প্রথমেই আমি এডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য। কন্টেস্টের প্রতিটি প্রশ্ন আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আমি চেষ্টা করব, আমার নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক:
Do you love surprises or planned things to follow in your life? Share reasons behind your choice!
আমরা কমবেশি প্রত্যেকেই সারপ্রাইজ পেতে পছন্দ করি। তবে অনেকেই সারপ্রাইজ পাওয়ার পাশাপাশি প্রিয়জনকে সারপ্রাইজ দিতেও পছন্দ করে। আমার নিজের ক্ষেত্রেও দুটোই পছন্দের। তবে আমার কাছে মনে হয়, পরিকল্পিতভাবে কোন কাজ করার থেকে। হুট করে সিদ্ধান্ত নিয়ে কোন কাজ করাই সবথেকে বেশি ভালো হয়।
বিশেষ করে, আমার বন্ধুদের সাথে হুট করে কোথাও ঘুরতে যেতে বেশি ভালো লাগে। পরিকল্পিতভাবে ঘুরতে যাওয়ার থেকে, এভাবে হুট করে যাওয়াটাই। আমার কাছে সব থেকে বেশি আনন্দের মনে হয়। তবে হ্যাঁ! জীবনের কিছু বিষয় আছে যেগুলো হুট করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়।
এটার সবথেকে বড় উদাহরণ হল নিজের ভবিষ্যৎ। কারণ ভবিষ্যতের জন্য চাইলেও কেউ হুট করে কোন সিদ্ধান্ত নিতে পারে না। এজন্য আমার কাছে মনে হয়, জীবনে চলার জন্য সারপ্রাইজ এবং পরিকল্পিত সিদ্ধান্ত দুটোই দরকার আছে।
What are the pros and cons in both cases? Describe.
প্রতিটি জিনিসেরই ভালো এবং খারাপ দুটি ঠিক রয়েছে। কারণ সবকিছু যদি একই নিয়মে চলতো। তাহলে এই পৃথিবীতে মানুষ বলে আর মানুষ থাকত না। সারপ্রাইজ জিনিসটা পুরোটাই অনিশ্চিত। কাউকে সারপ্রাইজ দেওয়ার পর সেটা কিভাবে সে গ্রহণ করবে, সবারই সেটা অজানা।দেখা যায়, হুট করে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি আনন্দ হয়ে থাকে। কিন্তু যদি কোন সমস্যার সম্মুখীন হলে, সেটা মুহূর্তেই মাটি হয়ে যায়।
ঠিক তেমনি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ও এরকম। ভালো এবং খারাপ দুটো দিক রয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই পরিকল্পিত কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কারণ বেশিরভাগ সময়ের ক্ষেত্রে পরিকল্পিত কাজে সফলতা বেশি দেখা যায়। কিন্তু হ্যাঁ! এখানে একটা কথা থেকেই যায়, পরিকল্পিতভাবে কাজ করলেই যে, সবাই সফলতা পাবে এমনটা নয়। তবে, পরিকল্পিত কাজের সফলতা অনেকটাই নিশ্চিত।
Share your memorable stories related to surprise and planned things or occasions.
আমার এখনো মনে আছে, ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর। যেদিন আমার মেডিকেল লাইফের শেষ দিন ছিল। অর্থাৎ আমাদের বিদায় মুহূর্তের দিন। ঐ দিনের আগেও আমার অনেক বন্ধুবান্ধব কলেজ থেকে একবারে বিদায় নিয়ে চলে গেছিল।
কিন্তু আমরা একই ডিপার্টমেন্টের পাঁচজন খুব কাছের বন্ধু ছিলাম। সবারই চিন্তা ছিল, আমরা একই দিনে কলেজ থেকে বিদায় নিব। সেদিন সবার অনেক মন খারাপ ছিল। কিন্তু মন খারাপ করেও বা কি লাভ । সবাইতো এক জায়গায় সারাজীবন থাকবো না। যাইহোক, সেই দিন, আমার দুইজন বন্ধু বাকি তিনজনকে অনেক সুন্দর একটি উপহার দিয়েছিল।
যদিও জিনিসটার দাম বেশি ছিল না। কিন্তু উপহার হিসেবে অনেক দামি ছিল। উপহারটি ছিল আমাদের পাঁচজনের একসাথে তোলা একটি ছবি। ছবিটি অনেক সুন্দরভাবে এলবামের ভিতর বাধাই করা ছিল। এই ছবিটি আমার রুমে এখনো টানানো আছে। সত্যিই এই উপহারটি আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে।
কিছুদিন আগেই আমি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঢাকায়। ঘুরতে যাওয়ার পোস্ট আমি এর আগেই শেয়ার করেছিলাম। ঢাকায় আমার অনেক বন্ধুবান্ধব চাকরি করে। আমার নিজের কিছু কাজ ছিল। আর সব বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য এবং ঘুরার জন্যই গিয়েছিলাম। সবার সাথে দেখা করে এবং আড্ডা দিয়ে বেশ ভালই লেগেছিল। আবার নিয়মাফিক যেদিন আমার চলে আসার তারিখ ছিল। সেদিন আবার বাড়িতে চলে এসেছিলাম।
Have you ever been unsuccessful after planning things? Share your story if any.
একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। সেরকম আগে থেকে বুদ্ধি করে কোন কাজ করার চিন্তা করলেই, সেটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এদিক দিয়ে আমি উদাহরণ দিব আমার নিজের পরিবার। পরিবারে কিন্তু অনেক বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু দেখা যায়, দিন শেষে কিছু কাজে সফলতা আসে আর কিছু কাজে ব্যর্থ হই। কিছুদিন আগেই আমাদের বাড়ির কিছু কাজ করানোর কথা ছিল। আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল, ঈদের পরে কাজ শুরু করব। কিন্তু ঈদের পরে অন্য একটি ঝামেলার কারণে আমাদের সিদ্ধান্তটি পরিবর্তন হয়। আসলে এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে বিষয়বস্তুর উপর।
কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি আমার তিনজন বন্ধুকে @mdshain111, @mukitsalafi ও @sabus এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আপনাকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাকেই কনটেস্টে আমন্ত্রণ জানানোর জন্য।। সত্যি সারপ্রাইজ পেতে অনেক ভালো লাগে,, সেই সাথে সারপ্রাইজ মানুষকে দিতেও নিজের মধ্যে আনন্দ কাজ করে।। আজকে আপনি এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের খুবই চমৎকার ভাবে উত্তর দিয়েছেন পড়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা প্রত্যেকেই কমবেশি সারপ্রাইজ পেতে পছন্দ করি। কিন্তু বাকি কতজন মানুষ সারপ্রাইজ দিতে পছন্দ করে তা আমার সঠিক জানা নেই।
তবে আপনার অন্য কাউকে সারপ্রাইজ দ্বিতীয় ভালো লাগে জেনে খুব ভালো লাগলো।
প্রতিযোগিতার প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম সঠিক প্রতিটি মানুষ সারপ্রাইজ পেতে পছন্দ করলেও দিতে অনেকেই পছন্দ করে না।। আমি অনেকদিন হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিটা প্রতিযোগিতা অংশগ্রহণ করার।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 7
Congratulations! Your post has been upvoted through steemcurator09.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sduttaskitchen Thank you so much mam.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপহার সর্বদাই মূল্যবান। ঐরকম একটা মূহুর্তে উপহার পাওয়াটাতো সেরা বিস্ময় ভাই। আপনার পাওয়া এই সারপ্রাইজ উপহার যেটা মনে রাখার মতো।
হুম, পরিকল্পনা করার পূর্বে বিষয়বস্তু, সময় আরো অনেক কিছু মাথায় রেখে পরিকল্পনা করতে হয়। নচেৎ পরিকল্পনা অনুযায়ী কাজ করা ও প্রত্যাশিত ফলাফল পাওয়াটা দুষ্কর।
তবে ভাই, প্রতিযোগিতায় উল্লেখিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু ভালো ছিল যেখানে আমি আপনার নিজের জীবনের বাস্তব অনেক ঘটনা পেয়েছি। এই প্রতিযোগিতায় আপনার সফলতা প্রার্থনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের পাঁচজনের বন্ধুত্বটা অনেক ঘনিষ্ঠ ছিল। আমরা সবাই বিভিন্ন জায়গায় চলে যাব এজন্য সবারে অনেক মন খারাপ ছিল। সবার কাছেই যেন পাঁচ জনের একটা শেষ স্মৃতি থাকে এজন্যই অনেক সুন্দর একটি উপহার দিয়েছিল। আসলেই উপহারটি আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সব থেকে আরেকটি বিষয় হলো উপহারকে কখনো দাম দিয়ে বিচার করতে হয় না
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সবাই কম বেশি সারপ্রাইজ পেলে খুশি হয়ে থাকি। আবার কেউ কেউ প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে অনেক বেশি পছন্দ করি। তবে আমার কাছে মনে হয় আমরা যদি নিজেদের চিন্তা এবং বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে। জীবনের চলার পথকে সহজ করি। সেখানে কিছুটা হলেও সফলতা অর্জন করা সম্ভব।
এটা আপনি একদমই ঠিক বলেছেন আমরা যখন কাউকে সারপ্রাইজ দেবো। তখন সে কিভাবে সেটাকে নেবে সেটা একেবারেই তার উপরে নির্ভর করে। তবে চিন্তা ভাবনা করে যে কোন কাজ করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। হয়তোবা বিষয়বস্তুর উপর নির্ভর করে কিছু কিছু জিনিস এলোমেলো হয়ে যায়। কিন্তু জীবনে চিন্তাভাবনা করার মাধ্যমে এগিয়ে যাওয়া টাই উওম। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আমরা প্রত্যেকটি সারপ্রাইজ পেতে পছন্দ করি। কিন্তু সারপ্রাইজ কাউকে দেওয়ার ক্ষেত্রে, যাকে দিব সে কেমন ভাবে গ্রহণ করবে সেটা মূলত তার উপরই নির্ভর করে।
তবে আমার কাছে মনে হয় কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাহলে সেই কাজে সফলতা পাওয়ার আশংকা বেশি থাকে।
সত্যি আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit