Incredible India monthly contest March #04|My all-time favorite sport.

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20230330_161658.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ /আদাব
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সারা দিনের ক্লান্তি নিয়ে ইফতারের পর একটু লিখতে বসলাম।বলতো আজকের লেখালেখির প্রধান কারণ অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম খেলাধুলা বিষয়ক একটা প্রতিযোগিতা চলতেছে।প্রতিযোগিতার বিষয় হলো আপনার প্রিয় খেলা কি এবং কেন আপনি কি কখনো কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন তাহলে সেটি সবার সাথে শেয়ার করুন। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই বলতো আজকের লেখালেখি। কিছুদিন আগে আমি একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিলাম সেটারই অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

বরাবরের মত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিন্ন ধর্মী একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খেলাধুলা বিষয়ে।আমার প্রিয় খেলা কি এবং কেন সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে খেলাধুলা এমন একটি জিনিস এটি সবারই ভালো লাগে। যারা খেলাধুলা করে তাদের ভালো লাগে জারা করেনা তাদের ভালো লাগে। বিশ্বকাপ আসলেই বোঝা যায় সেটা। যেকোনো দিন মাঠে খেলেনি সেও খেলাধুলা নিয়ে মেতে উঠেছে নিজেদের মধ্যে দল ভাগাভাগি করে খেলাধুলা উপভোগ করে।

প্রশ্ন উত্তর,

১।সর্বকালের প্রিয় খেলা কি এবং কেন?

আমার সর্বকালের প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা। কারণ এটি একটি কোলাহলমুক্ত এবং মনোরম পরিবেশের খেলা। এ খেলাটি শান্তশিষ্ট ভাবে পরিচালিত হয়ে থাকে। এবং এই খেলার মাঠে কোন প্রকার গ্যাঞ্জাম ও দেখা যায় না।

২।আপনি কি কখনো কোন খেলায় অংশ নিয়েছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।

হ্যাঁ আমি অনেক খেলাতে অংশগ্রহণ করেছিলাম। লাস্ট টাইম একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অংশগ্রহণ করেছিলাম। এখন আমি আপনাদের মাঝে সেই অভিজ্ঞতা শেয়ার করব।
খেলার দিন সকালে বাড়ি থেকে সকালের নাস্তা করেই বেরোই। খেলা শুরু হওয়ার কথা ছিল বারোটার দিকে। তাই দশটার দিকে এই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাঠের উদ্দেশে বের হয়। এক ঘন্টার মধ্যেই মাঠে গিয়ে হাজির হই। গিয়ে দেখতে পাই মাঠের চারপাশে ময়দা দিয়ে লাইন দেওয়া হয়েছে বাউন্ডারির। এবং খেলার পৃষ্ঠার সুন্দর করে লাইন করা হয়েছে। প্রতিপক্ষ দলের প্লেয়ার গুলো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমরাও খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এদিকে দেখতে পেলাম সুন্দর করে সাজিয়ে অতিথিদের বসার জায়গা তৈরি করা হয়েছে এবং খেলার টপি গুলো সাজিয়ে রাখা হয়েছে। তাই আর দেরি না করে দুই দলের খেলোয়াড়রা মাঠে নেমে পরলাম। সব খেলোয়াড়রা মুখোমুখি হয়ে দাঁড়ালো সেই সময় কিছু ছবি তুলে নিলাম।

JIT_20230228_143215_lmc_8.4.jpg

আমাদের খেলাটি টস করার মাধ্যমে শুরু করে দিলেন জেলা শিক্ষা অফিসার। আমাদের ইস্কুল মাঠে খেলতে ছিলাম সেদিন তিনি ওই স্কুল ভিজিটে এসেছিলেন। তাই আমরা তাকে দিয়েই আমাদের খেলাটি উদ্ভাবন করে নিলাম। তিনি একটি কমেন্টস্ করার মাধ্যমে খেলা শুরু করার জন্য বলল। এবং আমাদের খেলা শুরু হওয়ার আগে তিনি নিজেই ব্যাট হাতে খেলার পিচএ দাড়ালেন এবং দুই-তিনটি বল খেললেন এবং বললেন তোমরা শুরু করো। আরো বললেন তোমাদের এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগলো। এখনকার সময় খেলাধুলা বিলুপ্ত হয়ে গেছে তোমাদের এই ক্রিয়া প্রেম দেখে খুবই ভালো লাগলো আমার। আর এই সমস্ত মুহূর্তগুলো ছবি আমি আমার নিজের ফোনে ধারণ করে নিয়েছিলাম ততক্ষণে সেই ছবিগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব।

JIT_20230228_163032_lmc_8.4.jpg

এই ছবি টি তোলা হয় বিজয়ি দলের অধিনায়ক এর হাতে তার প্লেয়ার দের মেডেল তুলে দেওয়ার সময়।

JIT_20230228_163016_lmc_8.4.jpg

এই ছবিটি তোলা হয়েছিলো যখন পরাজিত দলের প্লেয়ার দের মেডেল তাদের অধিনায়ক এর হাতে তুলে দেওয়া হয়।

JIT_20230228_162926_lmc_8.4.jpg

এই ছবিটি তোলা হয়েছিলো সেই মেস এর আম্পেয়ার কে মেডেল পরানোর সময়।

৩।আপনার সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব কে এবং কেন?

আমার পছন্দের খেলা ক্রিকেট হলেও, আমার সবচেয়ে পছন্দের ক্রীড়াব্যক্তিত্ব হল লিওনেল মেসি তিনি একজন ফুটবল খেলোয়াড়। বর্তমান সময়ের ফুটবলের রাজকুমার বলা হয় কাকে। সে আত্তন্ত দুর্দান্ত খেলে। তার ডিবলিং বল পাসিং কেক নেওয়ার স্টাইল খেলা ধরা এবং অধিনায়ক হিসেবে লিডারশীপ করা সব কিছুই আমার ভালো লাগে। এবং ফুটবল বিশ্বের সবধরনের অর্জনই তর আছে।
সে তার ভক্তদের সাথে কবি কৃতিত্বপূর্ণ আচরণ করে থাকে এবং প্রতিটা ভক্তকে গুরুত্ব দেয়। সেই জন্যেই আমার সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব লিওনেল মেসি।।

messi-gc7c40ec18_1920.pngsource

আজকের মত এখানেই শেষ করছি আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে।
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন ক্রিকেট খেলেছেন। সে বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরেছেন। এবং আপনার খেলোয়াড়দের মধ্যে সবচাইতে বিশেষ ব্যক্তিত্ব হচ্ছে মেসি এটা আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Loading...