আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর কিছুক্ষণের উপরে বসে থাকি। অল্প কিছুক্ষণ পরে খাবার খেতে ডাক দেওয়া হয়। চলে যাই খাবার খেতে খাবার খেয়ে সেখান থেকেই ক্লাস রুমে চলে যায়। ক্লাসে গিয়ে বই নিয়ে পড়তে শুরু করে দেয়। আর কিছুদিন পরেই পরীক্ষা তাই স্যার একটু পড়ালেখা নিয়ে চাপ দিচ্ছে। তাই সেখানে বসে আর কেউ তেমন একটা দুষ্টুমি না করে সুন্দরভাবে লেখাপড়া করি।
১১ টার দিকে আমাদের ছুটি দিয়ে দেয়। আমি ও আমার কয়জন সহপাঠী বাহিরে বের হই। বাহিরে বেরিয়ে আমরা কিছুদূর হাঁটাহাঁটি করতে চলে যায়। বেশ অনেকটা দূর হাঁটাহাঁটি করি আমরা। হাসি ঠাট্টার করতে করতে হাটাহাটি করতে বেশ ভালো লাগে। অনেকটা সময় এভাবে কাটিয়ে দেই আমরা কয়জনে। তারপর আবার হাঁটতে হাঁটতে হোস্টেলের দিকে চলে আসি। হোস্টেলের এসে রুমের মধ্যে ঢুকে যাই।
রুমে গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতে থাকি যে যার মত। বেশ অনেকটা সময় শুয়ে শুয়ে কাটিয়ে দেই। আমাদের এখানে কারেন্ট ছিল না তাই তেমন একটা ভালো লাগতেছিল না কারণ ফোনে চার্জ নেই। তাও সেখানে শুয়ে শুয়ে বেশ অনেকটা সময় ফোন দেখি। পরে আর সারাদিনেও ফোন তেমন একটা দেখা যাবে না। কারণ ফোন দেখতে দেখতে যদি বন্ধ হয়ে যায় তখন আর কেউ আমাকে খুঁজেই পাবে না।
তাই অল্প কিছুক্ষণ পরে ফোন রেখে দেই চলে যাই গোসল করতে। গোসল করে রুমে এসে কিছুক্ষণ বসে থাকি। তারপর খাওয়া দাওয়া করতে চলে যাই। সুন্দরভাবে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এসে শুয়ে থাকি বিছানায়। তারপর আমার এক বড় ভাই আমাকে ডেকে নিয়ে যায় বলে চলো ঘুরতে যাব। তো তার কথামতো হোস্টেল থেকে বেরিয়ে দেখি তার মামার মোটরসাইকেল নিয়ে এসেছে। তো তারপর আমরা দুজনে বেশ আনন্দ করি গাড়িতে উঠে পড়ি।
দুজনে মিলে অনেকটা দূর ঘোরাঘুরি করি বেশ আনন্দ করি। বেশ ভালই লাগলো এভাবে ঘুরতে যেতে। আমার মতে সবারই কম বেশি ঘুরতে যেতে হয় প্রকৃতির মাঝে অনেক কিছু দেখার আছে। যেগুলো নিজ চোখে না দেখে উপভোগ করার যায় না। এভাবেই কেটে গেল পুরো বিকেলটা খুব সুন্দর একটা সময় নিয়ে। তারপর চলে আসলাম হোস্টেলের দিকে। হোস্টেলে এসে রুমের মধ্যে গিয়ে একটু বসি।
সন্ধ্যা হওয়ার অল্প কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে বের হই মেলায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে একসাথে চলে গেলাম মেলার দিকে। কালকের থেকে আজকে অনেক জমজমাট দেখা যাচ্ছে মেলা। বেশ অনেকটা সময় সেখানে কাটিয়ে দিলাম আমরা। এদিক ওদিক ঘোরাঘুরি করে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না।
বিভিন্ন রাইট ছিল সেখানে যেগুলোতে বাচ্চাদের সহ মুরুব্বিরাও সেখানে উঠে। দেখতে বেশ ভালই লাগলো ইচ্ছে করতেছিল সেখানে আমি উঠবো। কিন্তু সব গুলো সহপাঠীর কাছে একই পরিমাণ টাকা নেই। সবার কাছেই তাদের হিসাব করা টাকা আছে। আমার কাছেও তেমন একটা ভালো টাকা ছিল না যে আমি সবাইকে নিয়ে সেই রাইটগুলোতে উঠবো। তো আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে হালকা কিছু খাবার খাই। তারপর আস্তে আস্তে করে রুমের দিকে চলে আসি।
যেহেতু আর কিছু দিন পরে আপনাদের পরীক্ষা তাই এই সময় একটু ভালোভাবে লেখাপড়া করা উচিত এবং শিক্ষক শিক্ষিকা এই সময় ছাত্রদের প্রতি একটু চাপ নিয়ে লেখাপড়া করাই কারণ পরীক্ষার ফলাফল ভালো নিয়ে আসতে হবে। যাই হোক সময় মতো লেখাপড়া করবেন এবং আশা করি পরীক্ষা আপনাদের অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারাবছর ফাঁকি বাজি করে দিন পার করলেও পরিক্ষার সময় এগিয়ে আসলে স্যার রা অনেক চাপের উপর রাখেন তাই বাধ্য হয়ে পড়তেই হয়। আপনারও ঠিক তেমনটাই হয়েছে।
বড় ভাইয়ের সাথে মোটরবাইকে করে ঘুরতে গিয়েছিলেন। পড়ার মাঝে কিছুটা সময় ঘোরাঘুরি করা উচিত । তবে মোটরবাইকে চড়ার সময় অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit