আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে গতকালকের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :
আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো গতকালকে সকাল ১০টা নাগাদ ঘুম থেকে উঠেছি। গতকালকে অন্যান্য দিনের তুলনায় পুরো দিনটি ভিন্ন রকম কেটেছে। তার কারণ হলো গতকালকে আমার সাপ্তাহিক ছুটির দিন ছিল। অনেকদিন পর সাপ্তাহিক ছুটি পেয়ে ভালোই লেগেছে।
ছুটির দিন ছিল তারপরও সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠেছি। কারণ গত কয়েকদিন একটানা কাপড় পরিষ্কার করার সুযোগ হয়নি। তাই ভেবেছি যেহেতু ছুটির দিন, সব কাপড় পরিষ্কার করতে হবে। বাইরেও খেয়াল করলাম বেশ ভালোই রোদ উঠেছে।
পরে যেই কথা সেই কাজ, ঘুম থেকে উঠেই কাপড় ভিজিয়ে রেখেছি। তার থেকেও একটা বড় বিষয় হলো, গতকালকে শুধু আমার ছুটির দিন ছিল না। আমরা বাসায় যে কয়েকজন থাকি, তিনজনের সাপ্তাহিক ছুটির দিন ছিল। একসাথে সবারই ছুটির দিন, আপনারা তাহলে বুঝতেই পারছেন কি রকম আড্ডা এবং মজা হয়েছে।
কাপড় ভিজিয়ে রাখার পর তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর রুমে নাস্তা নিয়ে আসা ছিল, সেগুলো দিয়েই নাস্তা সেরেছি। এরপর মোটামুটি এক ঘন্টা ফোন চালিয়েছি। পরে সব কাপড় পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়েছিলাম।
ছাদে যাওয়ার পর রোদের তাপমাত্রা দেখে তো আমি একদম অবাক। রোদের এতই তাপমাত্রা ছিল যা বলার মত নয়। মানে সূর্যের দিকে তাকাবো এমন অবস্থা ছিল না। কাপড় শুকাতে দেওয়ার পর রুমে এসে মোটামুটি দুপুর পর্যন্ত সবাই মিলে আড্ডা দিয়েছি।
আসলে প্রত্যেক দিনই সবার ডিউটি থাকে, সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হয় না। অনেকদিন পর সবাই মিলে আড্ডা দিয়ে বেশ ভালোই লেগেছে। তবে একটানা ডিউটি করার মাঝে হঠাৎ ছুটির দিন কেন জানি সময় কাটতেই চায় না। যাইহোক, দুপুরের দিকে গোসল করে মেসে খেতে গিয়েছিলাম।
দুপুরের খাবার খেয়ে চলে আসবে ঐ সময় ল্যাবে বড় ভাই ডেকেছিল। বড় ভাই সকাল ১১ টার সময় ডিউটিতে এসেছে। কিন্তু দুপুরে খাইতে যাওয়ার সুযোগ পাইনি। পরে বড় ভাই আমাকে কিছুক্ষণ কাজ করতে বলেছে, তিনি যেন বাসায় খেয়ে আসতে পারে।
যদিও আমার ছুটির দিন ছিল, কিন্তু বড় ভাই যেহেতু দুপুরে খাবার খাইনি, তাই ওখানে কিছুই বলার ছিল না। বড় ভাইকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি। বড় ভাই আসার পরেও ভাইয়ের সাথে বেশ কিছু সময় কাজ করেছি। মোটামুটি সব কাজ গুছিয়ে দিয়ে পরে বাসায় চলে এসেছি। বাসায় এসে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল।
পরে সবার সাথে মোটামুটি রাত ৯টা পর্যন্ত আড্ডা দিয়েছি। এরপর আবারো রাতের খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম। খাবার খেয়ে আসার সময় সবাই মিলে একসাথে চা খেয়েছি। রাতের বেলায় একসাথে চা খাওয়ার আড্ডাটা আমার কাছে ভালোই লাগে।
আলহামদুলিল্লাহ, আপনার দিনটি পড়ে খুব ভালো লাগলো। সাপ্তাহিক ছুটির দিনগুলো সত্যিই অন্যরকম, বিশেষ করে যখন সবার ছুটি মিলে যায়। ঘরোয়া আড্ডা, কাজের ফাঁকে ফুরফুরে সময় কাটানো, এবং একসাথে চা খাওয়ার মজাটা সত্যিই অসাধারণ।
কাপড় ধোয়া থেকে শুরু করে দুপুরের খাবারের পরে বড় ভাইকে সাহায্য করা পর্যন্ত আপনার পুরো দিনের পরিকল্পনা এবং কাজগুলো দেখেই বোঝা যায় আপনি কতটা দায়িত্বশীল। ছুটির দিনেও সময়টা উপভোগ করার পাশাপাশি অন্যের প্রতি সহায়ক মনোভাব সত্যিই প্রশংসার।
আর রাতের আড্ডা আর চা এগুলো তো আমাদের দিনগুলোকে আরও বিশেষ করে তোলে। ধন্যবাদ সুন্দর একটি দিন আমাদের মাঝে শেয়ার করার জন্য, আল্লাহ আপনার প্রতিটি দিন এমন আনন্দময় করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাচেলর জীবনে থাকলে নিজের কাজ সব সময় নিজেকেই করতে হয়। এখানে তো আর মা বাবা ভাই বোন নেই যে আমার কাজ তারা করে দিবে। আর ইনশাআল্লাহ আমি সব সময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আমরা কম বেশি সবসময়ই বাইরে চা খেয়ে আড্ডা দেই। আসলে চা খাওয়ার আড্ডাটা অনেক আনন্দ জনক।
আমার পোস্ট পরে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছুটির দিনটা খুবই আনন্দদায়ক এবং সুন্দরভাবে কেটেছে! সবার সাথে আড্ডা দেওয়া, কাজ করা, এবং একসাথে চা খাওয়া—এসব মুহূর্ত সত্যিই অনেক মূল্যবান। মাঝে মাঝে একসাথে সময় কাটানো অনেক বেশি মানে রাখে, আর সেটা যখন ছুটির দিন হয়, তখন তো আর কথা নেই। আশা করি ভবিষ্যতেও এমন আরও সুন্দর দিন কাটবে। ভালো থাকবেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছুটির দিন মানেই একদম অন্যরকম একটা দিন। বিশেষ করে ছুটির দিনে একসঙ্গে আড্ডা দেওয়া বাইরে চা খেতে যাওয়া। তবে আমার কাছে মনে হয়, প্রতিটি মানুষেরই সপ্তাহে একদিন ছুটি কাটানো উচিত। কারণ এক সপ্তাহ ডিউটি করার পরে একদিন ছুটি পেলে মনটা ফ্রেশ থাকে। ছুটির দিনে আমরা সব সময় একসাথে আড্ডা দিয়ে থাকি।
আমার পোস্টে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit