আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি ছয়টার দিকে। আমার 7:30 এ ডিউটিতে থাকতে হবে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ডিউটির জন্য প্রস্তুত হয়ে রুম থেকে বের হই। সবাই মিলে প্রথমে একটা হোটেলে গিয়ে বসি। সেখানে বসে সকালবেলার নাস্তা করি। খুব সুন্দরভাবে সবাই মিলে কথাবার্তা বলতে বলতে নাস্তা করি বেশ ভালই লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে দোকানের বিল পরিশোধ করে দোকান থেকে বের হয়।
তারপর সেখান থেকে সোজা চলে যাই ফ্যাক্টরির মধ্যে। সেখানে গিয়ে প্রথমে আমাদের এসেম্বলিতে দাঁড়াতে হয়। তারপর সেখানে আমাদের হাজিরা নেওয়া হয়। তারপর আমরা সবাই যে যার মত কাজে লেগে পড়ি। বেশ অনেকটা সময় কাজ করতে হয় আমাদের। জীবনে প্রথম কোন কাজ করতেছি এভাবে আমি। তাই একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা মানিয়ে নিতে হবে।
তারপর দুইটার দিকে আমাদের খাবার খেতে ডাকা হয়। ফ্যাক্টরির মধ্যে আমাদের ম্যাচ রয়েছে তাই সবাইকে সেখানে খাবার খেতে যেতে হয়। তো আমরা সবাই সেখানে খাওয়া-দাওয়া করতে চলে যাই। মোটামুটি যারা ম্যাচে খাবার খেয়েছেন। তারা জানেন কেমন হয় ম্যাচের খাবার। তো কোন ভাবে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার কাজের স্থানে।
এসে আবারো খুব সুন্দর ভাবে যে যার মত কাজ শুরু করে দেয়। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। কাজ করতে করতে সকালে যতটুকু কষ্ট হয়েছিল বিকেলে আর তেমন কষ্ট লাগছিল না। তারপর পাঁচটার দিকে আমাদের আবার এসেম্বলিতে ডাকা হয়। আজকে আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিল। কারণ কালকে আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে। তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়।
তারপর সেখান থেকে আমরা চলে আসি সবাই। তারপর রুমে এসে সাথে সাথেই গোসল করার জন্য বাইরে বের হই। তারপর এখানে গোসল করার স্থানে চলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই সবাই ডিউটি থেকে এসে গোসল করতেছে। তো আমিও তাদের সাথে গোসল করে নেই। খুব সুন্দর ভাবে গোসল করে রুমে গিয়ে একটু শুয়ে থাকি।
তারপর আমাদের আইডি নাম্বার আনতে স্যারের কাছে যাই। আমাদের এখনো আইডি কার্ড হয়নি তারপরও ম্যাচে খাওয়া-দাওয়া করার জন্য আমাদের আইডি নাম্বার প্রয়োজন হবে। তার জন্য স্যারের কাছে গিয়ে সেই আইডি নাম্বার নিয়ে আসি। অল্প কিছুক্ষণ সময় লাগে সেখানে গিয়ে স্যারের কাছ থেকে আইডি নাম্বার আনতে। তারপর আইডি নাম্বার নিয়ে আমরা চলে আসি।
এসে কিছুক্ষণ রুমের মধ্যে শুয়ে থাকে। তারপর সবাই মিলে বাইরে বের হই হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই মিলে গিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে আসলাম। তারপর আমার আইডি নাম্বার ও আমার রিসিভ নিয়ে আমার সহপাঠীরা চলে যায় ম্যাচের দিকে। আমি আর সেখানে যাই না। আমি রুমে চলে আসি রুমে এসে শুয়ে শুয়ে পোস্ট লিখতে শুরু করে দেই।