আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠেই ১১ টা ২০ এর দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রুমে গিয়ে বসি। তারপর আম্মু ডাক দেয় সকালের নাস্তা করি। নাস্তা করে রুমে এসে কাপড় চোপড় গুছিয়ে নেই। আমি আমার প্রশিক্ষণ কেন্দ্রে চলে যাব তার জন্য তৈরি হই। সবকিছু নিয়ে খুব সুন্দর ভাবে সবার সাথে কথা বলে বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে একটা দোকানে সামনে এসে দাঁড়ায়।
অল্প কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি চলে আসে সেই গাড়িতে করে আমি প্রথমে কলেজ রোড, তারপরে সেখান থেকে অন্য আরেকটা গাড়িতে পায়রা গঞ্জ, এসে পৌঁছায় আমি আসার সাথে সাথেই দেখতেছি ট্রলার ছেড়ে দিয়েছে। আমি এক দৌড়ে সেই ট্রলারে লাফ মেরে উঠে যাই। উঠে সেখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করি ওপারে পার হওয়ার জন্য। অল্প কিছুক্ষণ পরে ওপারে পার হয়ে যায়।
ওপারে পার হওয়ার পরে সেখান থেকে আরেকটা গাড়িতে করে চৌরাস্তা এসে পৌঁছায়, সেখান থেকে একটা অটো রিক্সায় করে চলে আসি আমার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। সেখানে এসে আস্তে আস্তে করে হোস্টেলে চলে যাই হোস্টেলে গিয়ে রুমের মধ্যে ঢুকে যাই। আমি আর সতের সাথেই আমার সহপাঠীরা আমার কাছে এসে বলল।
অল্প কিছুক্ষণ তাদের সাথে কথা বলে কাটাই তারপর গোসল করতে চলে যাই। গোসল করে এসেই সাথে সাথে খাওয়া-দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ বই পড়তে থাকি। ওদের খাতায় সুন্দরভাবে টিক চিহ্ন ও প্রশ্নর লেখা ছিল সেগুলো অল্প কিছুক্ষণ সেখানে বসে বসে দেখতে থাকি।
তারপর ঠিক তিনটার দিকে চলে যায় ক্লাস রুমে। আজকে আমার তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমাদের পরীক্ষা আছে একটা। তো এসে স্যারের কাছে সবাই ফোন জমা দিয়ে দেই। আর খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে বসে যাই।এক ঘন্টা পরীক্ষা হল তারপরে আমরা সবাই খাতা জমা দিয়ে বাইরে বের হলাম। তেমন কোন পরিস্থিতি না থাকার পরীক্ষা মোটামুটি ভালই হলো।
তারপর বাহিরে বের হয়ে চলে আসি স্টেডিয়ামের মধ্যে। এসে শুনতে পাই বড় ভাইরা ফুটবল খেলবে। তাদেরকে গিয়ে বললাম ভাই আমরাও খেলব আপনারা এক গ্রুপ আমরা আরেক গ্রুপ মিলে একটা ফুটবল ম্যাচ খেলি। তো তারা রাজি হল খুব সুন্দর ভাবে ফুটবল খেলতে শুরু করলাম। খুব সুন্দর ভাবে বড় ভাইদের সাথে ফুটবল খেললাম আমরা সবাই মিলে। বেশ ভালো লাগলো এভাবে ফুটবল খেলে।
সন্ধ্যারও কিছুক্ষণ পরে আমরা ফুটবল খেলা শেষ করলাম। করে সবাই যে যার মত হোস্টেলের দিকে চলে আসলাম। আমি এসে তাড়াতাড়ি গোসল করে নেই। আমি তাড়াতাড়ি গোসল করতে ঢুকতে পেরে। খুব সুন্দরভাবে গোসল করে একটু রুমের মধ্যে গিয়ে বসি। তারপর বাহিরে বের হই হাটাহাটি করার জন্য। আমাদের দিকে যেমনটা ঠান্ডা এদিকে তেমন একটা ঠান্ডা নেই।
তারপর সবাইকে নিয়ে স্টেডিয়ামের মধ্যে গিয়ে বসি। দেখ অনেকটা সময় সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দেই আমরা সবাই। খুঁটিনাটি বিষয় নিয়ে বেশ অনেকটা সময় হাসি ঠাট্টা করি আমরা। বেশ ভালই লাগলো ওখানে বসে, সবাই একসাথে এভাবে আড্ডা দিতে। তারপর আড্ডা শেষ করে যে যার মত রুমে এসে বসলাম। অল্প কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখি তারপর খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া দাওয়া করে এসে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।