আশা করি, সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ঘড়ির কাটায় রাত ৩টা ছুই ছুই। প্রতিদিনের মতো আজকেও এই সময় পোস্ট লিখতে বসেছি। আজকে সারাদিনের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক:
আলহামদুলিল্লাহ আজকে ঘুম থেকে উঠেছি সকাল ৭টা নাগাদ। শীতের সকালে এত সকালবেলা ঘুম থেকে উঠা এক প্রকার যুদ্ধ করা। কিন্তু কিছুই করার নেই। সপ্তাহে দুইদিন সকাল ডিউটি থাকে। এই দুইদিন একটু কষ্ট করতেই হয়।
আমার মনে হয়, প্রতিটি মানুষই কিছু কিছু সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে বন্দী হয়ে থাকে। যেখানে চাইলেও কিছু করার থাকে না। যাইহোক, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি। বাসার এক বড় ভাইয়েরও আজকে সকাল ডিউটি ছিল। তাই দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়েছি। পরে ভাই'সহ অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি।
অফিসে যাওয়ার পথে আজকে অনেক বেশি ঠান্ডা লেগেছিল। যদিও তেমন কুয়াশা ছিল না, কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। আর চাঁদপুর নদী অঞ্চল হওয়ার কারণে অনেক বেশি বাতাস হয়। আলহামদুলিল্লাহ যথাসময়ে অফিসে পৌঁছেছি। পরে এক এক করে সব মেশিন চালু করেছিলাম।
এরকম শীতের সকালে তেমন একটা রোগী আসে না। পরে অবসর সময় সকালের নাস্তা খাওয়ার জন্য বাইরে গিয়েছি। নাস্তা খেয়ে আসার কিছুক্ষণ পরেই খালা চা-নাস্তা দিয়েছিল।
শীতের দিনে চা খেতে বেশ ভালোই লাগে। চা খেয়ে নিজের কাজে ব্যস্ত ছিলাম। আবারো অবসর সময় কিছুক্ষণ টিভি দেখেছি। মাঝে মাঝে টিভিতে এরকম নিউজ দেখতে ভালই লাগে। অন্ততপক্ষে আপডেট সব নিউজ পাওয়া যায়।
আজকে যে কয়েকটা কাজ হয়েছে সবগুলোই ঝামেলা ছিল। এর মাঝে আমার ইনচার্জ ভাই আমাকে ফোন দিয়েছিল। যদিও ভাইয়ের বিকেল ডিউটি ছিল। কিন্তু একটা সমস্যার জন্য ফোন দিয়েছিল। গত দিনে ঢাকার কিছু স্যাম্পল সফটওয়্যারে ডেলিভারি দেওয়া হয়েছে।
কিন্তু একটা রিসিভ নিয়ে একটু ঝামেলা ছিল। মূলত সেটার জন্যই ভাই ফোন দিয়ে আমাকে সফটওয়্যারে ডেলিভারি করে দিতে বলেছিল। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই ডেলিভারি করে দিয়েছি।
যাইহোক, আজকে আমার ডিউটি ছিল বিকাল তিনটা পর্যন্ত। মোটামুটি তিনটা পর্যন্ত কাজ করে অফিস থেকে বের হয়েছি। আজকে আগে থেকেই চিন্তা ছিল, অফিস থেকে আসার পথে সেলুনে গিয়ে চুল কাটাবো। একটা বিষয় খুব ভালো লেগেছে, সেলুনে যাওয়া মাত্রই সিরিয়াল পেয়েছিলাম।
সেলুনে চুল কাটানোর পর সোজা বাসায় চলে এসেছি। এরপর তাড়াতাড়ি গোসল করে ঘুমিয়ে ছিলাম। সকাল ডিউটি করলে তেমন একটা ঘুম হয় না। ঘুম হয় ঠিকই, কিন্তু আমরা সবাই ঘুমাতে দেরি করি। ঘুম থেকে উঠে ল্যাপটপে কিছুক্ষণ গান শুনেছিলাম।
এরপর রাতে খাওয়ার সময় হলে আবারো অফিসে গিয়েছি। খাওয়া শেষ করে ল্যাবে গিয়েছিলাম। পরে বড় ভাইকে ল্যাব বন্ধ করাতে একটু সাহায্য করেছি। এরপর সবাই মিলে একসাথে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে এই পর্যন্ত ছিল।