ছুটির দিনে বাজার করার কিছু মুহূর্ত

in hive-120823 •  5 days ago 

আসসালামু আলাইকুম

আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছুটির দিনে বাজার করার কিছু মুহূর্ত শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :

20250117_020913_0000.png

Edit by canva

আজকে আমার সাপ্তাহিক ছুটির দিন ছিল। ছুটির দিন আসলেই আগের দিন রাত থেকেই একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যারা চাকরি করে সবারই একই অবস্থা। তবে আমার কাছে মনে হয়, ছুটির দিন আসলেই বেশি কাজ জমে যায়।

বিশেষ করে ব্যাচেলর জীবনে ছুটির দিনে অনেক কাজ থাকে। আমি বিগত কয়েকদিন থেকে বাসায় রান্না করে খাইতেছি এটা অনেকেই জানেন। তাই আগে থেকে চিন্তা করে রেখেছিলাম ছুটির দিনে বাজার করতে হবে। যদিও আগেই বাজার করার কথা ছিল, কিন্তু বেতন হয় নি, এজন্য আর বাজার করা হয়নি।

IMG_20250116_111511.jpg

যাইহোক, আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি। আমার ছুটির দিন ছিল। কিন্তু আমি যে বড় ভাইয়ের সাথে রান্না করে খাই ঐ ভাইয়ের বিকেলে উঠেছিল। বড় ভাইয়ের বিকেল ডিউটি হওয়ার কারণে বাজার করতে অনেক সুবিধা হয়েছে।

IMG_20250116_112614.jpg

সর্বপ্রথম ফ্রেশ হয়ে আমরা দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। যাওয়ার পথে আগে সকালের নাস্তা খেয়েছি। কেননা বাজার করা শুরু করলে নাস্তা করার সুযোগ পাবো না। আমাদের বাসা থেকে বাজার বেশি একটু দূরে নয়। তাই পায়ে হেঁটেই বাজারে চলে গিয়েছি।
যেহেতু আমরা দুজনেই বেতন পেয়েছি, তাই পুরো এক মাসের বাজার করার চিন্তা ছিল। কিন্তু পরে চিন্তা করলাম আমাদের বাসায় যেহেতু ফ্রিজ নেই। তাই মোটামুটি ১৫ দিন খাওয়ার মত বাজার করলে ভালো হবে।

IMG_20250116_114502.jpg

বাজারে গিয়ে আমরা সর্বপ্রথম মুদি দোকানে গিয়েছি। সেখানে গিয়ে চাল, ডাল, মসলা এবং প্রয়োজনীয় সবকিছু কিনেছিলাম। বর্তমানে চালের যে দাম একদম সাধ্যের বাইরে চলে গেছে। দিন দিন যেন চালের দাম বেড়েই চলেছে। কিন্তু কি আর করার, খেতে গেলে তো কিনতে হবেই।

IMG_20250116_120307.jpg

মুদি দোকানের কেনাকাটা শেষ করে আমরা সবজির দোকানে গিয়েছি। যদিও সবজি তেমন একটা কিনি নাই। কিন্তু মোটামুটি মাস চালানোর জন্য পিয়াজ, রসুন, আদা ও আলু নিয়েছিলাম। তবে মুদির দোকানের জিনিসপত্রের দামের তুলনায় সবজির দাম অনেকটাই কমেছে।

কিন্তু এসব বাজারের দাম হাতেগোনা কয়েকদিন কম থাকে। আবারো সেই আগের মত দাম বেড়ে যায়। বর্তমানে মধ্যবিত্ত পরিবারের সবকিছু কিনে খাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে।

IMG_20250116_120630.jpg

যাইহোক, সবজি কেনা শেষ করে আমরা মুরগি নিয়েছিলাম। মুরগির দাম মোটামুটি আগের তুলনায় একটু কমেছে। আর আমরা যেহেতু ব্যাচেলর তাই দোকান থেকে পরিষ্কার করে পিস করে নিয়েছি। যেন বাসায় এসে আবারো কষ্ট করতে না হয়।

শেষের দিকে এসে হঠাৎ করে তেল কেনার কথা মনে হয়েছে। যদিও মুদি দোকানের সবকিছু নিয়েছি কিন্তু তেল কেনার কথা ভুলে গিয়েছিলাম। পরে আবার দোকানে গিয়ে তেল নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এক লিটার সোয়াবিন তেলের মূল্য ১৭৫ টাকা। কিন্তু আমার কাছে ১৮০ টাকা নিয়েছে।

IMG_20250116_120949.jpg

তার কারণ হলো বর্তমানে নাকি তেলের সাপ্লাই নেই। এটা কিন্তু দোকানদাররা এক রকমের জুলুম করতেছে। আমার সাথে এই বিষয়টা নিয়ে দোকানদারের ভালই লেগেছিল। কিন্তু এসব বিষয়ে ভোক্তা অধিদপ্তরের নজর দেওয়া উচিত। যাইহোক, সব বাজার শেষ করে আমরা দুজনেই বাসায় চলে এসেছি।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

আপনার গত পোস্ট পড়ে অবগত ছিলাম যে নিজে রান্না করে খাওয়া শুরু করেছেন, আর নিজের রান্না করতে গেলে বাজারটাও তো নিজেরই করতে হবে তবে এটাও একটা ভালো দিক নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে।

শেখার কোন শেষ নেই তাই সবকিছু শিখে রাখাই ভালো প্রথম প্রথম বাজার করতে গিয়ে অনেক কিছু স্বপক্ষেই হতে হয় কোনটা নিব কোনটায় কতটুকু দিন যাবে কত কি হাজারো চিন্তা থাকে। তবে সবকিছু চিন্তাভাবনা করে করলে সেটা অনেক ভালই হয়,,

আর বাজারের যে হালচাল এটা বোঝা বড় কষ্ট বিশেষ করে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায় কখনো খানিকটা দাম কমে আবার এত বেশি বেড়ে যায় কোনটা রেখে কোনটা কিনব সেটা বোঝার উপায় থাকে না। যাইহোক ভালো লাগলো পোস্টটি পড়ে ধন্যবাদ।

কর্মজীবী মানুষের জন্য ছুটির দিন হচ্ছে খুবই স্পেশাল একটা দিন যেটাকে আমরা ঈদের দিন হিসেবে বলা যেতে পারে তারাই দিনটাকে অনেক বেশি সুন্দর ভাবে উদযাপন করে থাকে আপনিও ঠিক তাই করেছেন নিজের বন্ধুকে নিয়ে বাজার করতে গিয়েছেন সেখানে অনেকটা সময় পার করেছেন আসলে বর্তমান সময়ে সয়াবিন তেলের সাপ্লাই অনেকটাই কমে গেছে যার কারণে তারা আমাদের কাছ থেকে দিগুন টাকা নিয়ে থাকে আপনার কাছে তাও ৫ টাকা বেশি নিয়েছে আমাদের এখানে তো ২০ টাকা ২৫ টাকা বা তার চাইতেও অনেক বেশি টাকা নিয়ে থাকে অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।