The beauty of Citrus maxima flowers/বাতাবিলেবু ফুলের সৌন্দর্য

in hive-120823 •  5 months ago 
IMG_20240304_162129.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

প্রিয় পাঠক।
IMG_20240304_162433.jpg
IMG_20240304_162116.jpg

গত কয়েকদিন আগে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বাড়ির প্রধান দরজায় গেলাম। যাওয়ার পর হটাৎ নাকে একটা মিষ্টি সুঘ্রাণ এসে লাগলো। স্বভাবতই গোয়েন্দাগিরি করতে লাগলাম কোথায় থেকে আসতে লাগলো এই মিষ্টি ঘ্রান। বেশি খোঁজ করা লাগে নি। এই এই মিষ্টি সুভাষিত ফুলটি হল বাতাবিলেবুর ফুল। ফুলটি ঘ্রান যে রকম মনোমুগ্ধকর ফুলটি দেখতেও দারুণ সুন্দর। থোকায় থোকায় অসংখ্য ফুল ফুটে রয়েছে দেখতে চোখ জুড়িয়ে যাওয়ার মত।

IMG_20240304_162325.jpg

বসন্তের শুরুতে বাতাবিলেবু গাছে সাদা ফুল ফুটতে শুরু করে বসন্তের শেষ পর্যন্ত ফুল ফুটে। ফুল ফুটার সাথে গাছে নতুন পাতাও গজায়। ৪ থেকে ৫ টি পাপড়ি বিশিষ্ট এই ফুল থোকায় থোকায় ফুটে। ফুলের মাঝে আবার হলুদ রঙের পাপড়ি দেখা যায়। হালকা মৃদু বাতাসে এই ফুলের সুঘ্রাণে চারদিক মোহিত হয়ে থাকে। সকাল বিকাল চারপাশে বাতাবিলেবুর ফুলের ঘ্রান ছড়াতে থাকে। যেমন ফুলের সৌন্দর্য তেমনি তার সুভাষ। সৌন্দর্য এবং সুভাষের যেন কোন কমতি নেই।

IMG_20240304_162224.jpg
IMG_20240304_162219.jpg

প্রায় সবারই বাতাবিলেবু দেখা হয়েছে অনেকের আবার প্রিয় একটা ফল হল এই বাতাবিলেবু। কিন্তু খুব কম মানুষই পাওয়া যাবে যারা এই বাতাবিলেবুর ফুলের সৌন্দর্য দেখেছে এবং এর মন মাতানো সুগন্ধের সাক্ষী হয়েছে। এই ফুল দেখতে প্রায় কামিনী ফুলের মত ঘ্রানটাও প্রায় একই রকম। এই ফুল মানুষের নজর না কাড়লেও। মৌমাছি, প্রজাপতি ও ভ্রমরের নজর এড়াতে পারে না। তাইতো সারাক্ষণ ফুলের মধ্যে ডুবে থাকে পতঙ্গ গুলো।

IMG_20240304_162436.jpg

এই ফুলের ঘ্রানে যাকে একবার মুগ্ধ করে সে বারবার এই ফুলের সুভাষ নিতে চায়। মন চায় সারাক্ষণ গাছের নিছে দাঁড়িয়ে থাকতে। তাইতো ভ্রমর প্রজাপতিরা এর কাছ থেকে নড়েই না। এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ায় যার ফলে পরাগায়নের অনেক সুবিধা হয়৷ এই ফুলের আকারও তেমন বড় হয় না বড়জোর সারে চর ইঞ্চি পাঁচ ইঞ্চির মত হয়ে থাকে। প্রায় সারাদিন এর সুভাষ ছড়ালেও সন্ধ্যায় এর তীব্রতা বেড়ে যায়৷ তখন অনক দূর থেকেও এর সুভাষ নাকে এসে লাগে।

IMG_20240304_162210.jpg

ফুল ঝরে গ্রীষ্মেী শুরুতে গাছে ফল আসা শুরু করে তখন গাছে ফলে ভরে উঠে। এই বাতাবিলেবু লেবু পরিবারের মধ্যে সবচেয়ে বড়৷ বাতাবিলেবু খুবই সুস্বাদু একটি ফল গ্রীষ্ম শেষে বর্ষার শুরু থেকে এই ফল বাজারে পাওয়া যায়। দামেও সস্তা টক মিষ্টি হওয়ায় লবন মরিচ দিয়ে খুব মজা ভর্তা বানিয়ে খাওয়া যায়। সাধারণত দুই রঙের বাতাবিলেবু হয় লাল ও সাদা দুটোই অনেক মজার। পুরোপুরি পাকালে টকের চেয়ে মিষ্টতা বেশি হয়।

বাতাবিলেবু মানব দেহের জন্য অতন্ত্য উপকারী একটি ফল। মানব দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই ফল জুড়ি নেই। আমাদের দেহের অনেক মরন ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে যদি নিয়মিত এই ফল খাওয়া যায়। এতে প্রচুর পরিমানে ভিটামিন, মিনারেল, আয়রন ও খনিজ পদার্থ রয়েছে৷ যা মানব দেহের জন্য অন্তত্য প্রয়োজনিয় উপাদান।

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিবেন ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the Citrus maxima beauty of flowers.

Device name:Vivo Y21
Camera:13 megapixels
Shot by:@shasan
Location:Bangladesh🇧🇩
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সাধারনত আমরা বাতাবিলেবুকে দেশী লেবু বলে থাকি ৷ আর এই লেবু গাছ গুলো খুবই কম রয়েছে ৷ আবার যাদের বাড়িতে এই বাতাবিলেবু গাছ গুলো রয়েছে তারা সারাবছর ধরে কমবেশী খেয়ে থাকে ৷ আর দেশী লেবুর মধ্যে স্বাদ ও রয়েছ অনেক ৷ সাথে সৌন্দর্য দিক থেকে দেখলে বেশ ভালোই লাগে প্রত্যেকটি লেবু প্রায় এক সাইজের হয়ে থাকে যখন ফুল আসে দেখার মত সোন্দর্যতা সৃষ্টি হয় ৷ আর গাছে প্রচুর পরিমানে ফলন ধরে থাকে এই বাতাবিলেবু ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বাতাবি লেবুর ঘ্রাণ আসলেই মন কে মাতাল করে দেয়। বিশেষ করে বৃষ্টির পর যখন এক সাথে ফুল গুলো ফোটে।
আপনি এই বাতাবি লেবুর ফটোগ্রাফির পাশাপাশি এর উপকারি দিক গুলো সুন্দর করে তুলে ধরেছেন।

ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্ট উপহার দেবার জন্যে

বাতাবি লেবু আমার বেশ পছন্দের একটি ফুল। আমাদের বাড়ির পাশে আগে এই গাছটি ছিলো। লেবুর গাছে ফুল আসলে চারিদিক সুবাসে ভরে যেতো। কিন্তু আপসোস এখন আর সেই গাছটি নেই। আপনার লিখা পড়ে আজ পুরোনো সেই কথাগুলো মনে পরে গেলো।

বাতাবি লেবুর গুণ অনেক। আপনি এর কিছু কিছু গুণ উল্লেখ করেছেন। এছাড়াও বাতাবি লেবু সম্পর্কে অনেক কথাই আমার অজানা ছিলো। আজ আপনার লিখা পড়ে নতুন করে অনেক কিছু জানলাম। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

প্রায় সবারই বাতাবিলেবু দেখা হয়েছে অনেকের আবার প্রিয় একটা ফল হল এই বাতাবিলেবু।

আমাদের বাড়িতে বাতাবি লেবু গাছ রয়েছে। হ্যা ঠিকই বলেছেন বাতাবি লেবু অনেকের খুব প্রিয়। প্রতিটি ফলের এমন কিছু গুনাগুন রয়েছে যেগুলো আমাদের মানব শরীরের জন্য অন্তত্য উপকারী। আমি বাতাবি লেবুর গুনাগুন সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করেছেন৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা লেখা শেয়ার করার জন্য।

আমি ছোটবেলাতে আমার মামা বাড়িতে বাতাবি লেবু গাছ দেখেছি। এখনো মনে আছে প্রচুর বাতাবি ধরতো। পরবর্তীতে গাছটা কেটে ফেলা হয়।
কিন্তু আমি কখনো বাতাবি লেবুর ফুল দেখেছি বলে মনে পরে না। তাই এই ফুলের ঘ্রাণও নেয়া হয় নাই আমার কখনো। তবে আজকে আপনার লেখা পরে মনে হচ্ছে মিস করে গেছি এই জিনিসটা। তবে যদি ভবিষ্যতে কখনো সুযোগ পাই তাহলে অবস্যই এই ফুলের ঘ্রান নিবো। ভালো লাগলো আপনার লেখা পড়ে। এমন অজানা একটা বিষয়কে লেখার মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Hello 👋
The flower of citrus is looking lovely. As a student, I have read many times about this species in my Botany subject. Almost everywhere it pops up as example to be learned. You have captured its beauty in best angle. It spreads fresh air all over till here.
Thank you.