বছরের শেষ প্রান্ত | | ৩১ ডিসেম্বর, ২০২৪

in hive-120823 •  last month 

আসসালামু আলাইকুম

শুরুতেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা♥️2025। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। নতুন বছরে সকালের শুরুতেই পোস্ট লিখতে বসেছি। তাহলে বন্ধুরা শুরু করা যাক:

new-years-day-9165860_1280.webp
Source

মনে হচ্ছে, এই তো কিছুদিন আগেই ২০২৪ সালের জানুয়ারি মাস শুরু হলো। আবার কোন দিক দিয়ে ডিসেম্বর মাস চলে এলো বুঝতেই পেলাম না। এই ২০২৪ সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কিছু দিয়েছে। যা মৃত্যুর আগ পর্যন্ত আমার পক্ষে ভুলা সম্ভব নয়। যতই দিন যায়, মানুষ ততোই বুঝতে শিখে।

কিন্তু মাঝে মাঝে পরিস্থিতির কারণে মানুষের ব্যবহার এবং সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। এসব কথা বলার পিছনে আমার অনেক কারণ আছে। তবে একটা কথা সবসময় বলা যায়, মানুষ মাত্রই ভুল। কিন্তু নিজের ইচ্ছাকৃত ভুল এবং নিজের অজান্তেই ভুল। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু নিজের ভুলগুলো শুধরে নিয়ে ভালোভাবে পথ চললেই জীবন সুন্দর।

IMG_20250101_000324.jpg

আমি খুবই ছোট্ট একজন কম বয়সের মানুষ। কিন্তু আমার ২২ বছরের জীবনে আমি অনেক কিছু শিখেছি এবং দেখেছি। এবং অনেক কিছুর সাথে মোকাবেলা করে আজকে এই পর্যন্ত এসেছি। ২০২৪ সাল আমার জীবনে অনেক ভালো কিছু দিয়েছে আবার অনেক কিছু হারিয়েছি।

তাই ২০২৪ সাল আমার জীবনে কখনো ভুলার মত নয়। গতবছরে অনেক কিছু পরিকল্পনা করে সিদ্ধান্ত করে রেখেছিলাম। কিন্তু আজ সেই সিদ্ধান্তের পুরোটাই ভিন্ন রকম চিত্র। ভেবেছিলাম ভালোভাবেই হয়তো ২০২৫ সালে পা রাখতে পারব। কিন্তু তা আর হলো না এবং কখনোই আর সম্ভব হবে না।

heart-3905176_1280.jpg
Source

তবুও আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি। ২০২৪ সালেই আমি বাড়ির বাইরে থাকা শিখেছি। যদিও অনেক বছর আগে থেকেই থাকি। কিন্তু সেটা বাড়ির কাছাকাছি। কিন্তু ২০২৪ সালে আমি সর্বপ্রথম বাসা থেকে অনেক দূরে চাকরি জীবন শুরু করি।

তবে আমার জীবনে একটি বিষয় গর্ব করে বলতে পারি। এই ২০২৪ সাল, দায়িত্ব কি জিনিস, সেটা আমাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। কারণ এই ২০২৪ সাল থেকেই নিজের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব নিতে শিখেছি। এছাড়াও আমার জীবনে আরো কিছু প্রিয় মানুষ ছিল। অনেক চিন্তাভাবনা ছিল, সব সময় একসাথেই থাকবো। কিন্তু সেটা আর হয়ে উঠল না।

font-1927174_1280.jpg
Source

একটা কথা আছে না, কিছু সময় মানুষ অনেক কিছু চাওয়ার সত্ত্বেও সেটা পায় না। তবুও আমার জীবনে আফসোস নেই। কিন্তু নিজের অজান্তেই মনের ভেতর একটা খারাপ লাগা কাজ করে। তবে, নিজে বুঝতে শিখেছি বলেই হয়তো আজকে এই পর্যন্ত তারপরও এসেছি। তবে আগামী দিনের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন আমার মা-বাবা এবং পরিবারের পাশে থাকার তৌফিক দেন।

দোয়া করি, এই পৃথিবীর প্রতিটি মানুষের আগামী বছর এবং আগামী দিনগুলো অনেক সুন্দর এবং ভালো কাটুক। সেই সাথে নিজের প্রিয় মানুষগুলোও ভালো থাকুক। সবসময় এই প্রত্যাশা রইল। শেষবারের মতো আবারও সবাইকে জানাই, নতুন বছরের শুভেচ্ছা 2025♥️।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বছর যে কখন চলে যায় বলাই মুশকিল। এই ২০২৫ সাল আপনার পরিবারের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।

প্রথমে আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। মনে হলো, এইতো কিছুদিন আগেই ২০২৪ সাল শুরু হল। আবার কোন দিক দিয়ে ২০২৪ সাল শেষ হয়ে ২৫ শে পা রাখল। আসলে সময় নিজের গতিতেই চলতে থাকে। কোন দিক দিয়ে দিন চলে গিয়ে রাত হয়ে যাচ্ছে আমরা টেরও পাচ্ছিনা। আপনার আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ

ভাই আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন ২০২৪ সাল যে কিভাবে কেটে গেলো আমরা ঠিক টের পেলাম না। ২০২৪ সালে আমরা রেখে গেছি অনেক স্মৃতি জড়িত ঘটনা। কারো স্মৃতি হয়তো মধুর ছিল, কারো বা স্মৃতি বিচ্ছেদে ভরা ছিল। পুরনো সব স্মৃতি ভুলে আমরা সবাই যেন ২০২৫ সাল ভালোভাবে কাটাতে পারি এটাই কাম্য।

ভালো থাকবেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

প্রথমে আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতেই মনে হলো ২০২৪ সাল শেষ হয়ে গেল। একটা কথা আছে না, সময় সবসময় নিজের গতিতেই চলে। ভালো-মন্দ নিয়েই মানুষের জীবন গঠিত। হয়তো অনেকেই ২০২৪ সালে অনেক কিছু হারিয়েছে এবং অনেক কিছু পেয়েছে।
যাইহোক, নতুন বছরে আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Loading...

একটি বছর কিভাবে অতিবাহিত হয়ে গেল সেটা সত্যি একটুও বুঝতে পারলাম না।। যদিও এই একটি বছরে আমি অনেক কিছু শিখেছি বুঝেছি।।। প্রতিটি মানুষের জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে আর এই পরিস্থিতি গুলো মানুষ কখনোই ভুলতে পারে না।।

২০২৪ সালে আপনি দায়িত্ব কি জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আসলে মানুষ বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই বুঝতে পারে।।

আমার কাছে মনে হয় এইতো কিছুদিন আগেই ২০১৪ সাল শুরু হলে আবার কোন দিক দিয়ে শেষ হলো টেরও পেলাম না। এটাই বাস্তব। আমাদের জীবন থেকে এত সময় পার হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না।
তবে এটা সত্য ঈদ ২০২৪ সালে অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি।
২০২৪ সাল আমার কাছে কখনোই ভুলার মত নয়।