আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে সারাদিনের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :
আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তবে ঘুম থেকে উঠার একটা বিশেষ কারণ ছিল। আপু আমার সাথে দেখা করার জন্য দুই দিনের ছুটি নিয়ে এসেছিল। আজকে ছুটি শেষ হয়েছে এবং সকালবেলা বাড়ি থেকে অফিসে গিয়ে ডিউটি করতে হবে। আমার আপুর অফিস ছিল সকাল ৯:০০টার সময়।
যেহেতু বাসা থেকে ২ ঘন্টার পথ, তাই আপু সকাল ৬:০০টা নাগাদ বের হয়েছিল। আমি আপুকে বাস স্ট্যান্ড পর্যন্ত মোটরসাইকেলে পৌঁছে দিয়েছি। সকালবেলা বেশ ভালোই শীত এবং কুয়াশা ছিল। তবে গ্রামের এই সকালবেলার কুয়াশাচ্ছন্ন আবহাওয়াটা অনেক আনন্দময়। আলহামদুলিল্লাহ বাসস্ট্যান্ডে পৌঁছা মাত্রই আপু বাস পেয়েছে। আপুকে বাসে তুলে দিয়ে আমি ভালোভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।
বাসায় আসার পর অনেক বেশি ঠান্ডা লেগেছিল। কারণ রাস্তায় মোটর সাইকেল চালালে অনেক বেশি ঠান্ডা লাগে। যাইহোক, বাসায় আসার পর দেখি মা আমার জন্য নাস্তা বানাচ্ছে। পরে আমিও আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি। মা আমার জন্য আজকে গরম গরম রুটি এবং গরুর মাংস রান্না করেছিল। মায়ের হাতে রান্নার কখনো তুলনা হয় না।
নাস্তা খাওয়ার পর আমি সেলুনে চুল কাটাতে গিয়েছি। কারন আমাকেও আবার একদিন পর চলে যেতে হবে। সত্যিই দেখতে দেখতে ৪ দিন শেষ হয়ে গেল। কিন্তু কিছুই করার নেই, আবারো নিজ কর্মস্থলে ফিরে যেতে হবে। সেলুনে যাওয়া মাত্রই সিরিয়াল পেয়েছি। পরে চুল কাটানোর পরে অবারো বাসায় চলে এসেছি।
বাসায় আসার পর আজকেও মা আমাকে জাম্বুরা খেতে দিয়েছিল। তবে আজকে চিন্তা করেছি এমনিতে জাম্বুরা না খেয়ে, জাম্বুরার ভর্তা বানাবো। পরে যেই কথা, সেই কাজ। জাম্বুরার ভর্তা বানানোর পরে মা খেয়ে বলেছিল অনেক স্বাদ হয়েছে।
জাম্বুরার ভর্তা খাওয়ার পরে দুপুরে গোসল করেছি। গোসল করে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। আর তো একটাই দিন বাকি আছে ,কালকে আবারো চলে যেতে হবে। তাই আজকে ইচ্ছে মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ৫:০০ টা বেজে গিয়েছে। পরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পার্বতীপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি।
বাজারে যাওয়ার কারণ হলো আমার কিছু কেনাকাটা বাকি আছে। কেনাকাটা বলতে আমার মেসের রুমের বিছানার চাদর কিনেছি। তবে তুলনামূলক দাম বেশিই ছিল। শুধু কাপড় নয়, বর্তমানে সব কিছুর দাম অনেকটাই বেশি।
বাজারে সব কাজ শেষ করে বড় ভাইসহ হোটেলে নাস্তা খেয়েছি। বড় ভাইয়ের বাসা আমাদের বাড়ির পাশেই। বাজারে একা যেতে ইচ্ছে করছিল না, এজন্যই বড় ভাইকে সাথে নিয়ে গেছিলাম। নাস্তা খাওয়া শেষ করে আবারও বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়েছি। পরে প্রতিদিনের মতো পোস্ট লিখতে বসেছি।
আপনি অনেক দিন পর বাড়িতে বেড়াতে এসেছিলেন আজ আপনার ছুটির দিন শেষ। চাকরি জীবনে নিজের ইচ্ছা মতো বেড়ানো সম্ভব হয় না। তাই আপনাকে সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসের উদ্দেশ্যে।
শীতের সকালে কুয়াশাচ্ছন্ন থাকায় মোটর গাড়ি চালানো অনেক বেশি রিস্কি কারন সামনের রাস্তা ভালো ভাবে দেখা যায় না। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit