Better Life with Steem|| The Diary Game||18 January 2025||

in hive-120823 •  4 months ago 

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20250119_070926-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে ডিউটিতে যাওয়ার জন্য পরিচিত হয়ে রুম থেকে বের হই। তারপর সব সহপাঠীরা মিলে একসাথে মেসেজ দিয়ে খাওয়া-দাওয়া করি। খাওয়া দাওয়া করে ম্যাচের মধ্যেই অল্প কিছুক্ষণ বসে থাকি। কারণ আমাদের হাতে এখনো ২০ মিনিট সময় আছে অতিরিক্ত। তাই একটু বসে সবাই মিলে কথা বার্তা বলি।

IMG_20250118_074344_926.jpg

তারপর সেখান থেকে বেরিয়ে কোম্পানির দিকে রওনা হয়। অল্প একটু সময়ের মধ্যেই কোম্পানির গেটের সামনে চলে আসি। সেখানে এসে দারোয়ানকে আমরা আমাদের গেট পাশ দেখিয়ে কোম্পানির মধ্যে প্রবেশ করি। কোম্পানির মধ্যে প্রবেশ করে আমরা সবাই আমাদের ফ্লোর এর নিচে চলে আসিস। তারপর সেখানে ফিঙ্গার দিয়ে কাজের স্থানে চলে যাই।

সেখানে গিয়ে প্রথমে আমাদের অ্যাসেম্বলি হয়। তারপর কাজ করতে শুরু করে দেই। আজকে কাজের প্রচন্ড চাপ ছিল অনেক বড় একটা অর্ডার এসেছে সেটা আজকেই সম্পন্ন করতে হবে। তার জন্য আমাদের সকাল থেকে বেশ অনেকটা সময় খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়। কোম্পানির মধ্যে বসে ফোন চালানো একেবারেই নিষেধ। আর কেউ তো কাজ রেখে বসেও থাকতে পারে না।

🥰 দুপুর বেলা বিকাল বেলা 🥰

দুপুর একটার দিকে আমাদের খাবারের বিরতি দেওয়া হয়। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে যাই। আজকে আমাদের টিম লিডার ও আমাদের সাথে খাওয়া দাওয়া করতে যায়। মানে খাওয়া দাওয়া শেষ করে যেন সে সব মানুষকে একসাথে নিয়ে আসতে পারে। তো সে সেই কাজই করল খাওয়া-দাওয়া শেষ হওয়ার পর তার সাথে আবারো কাজে এসে লেগে পড়তে হলো।

IMG_20250118_161415_158.jpg

বিভিন্ন ধরনের প্রোডাক্ট আজকে আমরা প্যাকেজিং করি। তারমধ্যে সব থেকে বেশি করি প্লাস্টিকের কাটা চামচ চায়ের চামচ ও ছুরি। এইসব আজকে অনেকটা সময় এভাবে কাজ করতে হয়। কখন যে এভাবে বিকেলটা কেটে যায় আমি বুঝতেই পারিনি। কিন্তু শরীর অনেকটা ক্লান্ত হয়ে গেছে। বারবার প্রোডাক্ট এনে সেগুলোকে প্যাকেজিং করতে হয়।

IMG_20250118_165104_123.jpg

বিকেলে আমাদের প্যাকেটিং করা শুরু হয়ে যায়। ডিজিটাল মেশিন থাকায় কার্টুন করতে অত একটা সমস্যা হয় না। কনভেনারের উপরে প্রোডাক্ট কার্টুনের মধ্যে দিয়ে দিলেই সুন্দরভাবে কাটানো হয়ে যায়। তো এভাবে করতে থাকি সারাদিনটা।

🥰 সন্ধ্যা বেলা রাত্র 🥰

IMG_20250118_190730_503.jpg

আমি আমার আগের এক পোস্টে বলেছিলাম আমার ডিউটি সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। অবশেষে সাতটার দিকে আমাদের বিশাল বড় একটা অর্ডার কাটিং করা কমপ্লিট হয়। কনভেনার একদম ফাঁকা হয়ে যায়। তারপর আমাদের কিছুক্ষণ এর জন্য বসে থাকতে দেওয়া হয়। তারপর আবার অন্য পাশে গিয়ে কাটা চামচ প্যাকেট করার কাজ দিয়ে দেয়।

আটটা বাজে আমাদের ডিউটি টাইম শেষ হয়। আমরা অফিস থেকে নেমে ফিঙ্গার দিয়ে রুমের দিকে চলে আসি। রুমে এসে কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকি। সারাদিন কাজ করতে করতে বেশ অনেকটা ক্লান্ত হয়ে গেছি। অল্প কিছুক্ষণ পরে হাত-মুখ ধুয়ে এসে খাওয়া-দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া করে এসে বিছানায় শুয়ে শুয়ে পোস্ট লিখে ফেলি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবনের কঠিন বাস্তবতা ও সংগ্রামের গল্পগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। পোস্টটি পড়ে হৃদয় সত্যিই ভারাক্রান্ত হয়ে গেল, বিশেষত অসুস্থ ছোট্ট মেয়েটি ও তার মায়ের সংগ্রামের অংশটি। এই ধরনের দৃশ্য আমাদের শেখায় জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলার শক্তি সঞ্চয় করা।

আপনার পর্যবেক্ষণ ও চিন্তাধারা সত্যিই অসাধারণ। সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি আপনার যে শ্রদ্ধা ও সমবেদনা, তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। পোস্টটির শেষ লাইনগুলো আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টিকর্তা আমাদের লড়াই দেখেন এবং তার কাছে আমাদের সবকিছুই মূল্যবান।

আপনার এই লেখাটি শুধু পড়ার জন্য নয়, জীবনের মানে বোঝার জন্যও বিশেষ গুরুত্ব বহন করে। সৃষ্টিকর্তা আপনার লেখনীতে আরও শক্তি দিন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...

কর্ম জীবন এমনই যেখানে সবকিছু রটিন মাফিক করতে হয়।। সকালে যত সময় উঠে ম্যাচে খাওয়া-দাওয়া করেছেন এছাড়াও দায়িত্ব নিয়ে আজও করেছেন।। সব মিলিয়ে ব্যস্ততার সাথে একটি দিন অতিবাহিত করেছেন।।

জি ভাই কর্মজীবনে সবকিছুই রুটিন ভাবে করতে হয় । একটু এদিক ওদিক হওয়ার সুযোগও হয় না। ম্যাচে ঠিক সময় খাওয়া দাওয়া করতে না গেলে খাবার পাওয়া যায় না।

TEAM 2

Congratulations! Your post has been upvoted through @steemcurator04. Good post here should be..

TEAM-1.png

Curated by : @jyoti-thelight

Thank you so much 😊

একটা ফ্যাক্টরি মধ্যে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। আজকে আপনি বেশিরভাগ সময়ে দিয়েছেন কাটা চামচ এবং চুরি প্যাকিং করার কাজে যেটা দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল আসলে যেহেতু কাজ করছেন ব্যস্ত সময় কাটাচ্ছেন একদিন অবশ্যই সফলতা পাবেন মন দিয়ে কাজ করুন ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।অ