আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি ১০:৩০ এর দিকে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে ঘুমটা আরো ভালো ভাবে কাটানোর চেষ্টা করি। তারপর বিছানা থেকে উঠে বাহিরের দিকে যাই। বাহিরে গিয়ে দেখি আজকের আবহাওয়া টা একটু মেঘলা মেঘলা। প্রায় এগারোটা বেজে গেছে তখনও রোদ নেই কোথাও। তারপর সেখান থেকে ঘরে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হই।
তারপর এক কাপ কফি তৈরি করি। তো কফির কাপ নিয়ে সামনে গিয়ে বসি। সেখানে বসে বসে ফোন দেখি ও কফি পান করি। বেশ ভালই লাগলো সেখানে বসে বসে ঠান্ডার মধ্যে কফি খেতে। তারপর ঘরের মধ্যে চলে আসি হালকা কিছু নাস্তা করি। নাস্তা করে আর বাহিরের দিক বের হলাম না।
অনেক ঠান্ডা দেখে আবারও রুমের মধ্যে ঢুকে যাই। রুমের মধ্যে ঢুকে ফোন নিয়ে বেশ অনেকটা সময় ফেসবুকে ভিডিও দেখতে চাই। অনলাইনে অনেক মানুষের সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি। যাদের সাথে প্রশিক্ষণ কেন্দ্রে থেকে পরিচয় হয়েছে। তাদের নিয়ে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে বেশ অনেকটা সময় সবার সাথে অনলাইনে আড্ডা দেই। বেশ ভালো লাগলো সবার সাথে অনেকদিন পরে একসাথে কথা বললে।
আজকে শুক্রবার তাই অনেক তাড়াতাড়ি আযান দিয়ে দেয়। যতই ঠান্ডা হোক নামাজ পড়তে যেতে হবে। আজকে গরিব মানুষের জন্য হজের দিন। তো তাই আমি তাড়াতাড়ি করে বাহিরে বের হই। তখন হালকা হালকা রৌদ্র উঠেছিল। তারপর আমি একটু সামনে গিয়ে যে জায়গায় রোদ আছে সেই জায়গা খুঁজি। তারপর সেই জায়গায় গিয়ে তাড়াতাড়ি করে গোসল করে নেই। আজ এতটা ঠান্ডা আমার মনে হয়েছিল আমি মনে হয় শেষ।
তারপর তাড়াতাড়ি রোদে উঠে দাঁড়াই কিছুক্ষণ রোদে দাঁড়ানোর পরে আবার স্বাভাবিক হয়ে যাই। তারপর ঘরে এসে পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদের দিকে চলে যাই। সেখানে গিয়ে বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর মসজিদের মধ্যে গিয়ে বসেছি। ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনি সবার সাথে। তারপর সবার সাথে একসাথে সালাত আদায় করি। সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রুমের মধ্যে শুয়ে থাকি। তারপর যখন দেখি আমার ঘুম ঘুম চলে আসছে তাই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। কারণ বিকাল বেলা ঘুমালে রাতে আমার ঘুমাতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। রাতে ঘুম আসে না বিকাল বেলা যদি ঘুমাই আমি। বাইরে গিয়ে একা একা বেশ অনেকটা সময় হাঁটাহাঁটি করি।
বেশ অনেকটা সময় পরে আবারো বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে গরম কাপড় চোপড় করে বাইরে বের হয়ে আবারো কিছুক্ষণ পরে। বাইরে বের হয়ে দোকানের দিকে গিয়ে দেখতে পাই আমার এক বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে। তারপর তাকে বললাম চল আমরা গাড়ি নিয়ে ঘুরে আসি। আমিও আমার দুই বন্ধু মিলে বেশ অনেকটা সময় এদিক-ওদিক গাড়িতে ঘুরাঘুরি করি।
তো আমরা তিনজনে মিলে বেশ অনেকটা দূর গাড়িতে করে ঘোরাঘুরি করতে থাকি। তারপর সন্ধ্যা হয়ে যায় সুন্দর কিছুক্ষণ পরে আমরা সবাই বাড়ির দিকে চলে আসি। তো আমাদের দুজনকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমার সেই বন্ধু গাড়ি নিয়ে চলে যায়। আমি সেখান থেকে সোজা ঘরের মধ্যে দৌড় দেই ।
আজকে প্রচন্ড ঠান্ডা লাগতেছিল তাই আর কোথাও বাহির হব না ভেবেছি। তাই তাড়াতাড়ি করে রুমের মধ্যে ঢুকে যাই আর কম্বল গায়ে জড়িয়ে নেই। কিছুক্ষণ পরে রুম থেকে বেরিয়ে এক কাপ কবে তৈরি করে ওর সাথে বিস্কিট নেই খাওয়ার জন্য। তোমার ব্যাপারে বৃষ্টিটা কফি খাই। বেশ ভালই লাগে এই বিস্কুট খেতে আমার কাছে। কফি তো আমার প্রিয় একটা পানীয়।
তো নাস্তা শেষ করে আবারো রুমের মধ্যে চলে যাই তারপর কিছুক্ষণ ফোন দিতে থাকি। বেশ অনেকটা সময় এভাবে ফোন দেখতে দেখতে কেটে যায়। তারপর খুব সুন্দর ভাবে বিছানায় বসিয়ে বিছানায় শুয়ে পড়ি ঘুমানোর জন্য।