আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
প্রথেমে আমি ধন্যবাদ জানতে চাই এডমিন ম্যাম এবং মডারেটর বন্ধুদের যারা এত সুন্দর একটা চ্যালেন্জ এর করেছেন। চ্যালেন্জের বিষয় হল যদি সৃষ্টকর্তা আপনাকে এই তিনটি সম্পদ, জ্ঞান , বুদ্ধির মধ্যে যেকোনো একটি পছন্দ করতে দেয় তাহলে আপনি কোনটিকে বেছে নিবেন। তাহলে শুরু করা যাক।
যদি সৃষ্টিকর্তা কখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি জ্ঞান, বুদ্ধি, ও সম্পদের মধ্যে কোনটিকে বেছে নিবে তা হলে আমি অবশ্যই আমি জ্ঞানকে বেছে নিবো। যদিও মানুষের জীবন এই তিনটির প্রয়োজনিয়তা অপরিহার্য। তবে আমার কাছে মনে হয় মানব জীবনে জ্ঞানের প্রয়োজনিয়তাই সব থেকে বেশি।
তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক কেন আমি বাকি দুইটির থেকে জ্ঞান কে বেশি প্রাধান্য দিলাম।
বলা হয়ে থাকে জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞান মানুষের এমন এক অমূল্য সম্পদ যা কখন শেষ হওয়ার নয়। এই জ্ঞান যতই দান করা হয় তা কখন কমে না বরং এটা ততই বৃদ্ধি পায়। জ্ঞান মানুষকে মনুষ্যত্ব শিখায়। এই জ্ঞানের মাধ্যমে মানুষ কত জটিল বিষয়ের সমাধান করেছে। এই জ্ঞানের ছোঁয়ায় কত পাথর সমান মানুষ আলোর পথ খুঁজে পেয়েছে। অভিজ্ঞতা আর বুদ্ধির সঠিক প্রয়োগি হল জ্ঞান। জ্ঞানী ব্যক্তি মাত্রই বুদ্ধিমান। জ্ঞানের সঠিক ব্যআহারের মাধ্যমে মানুষ কত সুউচ্চ চূড়ায় পৌঁছাতে পারে এই জ্ঞানের জন্যই মানুষ মানুষকে সম্মান প্রদর্শন করে। জ্ঞান হচ্ছে সূর্যপর মত সত্য যা কখন অস্ত যায় আর জ্ঞান হল প্রজ্ঞা।
এবার আসি বুদ্ধির বিষয়ে, একটা উদাহরণ দিয়ে শুরু করি ধরুন একজন অসৎ লোক মন্দ বা খারাপ কাজ করার আগে তাকে অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এ বেলায় তাদের বুদ্ধি অনেক কিন্তু তারা বুদ্ধিকে সঠিক জায়গাতে ব্যবহার করে না এ জন্য তারা জ্ঞানী নয়। একজন মানুষের বুদ্ধি থাকতেই পারে কিন্তু বুদ্ধিমত্তাকে সঠিক জায়গাতে ব্যবহারের জন্য অবশ্যই জ্ঞানের প্রয়োজনিয়তা অপরিহার্য। জ্ঞানী ব্যক্তি মাত্রই বুদ্ধিমান তবে বুদ্ধি থাকলেই মানুষ জ্ঞানী হয়ে উঠে না।
সবশেষে সম্পদের কথা বলি, অনেক মানুষকে সম্পদের মোহে মোহিত করে সম্মান অর্জন করলেও এই সম্মান বেশি দিন ধরে রাখা যায় না। জ্ঞান এর মাধ্যমে যে সম্মান অর্জিত হয় তা চিরন্তন থেকে যায়। এক জন মানুষ যখন জ্ঞান অর্জন করে তখন তার বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। এবং এই জ্ঞানের বুদ্ধিমত্তা দিয়ে সম্পদ অর্জন করা সম্ভব হয়। যদিও সম্পদের থেকেও জ্ঞান এর পরিধি অনেক এবং সম্পদ দিয়ে কখন জ্ঞানকে কিনা যায় না। আর সম্পদের থেকেও জ্ঞান এর জন্য অনেক বেশি সাধনা করতে হয়।
Source
আমি যখন জ্ঞান অর্জন করে এর সঠিক ব্যবহার করবো মানুষের উপকারে কাজে লাগাবো এবং মানুষের মাঝে জ্ঞান বিতরণ করবো তখন আনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে এবং জ্ঞান আর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তখন আমি সম্পদ অর্জন করতে পারবো।
মানুষ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারে না। কিন্তু যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাহিরেও জ্ঞান অর্জন করে তারাি সফলতা অর্জন করতে পারে। এক জন মানুষ যখন জ্ঞান অর্জন করতে থাকে তখন তার মধ্যে বুদ্ধিমত্তার আয়ত্ত হয়ে যায় এবং এ দুটোকে কাজে লাগিয়ে সমাজে কল্যান মূলক কাজ করতে পারে। সম্পদ পরিচালনার ক্ষেত্রে জ্ঞান অর্জন করা অতি প্রয়োজন।
যদি আমি কোন ব্যাবসা শুরু করতে চাই তার জন্য প্রথমে আমার ওই ব্যাবসার সম্পর্কে পর্যাপ্ত ধারণা বা জ্ঞান থাকতে হবে। ব্যবসা পরিধির সম্পর্কে ভোক্তাদের চাহিদার ক্ষেত্রে শিল্প প্রবনাতার জন্য আমার এই জ্ঞান বা ধারণা আমাকে সফলতার মুখ দেখাবে। এবং ভোক্তাদের কোন পণ্যের প্রতি চাহিদা বেশি থাকে বা ভোক্তারা কী ধরনের পণ্য চায় এ সম্পর্কে আমি যদি জ্ঞান অর্জন করতে পারি তা হলে আমার ব্যাবসায় সফলতা অর্জন করা যাবে।
বিভিন্ন চাকরির ক্ষেত্রেও আপনার জ্ঞান থাকা অপরিহার্য এতে করে চাকরির ক্ষেত্রে সফলতার উচ্চ শিখড়ে পৌছানো সম্ভব চাকরির সুবাদে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আপনি যখন আপানর উন্নত জ্ঞানের পরিচয় দিবেন এ ক্ষেত্রে আপনি অনেক উচ্চ স্থানে পৌছাতে পারবেন।
আধুনিক যুগে কোনো সন্দেহ ছাড়া জ্ঞান অত্যান্ত প্রয়োজনিয় এবং এটি সমাজ এবং মানুষের জন্য খুবই উপকারী। একটি সমাজে প্রযুক্তি, অর্থনীতীতে, শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং সংস্কৃতির উন্নয়নে জ্ঞান এর প্রয়োজনিয়তা অপরিসীম। জ্ঞান ছাড়া সমাজ বা দেশের উন্নয়ন সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত বা জ্ঞানী সে জাতি তত বেশি উন্নত।
আমাদের সমাজ কে সুস্থ জীবনযাপনের জন্য সুস্থতা ও উন্নত স্বাস্থ্যের নিশ্চয়তার জন্য,ঔষধ, টিকা এবং চিকিৎসা ব্যবস্থা কিংবা রোগ প্রতিরোধে কৌশলে চিকিৎসা জ্ঞান এর অবাদান অপরিহার্য।
একটি দেশের অর্থনীতি উন্নতির অগ্রগতির জন্য দক্ষ জনবলের প্রয়োজন হয়। প্রশিক্ষন ও শিক্ষাকে গুরুত্ব দিলে জ্ঞান সম্পন্ন লোকেরা অর্থনীতি উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মোট কথা একটি মানুষ যখন জ্ঞান অর্জন করবে তখন তার মধ্যে বুদ্ধিমত্তার আয়ত্ত চলে আসবে তখন সে এই দুটোকে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করতে পারবে। এবং এই সম্পদের মাধ্যমে সে দেচ এবং সমাজের উন্নতি করতে পারবে।
আমি চেষ্টা করেছি উপরোক্ত প্রতেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জানিনা কতটুকু সঠিক হয়েছে। আমি চেষ্টা করেছি।
Un gran saludo amigo excelente participación considero que el conocimiento es muy importante para los seres humanos sin él dónde estaríamos ahora nosotros, con nuestro conocimiento no solamente tenemos para nosotros mismos sino también para dar a las personas para enseñar y para que ellos también puedan gozar de una gran inteligencia.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Gracias por leer mi publicación y gracias aún más por un comentario tan agradable.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এরপর আপনি লিখেছেন আপনি তিনটি জিনিসের মধ্যে জ্ঞানের উপর বেশি প্রাধান্য দিয়েছেন। কেন দিয়েছেন,,, সে বিষয়টা আপনি আমাদের সাথে বিশ্লেষণ করেছেন।
আসলে আমি নিজেও আপনার সাথে সহমত পোষণ করছি। কেননা আমি নিজেও জ্ঞানের উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম। আপনি বলেছেন জ্ঞান দিয়ে বাকি দুইটা জিনিস কভার করা সম্ভব,,, একদমই সঠিক বলেছেন। জ্ঞান দিয়ে সমাজ এবং দেশের কল্যাণ বয়ে নিয়ে আসা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটা মতামতের জন্য এবং ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতেই জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আপনি জ্ঞান কে নির্বাচন করেছেন আসলে জীবনে চলার সাথে আমাদের সব ধরনের জ্ঞান প্রয়োজন পরে থাকে ৷ তাছাড়াও আপনি বেশ সুন্দর ভাবে তিনটি প্রশ্নের উত্তর গুলোও সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করেছেন ৷
আপনার জন্য শুভকামনা রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আপনি চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগতম। আপনি জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন সম্পদ ও বুদ্ধির তুলনায়। আসলে জ্ঞানহীন মানুষ পশুর সমান যতই তার অর্থ সম্পদ থাকুক না কেন। আপনার পোষ্টের মাধ্যমে আপনি সম্মুখ আলোচনা করেছেন জ্ঞান বিষয়ক। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা কারণ আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যা সত্যি খুশি হলাম। আপনি প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর ভাবে পোস্ট এর মধ্যে উপস্থাপন করেছেন। ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit