Better Life with Steem|| The Diary Game||13 May 2024||

in hive-120823 •  9 months ago 

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000010403.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো গতকালকের সকল কর্মকান্ড গুলো।

🥀সকাল বেলা🥀

1000010089.jpg

তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে কোচিং এর উদ্দেশ্যে রওনা হই বাড়ি থেকে তো বরাবরের মতো কোচিং এ গিয়ে পৌঁছায় আজকে একটু তাড়াতাড়ি কোচিংয়ে গেলাম কোচিং এ গিয়ে দেখি স্যাড়ে বড় ভাইদের এখনো পড়াচ্ছে। তাই আমাদের একটু বসে থাকা লাগলো অল্প কিছুক্ষণ পরেই বড় ভাইদের ছুটি দিয়ে দিল আমাদের পড়ানো শুরু করলো আমরা সবাই ভালোভাবে লেখাপড়া শুরু করলাম । কিছুক্ষণ পরে আমাদেরও ছুটি দিয়ে দেয় আমরা কোচিং থেকে বের হয়ে কলেজে চলে আসি।

1000010202.jpg

আজ আজ কলেজে সবাই এসেছে সবাইকে নিয়ে কলেজের মধ্যে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম করে গিয়ে বসলাম কলেজের ক্লাসের মধ্যে আমাদের সচরাচর ক্লাসে আসে বসা হয় না কিন্তু আজ সবাই মিলে কলেজের ক্লাসের মধ্যে গিয়ে বসে আড্ডা দিতে ছিলাম বেশ।

1000010205.jpg

তারপর কলেজ থেকে বের হয়ে চলে যাই আমরা সবাই মিলে একটু ঘুরতে। এভাবে কলেজ এর সময় ঘুরতে যাওয়ার কারণ হলো সবাই বিকেলে বা অন্য সময় ঘুরতে বের হতে পারে না তাই এভাবে ঘুরতে যাওয়ার প্লান হল তো আমরা ঘুরতে ঘুরতে গিয়ে সুন্দর একটা ব্রিজ ছিল সেখানে চলে যায় তো বেশ কিছুক্ষন সেই ব্রিজের আড্ডা দিয়ে আমরা হাসি ঠাট্টা করে।

1000010213.jpg

আমাদের একটু দাঁড়িয়ে থাকা লাগে। কারণ বাস আসবে তারপর আমরা বাসে উঠবো তারপর যে যার বাড়িতে চলে যাব। কত অল্প কিছুক্ষণের মধ্যেই একটা বাস চলে আসলো। আমরা সবাই বাসে উঠে পরলাম। বাস থেকে নেমে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম।

🥀দুপুর বেলা+বিকেল বেলা🥀

1000010223.jpg

তো আমি বাড়িতে চলে আসি। এসে গোসল করতে যাবো দেখি বৃষ্টি চলে এসেছে। এক বার ভাবছিলাম যে গোসলী তো করবো তাহলে বৃষ্টিতে ভিজলে সমস্যা কি।তারপর ভাবলাম যে এই বৃষ্টিতে যদি ভিজে তখন অসুস্থ হয়ে পড়তে পারি কারণ হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম। তাই অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাই আর ভিজলাম না ঘরে গিয়ে বসো করে নিলাম।

1000010249.jpg

তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ি অল্প কিছুক্ষণ শুয়ে থাকার পরে চলে যাই ফুটবল মাঠে গিয়ে দেখি সবাই এসে পড়েছে শুধু আমিই দেরি করে এসেছি তো সবার সাথে নামলাম ফুটবল মাঠে ফুটবল খেলার জন্য। বেশ ভালো করেই ফুটবল খেললাম। খুব মজা হলো ফুটবল খেলতে। ফুটবল খেলা শেষ করে বাড়িতে চলে আসবো তখন।

🥀সন্ধ্যা বেলা+রাত্র🥀

1000010252.jpg

ওরা সবাই বলল আজ এখানেই গোসল করে নিয়ে সবাই। তো সেখানে গোসল করলাম বেশ আনন্দই হলো সবাই মিলে ফুটবল খেলে একত্রে গোসল করতে ছিলাম। বেশ কিছুক্ষণ গোসল করলাম প্রচণ্ড গরম লেগেছিল যখন ফুটবল খেলতে নেমেছি। তো সেখান থেকে গোসল করে চলে গেলাম বাড়িতে।

1000010277.jpg

বাড়িতে গিয়ে আমি সুন্দরভাবে পড়তে বসে যাই। পড়তে বসতে হয় কারণ সামনে পরীক্ষা অল্প হলেও কিছু করার চেষ্টা করি তবে কিছুক্ষণ লেখাপড়া করলাম। তারপর আমি খাওয়া-দাওয়া করে একটু সামনে গিয়ে বসি।

1000010283.jpg

কিছুক্ষণ পরে আমার ছোট খালামণি কল দেয় বলে আয় আমাদের ঘরে। একটা জিনিস তৈরি করেছি খেয়ে যা। তো আমি চলে গেলাম তাদের ঘরে গিয়ে দেখলাম সে বাসায় ফুচকা তৈরি করেছে উপরে খুব সুন্দর ভাবে ডিম ছড়িয়ে দিয়েছে। তো আমার ফুচকাওয়াত একটা ভালো না লাগলেও ওই ফুচকা গুলো খেতে বেশ মজা হয়েছে। আমি ফুচকা খাই না তবে বাসায় তৈরি করা ফুচকা বেশ ভালোই লেগেছে আমার কাছে। তারপর ঘরে এসে বিছানায় শুয়ে পড়ি শুয়ে শুয়ে পোস্ট লিখতে বসে যাই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Loading...

প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে কোচিংয়ে গিয়েছেন। আবার কলেজে গিয়েও বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছেন।
আপনার পোস্টগুলো পরে বুঝতে পারলাম আপনি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করেন।
বন্ধুরা মিলে বাইরে ঘুরতে গিয়েছিলেন।
আপনার একটা কথা খুব ভালো লেগেছে বর্তমানে এই গরম এই বৃষ্টি। আর এইরকম সময়ে গোসল না করাটাই সব থেকে উত্তম।
সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ভাই আজকের দিনটি আপনি দারুনভাবে কাটিয়েছেন। বিশেষ করে রাতে ফুচকা খাওয়ার বিষয়টি। বাড়িতে বানানো ফুচকা সত্যি অসাধারণ হয়ে থাকে। এছাড়াও প্রতিদিনের মতো সকালে আপনি কোচিং এ গিয়েছিলেন। সেখানে ক্লাস শেষে আবার কলেজের শ্রেণিকক্ষে গিয়েছিলেন। সচরাচর কলেজে ক্লাস হয় না। সবাই কোচিং ও প্রাইভেট নিয়েই ব্যস্ত থাকে।

আপনি বৃষ্টিতে ভেজেন নাই এটি ভালো একটি সিদ্ধান্ত ছিলো। কেননা বৃষ্টিতে ভিজলে জ্বর ও অন্যান্য অসুখ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো থাকবেন ভাই। শুভ কামনা রইলো।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাই আমার পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আজও পড়তে গিয়ে দেখেন যে স্যার বড় ভাইদের পড়াচ্ছেন। তাদের পড়ানো শেষ হলে পরবর্তীতে আপনাদের পড়িয়েছিলো। পড়া শেষ করে কলেজ থেকে বেরিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলেন।

হঠাৎ করে বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি লেগে যেতে পারে এজন্য আমিও সাহস করে এখনও বৃষ্টিতে ভিজতে যায়নি, যদিও খুব ইচ্ছা করে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাই আমার পোস্টটি সুন্দরভাবে পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।