The beauty of Rhyncostylis Retusa / শেয়াললেজী অর্কিড ফুলের সৌন্দর্য

in hive-120823 •  6 months ago 
IMG_20240429_150917.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম।

প্রিয় পাঠক।
IMG_20240429_151004.jpg
IMG_20240429_150954.jpg

আমাদের এই পৃথিবীতে কত রকমের যে অর্কিড ফুল রয়েছে তার কোন হিসাব নেই। আর এই অর্কিড ফুলের সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর প্রায় সকল দেশে এই অর্কিড ফুল গাছ দেখা যায়। আবার এদের মধ্যে সিংহ ভাগই হচ্ছে পরজীবি। আজকে আপনাদের যে ফুলের ছবিটি শেয়ার করেছি এটিও একটি অর্কিড গাছ। এর আবার বাংলা নামও আছে এর বাংলা নাম শেয়াললেজী অর্কিড বা কপৌ ফুল। এই লতানো হওয়াতে অনেকটা শেয়ালের লেজের মত হওয়ায় এর এমন নাম।

IMG_20240429_151025.jpg
IMG_20240429_151020.jpg
IMG_20240429_150951.jpg

একটি অবাক করা বিষয় হচ্ছে আমার তোলা এই অর্কিড ফুলের ছবির গাছটি ৩০ বছর পর্যন্ত এই একই জায়গায় রয়েছে এবং এর ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে। এই ফুল গাছের অবস্থান মাটি থেকে প্রায় ছয় ফুট উপরে। আমাদের এখানে আরেকটি এরকম অর্কুড ফুল রয়েছে যার অবস্থান প্রায় ৩০ ফুট উপরে রয়েছে যার কারনে আমার ফোন দিয়ে ছবি তোলা সম্ভব হয় নি। ফুল গাছটি আমাদের বাড়ির পিছনে একটি আম গাছে পরগাছা হিসাবে রয়েছে।

IMG_20240429_150904.jpg

এই ফুলের ছবি তুলতে আমাকে দেয়ালে ছড়তে হয়েছে। অনেকটা ঝোপের মধ্যে এই গাছটি থাকার কারনে দূর থেকে দেখা যায় না তাই আমাকে দেয়ালে ছড়তে হয়েছে ছবি তোলার জন্য। আমি অনেক ছোট বেলা থেকেই এই ফুলকে দেখে আসছি প্রতি বছর এই সময়ে অর্কিডের ফুলের সৌন্দর্য ছড়ায়। ছোট ছোট পাখি ও ভ্রমর এসে এই ফুলের মধু সংগ্রহ করে৷ ছোট এই ফুল কত খেলেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ফুলের সাথে।

এই অর্কিড ফুলটি বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায়। আর বাংলাদেশে যত অর্কিড গাছ রয়েছে তার এই শেয়াললেজী অর্কিড সব থেকে সুন্দর৷ এই ফুলের তোড়ায় বা মন্জুরিতে প্রায় শতাধিক ফুল ফুটে। ফুল গুলো হালকা বেগুনি - নীল রঙের হয়ে থাকো৷ এদের পাতা লম্বা পুরু ও খাদাল হয়। বসন্তে এই ফুল ফুটলেও অনেক সময় গ্রীষ্মেও এই ফুল ফুটতে দেখা যায়। এই ফুল সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১৩০০ মিটার উচ্চতায় জন্মাতে সক্ষম।

এই ফুলের বৈজ্ঞানিক নাম Rhyncostylis Retusa আর এর ইংরেজি নাম হল Foxtail Orchid। অনেক অযত্নে এই ফুল জন্মায় এবং ফুল ফুটার সময় তার সৌন্দর্য প্রকাশ করে৷ এই অর্কিড গাছের মরা ডালের মধ্যে জন্মায় এই ফুলের তেমন একটা গন্ধ নেই তবে এই নাকের কাছে নিলে হালকা মিষ্টি ঘ্রান পাওয়া যায়। এই ফুল ঝরে যাওয়ার পরে এই গাছের ফল দেখা যায়। যা দেখতে অনেকটা কলার মত দেখায়। এই ফল পাখিরা খেয়ে থাকে৷

IMG_20240429_151020.jpg

তবে আপনি চাইলে এই ফুল গাছটি বাড়িতে রোপণ করতে পারেন। এতে আপানার বাড়ির আঙ্গিনায় বা পরিবেশ সুন্দর দেখাবে। এর জন্য আপনি গাছটিকে সংগ্রহ করে। এরপর একটি টবে পর্যাপ্ত পরিমানে মাটি জৈব সার দিয়ে রোপন করতে হবে ও নিয়মিত পানি দুই বেলা পানি দিতে হবে। এবং গরম কালে পানি স্প্রে করতে হবে।

আজ এ পর্য়ন্ত সবাই ভালো থাকবেন ফুলকে ভালোবাসুন ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।

I am Bangladeshi. My mother's language is Bengali. I can't write well in English. That's why I prefer to write in Bengali. Hope you will love my writing. Today in my post I have discussed about the beauty of Rhyncostylis Retusa.

Device name:Vivo Y21
Camera:13 megapixels
Shit by:@shasan705
Location:Bangladesh 🇧🇩
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ অনেকটা দিন পর আপনার পোস্ট দেখলাম। আপনার ফটোগ্রাফিগুলো মিস করছিলাম। আজ আপনি আমাদের মাঝে নতুন একটা ফটোগ্রাফিমূলক পোস্ট নিয়ে চলে এসেছেন।

ফুলের নামটাও বড় অদ্ভুত। আগে কখনও এই ফুল দেখিনি৷ আপনার পোস্টের মাধ্যমে দেখার সুযোগ হলো। প্রতিটা ফটোগ্রাফিই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।

Loading...

ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ঠিকই বলেছেন অর্কিড ফুল অনেক রকমের হয়। কারণ এই অকিড ফুল গুলো আমি কোনদিন দেখিনি। এই প্রথমবার দেখলাম। আর যে নামগুলো বললেন নামগুলো সত্যিই অদ্ভুত ।আপনার পোস্টটি পড়ে আমার ভালোই লাগলো।

আমারও অর্কিড ফুল গাছ খুব ভালো লাগে। আমার বাড়িতেও অর্কিড ফুল গাছ আছে ।কিন্তু আমার অন্য প্রজাতির অর্কিড হয়তো তাই ফুল গুলো আলাদা। আমার ফুল গাছ থেকে আমি বছরে একবারই ফুল পেয়েছিলাম। কিন্তু আপনার গাছে গাছ ভর্তি ফুল হয়েছে।

দারুন সুন্দর এই প্রথম দেখলাম এত সুন্দর ফুল ৷ শেয়াললেজী অর্কিড ফুল আগে কখনও দেখিনি আপনার পোস্টর মাধ্যমে এই সর্বপ্রথম দেখলাম ৷ তাছাড়াও ফুলটির বৈশিষ্ট্য গুলো বেশ সুন্দর ভাবে আলোচনা করেছেন ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷