আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকের কার্যক্রম শেয়ার করব। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :
আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকে ঘুম ভেঙেছে সকাল ৭টা নাগাদ। যদিও সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছুই করার নেই। চাকরি জীবনে অনেক কিছুই ইচ্ছা না থাকার সত্তেও করতে হয়। সকাল ডিউটি থাকলে ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়ে যায়।
ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি। আমরা বাসায় যে কয়েকজন মিলে থাকি, সবারই আজকে সকাল ডিউটি ছিল। আমাদের মাঝে আবার একটি বিষয় আছে, ঘুম থেকে যে আগে উঠবে, সে এক করে সবাইকে ডেকে তুলবে। যাইহোক, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি।
আজকে সকালবেলা তেমন একটা ঠান্ডা ছিল না। কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। আর শীতের সকালে রাস্তাঘাট ফাঁকা থাকাটাও স্বাভাবিক। শুধু কয়েক জনকে রাস্তাঘাটে পাওয়া যায়, যারা অফিসের উদ্দেশ্যে ছুটছে।
আলহামদুলিল্লাহ অফিসে পৌঁছে সোজা ল্যাবে গিয়েছি। তবে অফিসে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। কিন্তু এত সকালবেলা রোগীর তেমন চাপ থাকে না। কিন্তু সকালবেলা কিছু রোগী খালি পেটে ডায়াবেটিস টেস্ট করার জন্য আসে। ল্যাবে কিছুক্ষণ বসে থাকার পর সব মেশিন চালু করেছি। এরপর ঢাকার কিছু রিপোর্ট ফাইনাল হয়েছে সেগুলো প্রিন্ট করেছি।
আমরা ঢাকায় যে স্যাম্পল পাঠাই সেগুলো কাজ করে আগের দিন রাতে অনলাইনে সাবমিট করে রেখে। সেগুলো পরের দিন সকালে আমাদেরকে প্রিন্ট দিয়ে রোগীদের দিতে হয়। আজকে সকালবেলা বাইরে কিছু নাস্তা খেতে পারিনি, তাই অফিসে বসেই সকালের নাস্তা সেরেছি। আর হ্যাঁ! বর্তমানে আমি বাইরের খাবার খাওয়া বন্ধ করেছি। দিন দিন কেন জানি, অসুস্থ হয়ে যাচ্ছি।
মোটামুটি দুপুর পর্যন্ত বেশ ভালই কাজ হয়েছিল। ল্যাবে আমার একার ডিউটি ছিল তাই সব কাজ একাই সামলাতে হয়েছে। সিনিয়র ভাইদের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমার একার সামলাতে হয়। তবে আরও এক ভাই ছিল তিনি স্যাম্পল কালেকশনে ছিলেন। মোটামুটি দুপুর একটা পর্যন্ত কাজ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি।
যদিও দুপুর তিনটা পর্যন্ত ডিউটি ছিল, কিন্তু একটু আগে বাসায় গিয়েছি। এর কারণ হলো বাসায় গিয়ে রান্না করে খেতে হবে। আর হ্যাঁ! বাসায় যাওয়ার পথে বাজার থেকে কিছু সবজি নিয়েছি। রান্না করে খাওয়া আসলেই অনেক কষ্টকর। আলহামদুলিল্লাহ বাসায় এসে দুপুরের রান্না করেছি। এরপর গোসল করে দুপুরের খাবার খেয়েছিলাম।
দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে ঘুমিয়েছি। সকালবেলা ডিউটি থাকলে বিকেলে না ঘুমালে ভালো লাগেনা। ঘুম থেকে উঠে দেখি রাত ৮টা বেজে গিয়েছে।
আজকে আমাদের রংপুর বনাম রাজশাহীর বিপিএল খেলা ছিল। কিন্তু দুঃখজনক আজকের খেলাটা এরকম হবে একটুও আশা করিনি। এত কম রানের টার্গেটেও রংপুর হেরে যাবে এটা মেনে নিতে পারিনি। খেলা দেখা শেষ করে রাতের খাবার খেয়ে পোস্ট লিখতে বসেছি।
পোস্টটি খুব সুন্দরভাবে সাজানো এবং দিনশেষে আপনার কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা বেশ উপভোগ্য। অফিসের ব্যস্ততা, রান্নার ঝামেলা, আর সন্ধ্যার খেলা দেখা সবকিছুই খুব বাস্তবধর্মী লেগেছে। রংপুরের হারের দুঃখটাও বোঝা গেল। ভবিষ্যতে আরও এমন সুন্দর লেখা আশা করছি। শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম জেনে খুশি হলাম, আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে। ব্যাচেলার চাকরিজীবন এরকমই। তার উপর আবার রান্না করা ঝামেলা তো আছেই। সকালবেলা উঠে রান্নাবান্না করে সময় মত ডিউটি করা আসলে অনেক কষ্টকর।
নিজের জেলা যদি হেরে যায় তাহলে তো খারাপ লাগবে এটা তো স্বাভাবিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিগত দুই দিন মোটামুটি ঠান্ডা পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে আসলে শীতের সকালে রাস্তার মধ্যে মানুষ পাবেন না এটা স্বাভাবিক এত সকালে তো আর কেউ ঘর থেকে বের হয় না সবাই নিজেদের মতো করে শীতের সকালটাকে উপভোগ করার চেষ্টা করে।
আগের দিন রাতের বেশ কিছু কাজ ছিল সেগুলো আগে সম্পূর্ণ করে নিয়েছেন আর বাহিরের খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন বিষয়টা দেখে বেশ ভালই লাগলো আসলে বাহিরের খাবার আমরা শখ করে খাই কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিজে রান্না বান্না করে খাবার খাচ্ছেন সেটা দেখে আরো বেশি ভালো লাগলো যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিগত কয়েকদিন আগে চাঁদপুরেও বেশ ভালোই ঠান্ডা ছিল। কিন্তু এখন আগের তুলনায় অনেক কান্ড কমে গেছে এখন গরমের আবাস পড়েছে।
বাইরের খাবার খেলে আমার অনেক ধরনের সমস্যা হচ্ছে। যার কারণে বাইরের খাবার খাওয়া বাদ দিয়েছি।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ডিউটি সকালে ছিল তার মানে হল আপনার একেক দিন একেক সময় ডিউটি হয়ে থাকে।।। নিজেই রান্না বান্না করতে হয় তাই ডিউটিতে গেলেও বাসায় আসতে হবে আবার রান্না করে খেতে আসলে ছেলেদের রান্না করা অনেক বেশি কষ্টকর।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের ডিউটিগুলো সব রোস্টার অনুযায়ী হয়। সকাল শিফট এবং বিকাল শিফট হয় এমনকি মিডিল সময়ও ডিউটি করতে হয়।
ডিউটির ফাঁকে রান্না করে খাওয়াজে কতটা কষ্ট একমাত্র যারা খায় তারাই বলতে পারবে।
তারপরেও সব মিলে নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি।
আপনার মন্তব্য পরে অনেক ভালো লাগলো ভাই। আপনার জন্য ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit