হ্যালো বন্ধুর,
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।
আশা করি সকলেই ভাল আছেন।মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি।
বরাবরের এর মতো আজকেও আপনাদের মাঝে এসেছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি বর্তমান সময় এর প্রেক্ষাপটে গ্রাম বাংলার ধান কাটা কাটি নিয়ে একটি পোস্ট এর অভিজ্ঞতা আপনাদের মধ্যে তুলে ধরা চেষ্টা।
আজকে শুক্রবার হয় জুম্মার নামাজ শেষ করে প্রচন্ড গরমের অসস্তি নিয়ে লিখতে শুরু করলাম। প্রচুর কাজের ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে নতুন কিছু উপহার দিতে চলে আসলাম। এই সময়টা যেহেতু ধান কাটাকাটি সময় বাড়িতে এলে ধানগুলো বিভিন্ন ভাবে সংরক্ষন করতে হয় তাই আমাদের ধান এর কাজ শুরু হয়ে গেছে সে কারনে কয়েক দিন থেকে কাজের একটু চাপ
আজকে ৫ই মে রোজ শুক্রবার, বাংলা ২২এ বৈশাখ ১৪০০ বঙ্গাব্দ বছরের এই সময় টা বৈশাখ-জ্যৈষ্ঠ এই দুই মাস কে গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়। বাংলাদেশ ছয় ঋতুর দেশ তারমধ্যে গ্রীষ্মকাল বাংলাদেশের প্রথম ঋতু বছরের শুরুতেই বৈশাখ মাস নিয়ে এই ঋতুর শুরু হয়।
এই গ্রীষ্মকালে গ্রামবাংলায় কৃষকরা তাদের ফসলের জমি থেকে ফসল সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে। এই সময় বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে তারমধ্যে বিশেষ উল্লেখযোগ্য কিছু ফসল হচ্ছে ধান ও ভুট্টা। এই ভোটার বিভিন্ন জাত হয়ে থাকে জাত ভেদে ধান ও ভুট্টার আকার আকৃতি ও ফসল আসার সময় এর কমবেশি হতে পারে।
আজকে আমাদের ও ধান কেটে বারিতে নিয়ে আসা হয়েছে যদিও বেশি না অল্প কিছু জমির ধান কাটা হয়েছে।আজকেই আমাদের প্রথম ধান কাটা শুরু হলো।
গতকাল আমি ধানের জমিতে গিয়ে দেখতে পেলাম ধান পেকে গেছে এখন কেটে ফেলাই উত্তম তাই বিকেল এ বাজারে গিয়ে দিনমুজুর দেএ বলে আসলাম সকালে আমাদের ধান গুলা কেটে দিয়েন। তারা বল্লো আচ্ছা সকালেই কেটে দিবো নে।
পরের দিন সকাল সকাল তারা তাদের গুরুপ নিয়ে চলে আসে আর ধান কাটার কাজ শুরু করে।
সেই সময় আমি গ্রাম বাংলার সেই সোনালি ফসল এর জমি এবং সেখানে কৃষক দের অক্লান্তভাবে পরিশ্রম করার দৃশ্য ক্যমারা বন্দি করে নেই।
প্রতিটি ছবির নিছে তার বিবরন দেওয়া হলো।
এই ছবি টি তোলা হয় যখন তারা এসে কাজ শুরু করে সবে মাত্র দুই একজন জমিতে নেমে কাজ শুরু করলো তখন।
এই ছবি টি তোলা হয় যখন সবাই জমিতে নেমে একসাথে কাজ শুরু করব তখন।
এই ছবি গুলো তুলা হয় যখন সবাই যে জার জার কাজে ব্যস্থ তখন।ছবি গুল দেখেই বুঝা যাচ্ছে যে সবাই তখন কাজের ব্যস্ততার মধ্যে।
এই ছবি গুলো তখন তুলা হয় যখন খেতের কাজ শেষ করে ধান গুল মাথায় করে বারিতে আনতে শুরু করে তখন ছবি গুলো তে দেখতে পারতেছেন যে ধানের পুটলা গুল মাথায় করে নিয়ে যাচ্ছে। এর পর তারা সব কাজ শেষে চলে যায়।
এই ছবি গুলো তুলা হয় ধান মারাই কল দারা ধান গুল মারাই করার সময়।
ছবিতে দেখতে পারতেছেন যে কিছু লোক ধান গুল ধান মারাই কলে দিয়ে মারাই করে দিচ্ছে।
এই ভাবেই প্রকৃতি প্রদত্ত সম্পদের রুপ গত পরিবর্তন এর মাধ্য দিয়ে ব্যবহার উপযোগি করে তুলে গ্রাম বাংলার কৃষক রা।
আর বেশি কিছু লিখছি না আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগ পোস্ট নিয়ে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
আর বেশি কিছু লিখছি না।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
Rice harvesting is a hard work.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির মাঝে ধানের কিছু ছবি এবং সাথে দিনমজুর দিন দের নিয়ে আপনার জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে এসেছেন,,, এ দৃশ্য দেখতে যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর সুখী মানুষ হচ্ছে সেই কৃষক যে কৃষক জমি থেকে বাড়িতে ধান নিয়ে আসে।
আপনার জমি থেকে দিন মজুর দের নিয়ে ধান কেটে বাড়িতে নিয়ে এসেছেন,,, এবং দিন মুজুরীদের সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন,,,,,
আপনার পোস্টে পড়ে অনেক ভালো লাগলো কারণ প্রকৃতির মাঝে থেকে ফসল আরোহন করে ঘরে তোলা অত্যন্তই আনন্দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ধান মাড়াই কার্যক্রম শুরু করে দিয়েছেন, আপনি যে মেশিন টার ছবি দিয়েছেন সেটা আমাদের এখানে নাই।আমি আপনার পোস্ট এ প্রথম দেখলাম।
যাক আলহামদুলিল্লাহ আপনাদের কাজের দিন শুরু হয়েছে,
ধানের বোঝা মাথায় করে বাড়িতে নিয়ে আসে, আবার সেগুলো মাড়াই করছে দেখে আমার খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের প্রায় সব জায়গায় ধান কাটা কাজে লেগেছে কৃষকেরা তারা অনেক কষ্ট ও পরিশ্রম করে এই সোনালি ফসল ঘরে আনতে পারতেছে ৷ এই ধান বিক্রি করেই তাদের চাহিদা মেটাতে পারবে বাংলার কৃষেকেরা ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধানের মৌসুম উল্লেখ করে তুলেছেন আপনি এটা বেশ সুন্দর। এই মৌসুমগুলোতে সকলেই যেন এই সোনালী ধানগুলো হাসিমুখে বাড়িতে নিচ্ছে।
আপনি জুম্মার দিনে এই ধান এর বিষয়টি নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দিনমজুরদের বলে এসেছিলেন তারা গ্রুপ ভাবে চলে এসেছে। অক্লান্ত পরিশ্রমে তারা এই ধানগুলো কাটতেছে। তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই গানগুলো সংরক্ষণ করতেছে তার কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন।
অনেক অনেক ধন্যবাদ এই সোনালী ধানের কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit