযোগী।
বিশেষ দ্রষ্টব্য : গর্ববতী মহিলা ও বাচ্চাদের ক্ষেত্রে এর পাতার রস ক্ষতির কারন হতে পারে তাই তাদের বেলায় ব্যবহার না কারাই উত্তম। উপরে উল্লেখ্য চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে তারপর ব্যবহারের অনুরোধ রইলো। ধন্যবাদ।
I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I love to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about introduction and benefits of Leonurus japonicus.
Device name: | Vivo Y21 |
---|---|
Camera: | 13 megapixels |
Shot by: | @shasan |
Location: | Bangladesh🇧🇩 |
এই গাছটি আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না, তবে আজ আপনার পোষ্টের মাধ্যমে নতুন একটি গাছের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো এবং তার সম্পর্কে অনেক তথ্য উপকারিতা কথা জানতে পারলাম, আসলে গাছের ওপরে কোন ঔষধ হয় না, যেকোনো একটি গাছ আমাদের অনেক কার্যকরী হয়ে থাকে এবং গাছ যখন হয়েছে তখন তার একটি না একটি গুণ অবশ্যই আছে।
সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর একটা মতামতের জন্য। আমার ভালো লাগলো নতুন কিছু জানতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামে এই গাছটা তো সচারাচর দেখা যায়। তবে এই গাছটার নাম আমার জানা ছিলো না। বিশেষ করে ক্ষেতের পাশে গেলে তো চোখে পড়বেই।
ভেষজ উদ্ভিদ যেকোনো রোগের সব থেকে ভালো প্রতিষেধক তবে এর সঠিক ব্যবহার না জানার কারনে ব্যবহার করতে পারি না।
ভালো লাগলো আপনার তথ্যবহুল পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবাব মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit