প্রথমেই এডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবারের কনটেস্টে এত সুন্দর একটি বিষয়বস্তু নির্বাচন করার জন্য। গতবারের কনটেস্টে একটু ব্যস্ত থাকার কারণে অংশগ্রহণ করতে পারিনি। তাই ইনশাআল্লাহ আজকে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছি। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :
কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি আমার তিনজন বন্ধুকে @mdshain111, @mukitsalafi ও @sabus এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
"As per your viewpoint, which three qualities all humans should carry within?" |
---|
সর্বপ্রথম কথা হলো আমরা মানুষ। সমাজে বিভিন্ন রকমের মানুষ রয়েছে। তবে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের মাঝে বিভিন্ন রকমের গুণ সৃষ্টি করে দিয়েছে। তবে সেটা ভালো হোক কিংবা খারাপ। যে মানুষের মাঝে ভালো গুণ রয়েছে তাকে সবাই ভালো বলে এবং যার মাঝে খারাপ গুণ রয়েছে সে খারাপ বলেই সমাজে পরিচিত।
যাইহোক, একটা মানুষের মাঝে অনেকগুলো গুণ থাকলেও কনটেস্টের উল্লেখিত বিষয় অনুযায়ী তিনটি গুণের কথা বলা হয়েছে।
সততা |
---|
সর্বপ্রথম আমরা সৃষ্টিকর্তার তৈরি। আর যে মানুষের মাঝে সততা আছে, সেই মানুষকে সৃষ্টিকর্তাও অনেক পছন্দ করেন। যে মানুষের মাঝে সততা রয়েছে তারা সঠিকভাবে চললেও সমাজের মানুষ তাদেরকে ভালোভাবে চলতে দেয় না।
কথায় আছে না ভালো মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একজন সততাবান ব্যক্তি চাইলেও সহজে নিজের ভবিষ্যতের উন্নতি করতে পারে না। কারণ একজন সততাবান ব্যক্তি কাজ করার সময় ভেবে চিন্তেই কাজ করে। তারা যেকোন কাজে বিপদে পড়লেও কখনোই অন্যের ক্ষতি করার কথা চিন্তা করে না।
আত্মমর্যাদা |
---|
বর্তমান এই সমাজে আত্মমর্যাদাবোধ মানুষের বড়ই অভাব। বলতে গেলে, যে মানুষের মাঝে আত্মমর্যাদা আছে, সেই মানুষকে সহজেই সৎ চরিত্রবান বলা যায়। আত্মমর্যাদাবোধ মানুষ সব সময় নিজের সম্মানের কথা চিন্তা করে।
আমরা সবাই বিভিন্ন শহরে এবং সমাজে বসবাস করি। সেক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। যে মানুষের মাঝে আত্মমর্যাদা আছে তারা কখনোই চায় না, কোন বাজে কাজের মাধ্যমে তাদের সম্মান নষ্ট হোক।
পরিশ্রমী |
---|
আমরা সেই ছোটবেলা থেকেই বই এবং বাস্তবে বড়দের মুখে শুনে এসেছি। পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি। হ্যাঁ! আমি এই কথাটার সাথে একদম সহমত। সমাজে অনেক ধরনের অলস মানুষ রয়েছে।
তারা বসে থেকেই বলে সৃষ্টিকর্তা চাইলে আমারও একদিন সবকিছু হবে। কিন্তু তাদের এসব ধারণা পুরোটাই ভুল। নিজের ভবিষ্যতের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। যে মানুষ পরিশ্রম করবে , তারাই সফলতার মুখ দেখতে পারবে।
"How do those qualities help to enhance us and others (including family and society)? Describe." |
---|
সততা এমন একটি গুণ, সৃষ্টিকর্তা সবার মাঝে দিলেও, কিন্তু বাস্তবে সবাই সততার কথা চিন্তা করে না। হ্যাঁ! একজন মানুষের সততা দেখে অন্য মানুষ শিখতে পারে। আমি মেডিকেল সেক্টরে পড়াশোনা করেছি। আমার নিজেই সব সময় আমার সিনিয়র কিভাবে কাজ করে সেদিকে খেয়াল রাখতাম। কিভাবে সততার মাঝে কাজ করে মানুষের চিকিৎসা খাতে নিজেকে নিয়োজিত রাখা যায়। আমি বিশ্বাস করি, মানুষ চাইলেই অন্য কারো সততা দেখে নিজেকে পরিবর্তন করতে পারে।
আত্মমর্যাদাবান মানুষ সব সময় সৎ চরিত্রবান হয়। তারা যেকোন কাজ করার ক্ষেত্রে নিজের সম্মানের কথা চিন্তা করে। একটা কথা আছে না, একবার সম্মান চলে গেলে, চাইলেও আর কোনদিনও সেই সম্মান ফেরানো সম্ভব হয় না। তাই যেকোন কাজ করার সময় নিজের আত্মমর্যাদাবোধ রেখে কাজ করা উচিত। সমাজে নিজের সম্মানই হলো সব থেকে বড় পাওয়া।
এই পৃথিবীতে অনেকেই নিজের সৎ ইচ্ছায় পরিশ্রম করে ভবিষ্যৎ অনেক সুন্দর করেছে। এরকম অনেক মানুষ আছে, অন্য কারো পরিশ্রম করা দেখে নিজেও পরিশ্রম করা শুরু করে। এভাবেই একজন মানুষ পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য বদলায়।
"Do you believe identifying self-mistakes and quality somehow makes us distinct? Justify your |
---|
মানুষ মাত্রই ভুল। যতদিন এই মানুষজাতি বেঁচে থাকবে, ভুল শব্দটিও বেঁচে থাকবে। তবে হ্যাঁ! বর্তমানে নিজের ভুল স্বীকার করে এরকম মানুষ খুব কমই রয়েছে। আমার কাছে তো মনে হয় নিজের ভুল স্বীকার করাটাও একটা বড় গুণ।
আরেকটি বড় বিষয় হল- মানুষ ভুল না করলে কখনো কিছু শিখতে পারে না। বর্তমানে অনেক মানুষ আছে, তারা ভুল করলেও সহজে সেই ভুল স্বীকার করতে চায় না। সেই ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পছন্দ করে।
আজকের এই কনটেস্টে নিজের যতটুকু অভিমত ছিল সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।
আপনি মে মাসের দ্বিতীয় সপ্তাহের মান্থলি কনটেস্ট এ অংশগ্রহন করে আপনার মতামত ধরেছেন।আপনার মতে, সততা, আত্বমর্যাদা ও পরিশ্রমি এই তিনটা গুনাবলী প্রতিটি মানুষেরই থাকা প্রয়োজন।
আমিও আপনার সাথে একমত যে এই তিনটি গুনাবলী প্রতিটি মানুষেরই থাকা প্রয়োজন।
সেই সাথে আমাদের নিজেদের ভুলগুলো সম্পর্কেও সচেতন থাকা উচিত।
যদিও আমারা সহজে নিজেদের ভুলগুলো স্বীকার করতে চাই না,বরং কিভাবে অন্য মানুষের উপর চাপানো যায় সেই চেষ্টা করি।
আপনি এই প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছেও মনে হয় প্রতিটি মানুষের মাঝে কিছু সৎ গুনাবলি থাকা প্রয়োজন। তার মধ্যে আমার কাছে সততা, আত্মমর্যাদা ও পরিশ্রমী এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়।
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, বর্তমান সময়ে আমরা কেউই নিজের ভুল স্বীকার করতে চাই না। উল্টো নিজের ভুল অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেই।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your mentioned qualities are one of the best qualities, honesty is what makes you a good person; people will trust you, share their problems and tell you their mistakes, they will respect you the most.
Self-esteem is related to honesty, respecting others is respecting yourself. Do respect gain respect.
Working hard on your goals is motivation from many people. It is a great is a quality and one day you will achieve everything.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সমাজে সৎ মানুষের বড়ই অভাব। যে ব্যক্তির মাঝে সততা আছে, তিনি অবশ্যই একজন ভালো মানুষ। কারণ সততাবান মানুষ কখনো করো মানুষের ক্ষতি করতে পারে না।
যারা পরিশ্রম করতে পারে তারাই ভবিষ্যতে সফলতার মুখ দেখবে। তবে অনেকেই আছে আবার অন্যের পরিশ্রম দেখে নিজেও পরিশ্রম করতে অনেকটা আগ্রহী হয়।
আমার পোস্ট পড়ে সুন্দর অভিমত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আত্মসম্মানবোধ বিষয়টি কয়জনেই বা বুঝে।একটা মানুষের জীবন যাত্রায় এটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা অনেকেই জানেনা।আত্মসম্মান বজায় রেখেই সমাজে সবার বিচরণ করা উচিত।আপনি ঠিকি বলেছেন,আত্মসম্মান একবার চলে গেলে এটি আর ফিরে আসে না।কারণ মানুষ তখন আপনার সম্পর্কে সেই রকম একটা ইমেজ তৈরি করে নিবে।পরে যতই ভালো হয়ে যান না কেন, আপনাকে আগের মতো কেউ আর সম্মান করবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ সমাজে একজন মানুষের সম্মান একবার চলে গেলে, সেই সম্মান আর কোনদিনও ফেরত পাওয়া সম্ভব নয়। জীবনে চলার জন্য একটা মানুষের আত্মসম্মান থাকা উচিত। যে মানুষের মাঝে আত্মসম্মান আছে সে মানুষের সমাজে দাম ও আছে।
আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো। আপনার জন্যও সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা মানুষেরই নিজস্ব ব্যক্তিগত রয়েছে। আপনিও মনে করেন যে মানুষের মধ্যে কিছু কিছু গুণাবলি অবশ্যই থাকা উচিত। তার মধ্যে সততা, আত্মমর্যাদা ও পরিশ্রমী এই গুনগুলো থাকা উচিত। পরীশ্রৃ না করলে জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব হয় না। আপনি এটাও আলোচনা করেছেন যে কেন এই গুন গুলো থাকা আবশ্যক। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পৃথিবীতে চলাফেরা করার জন্য একজন মানুষের মাঝে কিছু গুণাবলী থাকা প্রয়োজন।
হ্যাঁ! আপনি ঠিকই বলেছেন, একজন মানুষ পরিশ্রম না করলে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সমাজে অনেক মানুষ আছে তারা বসে থেকেই বলে, সৃষ্টিকর্তা চাইলে একদিন সব হবে। আসলে মানুষের এসব ধারণা পুরোটাই ভুল। পরিশ্রম হলো মানুষের ভবিষ্যতের চাবিকাঠি।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে একটা মানুষের মধ্যে কি কি বিষয় থাকা প্রয়োজন। সে বিষয়টা আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। একটা মানুষের মধ্যে সততা আত্মমর্যাদা পরিশ্রম এগুলো থাকা প্রয়োজন। এবং তার সাথে আমি বলব একটা মানুষের মধ্যে ভালোবাসা থাকা প্রয়োজন। কারণ আপনি যদি দিনশেষে কঠোর পরিশ্রম এবং নিজে সততা দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার পর। আপনার পরিবারের সঙ্গ আপনি না পান। তাহলে আপনার সেই সফলতার মধ্যে তেমন কোন আনন্দ থাকবে না।
একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে আসে। তখন তার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে ভালো লাগার এবং ভালোবাসার একটা মুহূর্ত। এই মুহূর্ত আপনাকে সারাদিনের কষ্ট ভুলিয়ে দেয়। একটা মানুষের সাথে চলার পর আমরা বুঝতে পারি, সেই মানুষটা কেমন। অবশ্যই আমরা সততা নিজের পরিশ্রম এবং আত্মমর্যাদা দিয়ে জীবনের প্রত্যেকটা কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অসাধারণ হয়েছে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সাথে আমিও সহমত। আসলে একজন মানুষের সততা ও পরিশ্রম বাদে ভালোবাসা ও থাকা দরকার। ঠিকই বলেছেন একজন মানুষ কঠোর পরিশ্রম করার পর, নিজের পরিবারের যদি ভালোবাসা না পায়। তাহলে তার পুরো কষ্টটাই বৃথা। জীবনে চলার জন্য প্রতিটি মানুষের মাঝে আত্মমর্যাদা থাকা উচিত। আমার প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা খুবই মূল্যবান একটা জিনিস যেটা একটা মানুষকে যেমন কষ্ট দিতে পারে। ঠিক তেমনি তার জীবনে থাকা কষ্টগুলো দূর করে দিতে পারে। তবে পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়া মানুষটা, যদি দিন শেষে তার পরিবারের ভালোবাসা না পায়, তার প্রিয় মানুষের কাছে মূল্যায়ন না পায়। তাহলে সেই সফলতার কোন মূল্য নেই।
অনেক দূর দৌড়ে যাওয়ার পর, পেছন ফিরে তাকিয়ে যদি কাউকেই দেখতে না পাই। তাহলে মন খারাপ ছাড়া আর কিছুই হবে না। আর এই জায়গা থেকেই আমি মনে করি, আমরা আমাদের পরিশ্রম করব কিন্তু তার মাঝে অবশ্যই পরিবারকে সময় দেবো। তাহলেই আমরা পরিশ্রম করার পাশাপাশি পরিবারের ভালোবাসা, সবকিছু নিয়ে এই পৃথিবীতে ভালো থাকতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit