জীবনের যাত্রায় জ্ঞানের আলোকবর্তিকা হিসাবে বই@shawlin

in hive-120823 •  2 years ago 
আসসালামু আলাইকুম

শুভেচ্ছা সকল "Incredible India" কমিউনিটির সম্মানিত বন্ধু, Chief Admin,Admin,Moderator & Senior Moderator সহ সকল সম্মানিত জন কে ।আশা করছি সবাই ভালো আছেন ।আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ মেহেরবানী তে আমি ভালো আছি। আমি শাওলিন শারমিন।আমি ঢাকা, বাংলাদেশে থাকি। আমার ব্যবহারকারীর নাম @ Shawlin.
আজ আমি আপনদের সাথে বই জে সর্বকালের সেরা সঙ্গী সেই প্রসঙ্গে বলবো।
glasses-g15276f80f_1280.jpg
Pixabay
নিঃসন্দেহে বই মানব ইতিহাসের ইতিহাসে সবচেয়ে বিশ্বস্ত এবং স্থায়ী সহচর হিসাবে দাঁড়িয়ে আছে।এমন একটি যুগে যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রসারিত করেছে বলে মনে হয়, বইগুলি মনকে মোহিত করার এবং হৃদয় স্পর্শ করার ক্ষমতায় অবিচল থাকে।বইয়ের পৃষ্ঠা এমন ক্ষমতা রাখে যা আমাদের কাল্পনিক এবং জ্ঞানের মহাজাগতিক বিস্তৃত যাত্রা করতে পারে।কল্পনা এবং বাস্তব উভয় ক্ষেত্রেই স্থানান্তরিত হই আমরা।

tea-time-g226010261_1280.jpg
Pixabay
লিখিত শব্দটি এটির মধ্যে একটি অনন্য জাদু বহন করে, যা আমাদের সহানুভূতি এবং বোঝাপড়াকে উত্সাহিত করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি এবং বিশ্বের অন্বেষণ করতে দেয়।সাহিত্যের মাধ্যমে, আমরা এমন চরিত্রগুলির সাথে সংযোগ তৈরি করি যাদের জীবন আমাদের নিজেদের সাথে জড়িত তাদের দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছুই

প্রাচীন স্ক্রোল থেকে আধুনিক ই-বুক পর্যন্ত, সঙ্গী হিসাবে বইয়ের উত্তরাধিকার সময় এবং স্থান অতিক্রম করেছে। তারা আমাদের জীবনকে প্রজ্ঞা, পলায়নবাদ এবং আলোকিত করে সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে একটি চিরন্তন আকর্ষণ ধারণ করে। আমরা যখন কথাসাহিত্যের রাজ্যে প্রবেশ করি, তখন আমরা সাহিত্যিক দৈত্যদের মনে প্রবেশ করি যারা কলমের আঘাতে এমন মহাবিশ্ব তৈরি করে যা আমাদের কল্পনার সীমানাকে চ্যালেঞ্জ করে। অন্যদিকে নন-ফিকশন কাজগুলি, ইতিহাস, দর্শন, বিজ্ঞান এবং অগণিত অন্যান্য বিষয়গুলির জানালা দেয়, যা আমাদের আরও সচেতন, বিশ্লেষণাত্মক এবং বিচক্ষণ ব্যক্তি হওয়ার ক্ষমতা দেয়।

girl-g1cf39ce71_1280.jpg
Pixabay
বই পড়া কাজ তা একধরণের যাত্রা বলা যাই।বইয়ের প্রতিটি পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে আমরা জ্ঞান, আত্ম-আবিষ্কার এবং মানসিক অনুরণনের জন্য একটি অনুসন্ধান শুরু করি।একটি বই আমাদের শুধু যে সময় কাটানো বা একাকিত্ত দূর করে তা না,অনিশ্চয়তার সময়ে অনুপ্রেরণা হিসেবেও পাশে থাকে।আমাদের শেখার, বেড়ে ওঠা এবং প্রশ্ন করার স্বাধীনতা দেয়, আমাদেরকে সমালোচনামূলকভাবে চিন্তা করতে এবং মানুষের অভিজ্ঞতার জটিলতাগুলিকে চিন্তা করতে উৎসাহিত করে।এক কথায় বলতে গেলে সঠিক মানুষ হয়ে গড়ে ওঠার হোহায়ক হিসেবে কাজ করে।

person-g7c9c1f44e_1280.jpg
Pixabay
এখনকার বাচ্চারা অনেক যান্ত্রিক হয়ে গেছে।তারা তাদের অবসর সময় গুলোকে অতিবাহিত করারর জন্য ইলেকট্রনিক যন্ত্রতে আসক্ত হয়ে পড়ছে।এই দ্রুত-গতির বিশ্বে যেখানে মনোযোগের স্প্যান কমে যাচ্ছে বলে মনে হচ্ছে, বইয়ের নিমগ্ন প্রকৃতি একটি স্বাগত অবকাশ। একটি ভাল বইয়ের সাথে, আমরা ডিজিটাল যুগের কোলাহল থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারি এবং গল্প বলার সারাংশের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারি, একটি চিরন্তন ঐতিহ্য যা প্রজন্মের মাধ্যমে চলে আসছে।

books-g72658df46_1280.jpg
Pixabay
বই, প্রকৃতপক্ষে, সবচেয়ে নির্ভরযোগ্য এবং অবিচল সঙ্গী । তারা জ্ঞান, কল্পনা এবং সহানুভূতির পোর্টাল হিসাবে দাঁড়িয়েছে আমাদের সাথে। আমরা একটি সমাজ হিসাবে বিকশিত হওয়ার সাথে সাথে লিখিত শব্দের মধ্যে থাকা মন্ত্র এবং শক্তিকে ভুলে যাই না। আসুন আমরা আমাদের অনুগত সঙ্গী হিসাবে বইকে আলিঙ্গন করতে থাকি, কারণ তারা চিরকাল আমাদের জীবনকে সমৃদ্ধ করবে, আমাদের আত্মাকে পুষ্ট করবে এবং জীবনের যাত্রায় জ্ঞানের আলোকবর্তিকা হিসাবে কাজ করবে।

আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia


◦•●◉✿ধন্যবাদ সবাইকে ✿◉●•◦

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

"Newcomers' Community" Achievement Verified Link :

Achievement -1
Achievement -2
Achievement -3
Achievement -4

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines For July 2023
Curated by - @ashkhan

মানুষের হাতে বই একন দেখাই যায়না। যেন বিরল কোন বিষয় হয়ে দাড়িয়ে আছি।

জি আপনি ঠিক কথা বলেছেন।তাই ত আমাদের উচিত বই পরার চর্চা করা এবং সেই সাথে অন্যদেরকে উৎসাহিত করা।ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টা পরার জন্য।

আপনি বই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন যা পড়ে অনেক ভালো লাগল। জ্ঞান মানেই হচ্ছে শিক্ষা। আর বই হচ্ছে শিক্ষার বাহন। সুতরাং যতই বইয়ের লিখন, প্রকাশন ও বিপণন বাড়বে ততই আলোর রাজ্যেরও বৃদ্ধি ঘটবে। এ জন্য ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে বই পড়তে হবে। বই পড়তে হলে কিনতে হবে। কিন্তু বাঙালিদের বই কেনার প্রতি বড়ই অনীহা, বই ধার দিতে চাইলেও পড়তে চায় না, যেন বই পড়ার সময় নেই তাদের। তবে অকাজে সময় ব্যয় করতে পারদর্শী। বিদ্যাচর্চার চেয়ে অর্থচর্চায় বেশি মনোযোগী।বই না পড়ার ফলে অসংস্কৃত, অমার্জিত লোকজনের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর কমে যাচ্ছে রুচিশীল, সংবেদনশীল, হৃদয়বান মানুষ। তরুণরা ঝুঁকে পড়ছে জঙ্গিবাদসহ বিভিন্ন খারাপ কাজের প্রতি, যা উন্নত রাষ্ট্র ও শান্তি প্রতিষ্ঠায় বিরাট হুমকি।তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে বই পড়ার বিকল্প নেই। বই হচ্ছে শ্রেষ্ঠ হাতিয়ার। জীবনকে বুঝতে হলে বেশি বেশি বই পড়তে হবে। কেননা বই আমাদের মনের দরজা খুলে দেয়। কল্পনাশক্তি ও চিন্তাশক্তি প্রসারিত করে। একটি ঘটনাকে বিভিন্নভাবে দেখার ক্ষমতা বাড়ায়। বই পড়ার অভ্যাস অনেক বদ অভ্যাসকে প্রতিহত করে।দেখা গেছে, আগেকার তুলনায় বর্তমানে বই পড়া তরুণ-তরুণীর সংখ্যা অনেক কমে গেছে। তারা বই পড়ার পরিবর্তে ফেসবুক, টুইটার বা টিভি সিরিয়ালে অভ্যস্ত। আর এসব কারণে অনেকেই হতাশাগ্রস্ত, বিভ্রান্ত হয়ে পড়ে। তাদের আবার আলোর পথে নিয়ে আসা কঠিন হয়ে পড়ে। তাই আমাদের সবাই উচিত বই পড়া। পরিশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে বই নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

আপনাকেও অনেক ধন্যবাদ বই পড়ার গুরুত্ব এত্ত সুন্দর ও সাবলীল ভাবে তুলে ধরার জন্য। নিজে বই পড়ার পাশাপাশি অন্যকেও উৎসাহিত করতে হবে আমাদের।