আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে চলে যায় স্টেডিয়ামে। ব্রাশ করতে করতে চলে যাই স্টেডিয়ামের মধ্যে। আমার সাথে আমার সহপাঠীরাও যায় সেখানে। সবাই মিলে একসাথে ফ্রেশ হয়ে সেখান থেকে হাতমুখ ধুয়ে। খাওয়া দাওয়া করতে সেই হোটেলে চলে যাই। খাওয়া দাওয়া করে আমি রুমে চলে যাই। রুমে গিয়ে আমার কিছু জামাকাপড় গুছিয়ে নেই।
আজকে আমি বাড়ি যাব তাই অল্প কিছু জামাকাপড় বাড়িতে নিয়ে যাব। এখন শীত এসে পড়েছে তার জন্য গরম কালের কাপড় চোপড় এখানে রেখে কি করব। তাই সেগুলো বাড়িতে রেখে দিয়ে শীতের জন্য শীতের পোশাক নিয়ে আসবো। যখনই আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হই। তখনই আমাকে কল দেয় আমার এক বড় ভাই। বলে আমাকে মোটরসাইকেল নিয়ে পুলিশে ধরেছে একটা মামলাও দিয়ে দিয়েছে। আমি শুনে তাড়াতাড়ি সেখানে চলে যাই।
সেখানে গিয়ে কিছু করতে পারি আর না পারি বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে থাকতে তো পারব। তো চলে যাই সেখানে গিয়ে সেখানে এক পুলিশের সাথে কিছুক্ষণ এই বিষয়ে কথাবার্তা বলি আমরা। যেখানে কাজ হলো না তারপরও বেশ অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে টুকটাক কথা বলি। অনেক বড় একটা মামলা দিয়ে দিয়েছে অনেক টাকার বিষয়ে আমাদের কাছে। এত টাকা হুট করে আমাদের আনা বড্ড কঠিন।
তারপর চলে গেলাম পুলিশ সুপারের কাছে। সেখানে গিয়ে দুজনে বেশ অনেকটা সময় এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করি। তারপর সেখানে এন্ট্রি করে পুলিশ কার্যালয়ের মধ্যে ঢুকে যায়। বেশ অনেকটা সময় পুলিশ সুপারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে হয়। আমরা দুজনে সেখানে বেশ অনেকটা সময় অপেক্ষা করি পুলিশ সুপারের জন্য। বেশ অনেকটা সময় পরে আমাদের ডাক দেওয়া হয় তার সাথে কথা বলে আমরা ৫০% ডিসকাউন্ট পাই ছাত্র তার জন্য।
আমি প্রথমেই আমার ছোট একটা ব্যাগ সাথে করে নিয়ে আসছিলাম। যে কাজ শেষ হলেই আমি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কাজ শেষ হওয়ার সাথে সাথে আমি তাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সেখান থেকে একটা গাড়িতে করে পায়রাগঞ্জ চলে আসি। পায়রা গঞ্জ এসে ট্রলারে উঠে পড়ি। উঠে ওপারে পার হয়ে আরেকটা গাড়ি করে সোজা বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে গোসল করে নেই সাথে সাথে। গোসল করে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করতে বসি। অনেকদিন পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেই। একটা সময় পরে বাইরে বের হই চলে যাই কলেজের দিকে। বিকেলবেলা কলেজের দিকে গিয়ে দেখি অনেক মানুষ খেলা করতেছে কলেজে আমি একটা সাইডে গিয়ে বসে পড়ি। তারপর কিছু বড় ভাই কিছু বন্ধু সবার সাথে দেখা করি বেশ ভালই লাগে অল্প কিছুক্ষণ তাদের সাথে সময় কাটায়।
সন্ধ্যার দিকে আমি সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে চলে আসি। আমি যে জায়গায় প্রশিক্ষণ নেই সে জায়গা থেকে বাড়িতে অনেক বেশি ঠান্ডা। তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসি। বাড়ি গেছে সোজা কম্বলের ভিতরে ঢুকে যাই। কম্বলের ভিতরে ঢুকে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি। তারপর আম্মু আমাকে ভরা পিঠা দেয় খেতে। সন্ধ্যার নাস্তার জন্য ভরা পিঠা ও দুধ চা তৈরি করছিল। দুধ চা আমার বরাবরই পছন্দ একটা খাবার।
প্রথমে পিঠাগুলো খাই তারপর অনেকটা সময় পরে দুধ চা পান করি। তারপর বিছানা থেকে উঠে ঘরের সবার সাথে কথা বলি। বেশ ভালই লাগে সবার সাথে অনেকদিন পরে এভাবে কথা বার্তা হাসি ঠাট্টা করতে। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর খাওয়া দাওয়া করে অনেক তাড়াতাড়ি বিছানায় কম্বলের মধ্যে ঢুকে যায়। এদিকে প্রচন্ড ঠান্ডা লাগতেছিল আমার তাই।
শীতকাল চলে এসেছে আর আর এই সময় বিভিন্ন রকম পিঠা, বাঙালিরা খেয়ে থাকে। বিশেষ করে রসের পিঠা আমার কাছে খুবই ভালো লাগে।।
ভাবা পিঠাগুলো অনেক লোভনীয় হয়েছে অনেকদিন হয়ে গেল ভাবা পিঠা খাওয়া হয় নাই তবে বাড়িতে এসে ইনশাল্লাহ সব ধরনের পিঠা খাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit