আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে বাহিরের দিকে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি পরতেছে। দেখে বেশ ভালই লাগতেছিল তারপর আমি গিয়ে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। তোর কিছুক্ষণ পরে আম্মু নাস্তা খেতে ডাক দেয়। আমি গিয়ে খুব সুন্দর ভাবে নাস্তা করে আসি। নাস্তা করে আবারো রুমের মধ্যে ঢুকে ফোন নিয়ে বসে থাকি।
বেশ অনেকটা সময় পরে যখন হালকা হালকা বৃষ্টি পড়া কমে গেছে। তখন বাইরের দিকে বের হই। হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে যাই। বেশ অনেকটা সময় এদিক ওদিক হাটাহাটি করি আর মানুষ খুঁজি। কিন্তু কোথাও কাউকে পাচ্ছিলাম না। কারণ যে ঠান্ডা পড়েছে বৃষ্টির জন্য কেউই বাইরে বের হয়নি। তারপর বাড়ির দিকে চলে আসতে থাকি।
বাড়ির দিকে আসার সময় হঠাৎ করে আবারো বৃষ্টি শুরু হয়ে যায়। তখন একটু বেশি বৃষ্টি পড়া শুরু হয় আমি তাড়াতাড়ি একটা দোকানের মধ্যে ঢুকে বসে পড়ি। বেশ অনেকটা সময় সেখানে বসে ফোন দেখতে থাকি ও বাইরের আবহাওয়া দেখতে থাকি। হালকা হালকা ঠান্ডা লাগতেছিল বৃষ্টির জন্য কারণ আমি অল্প অল্প ভিজে গেছিলাম।বেশ অনেকটা সময় পরে বৃষ্টি পড়া কমে যায়। আমি সেখান থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই।
বাড়িতে এসে বেশ অনেকটা সময় বিছানার মধ্যে শুয়ে থাকি আর ফোন দেখতে থাকি। তখনও আমাদের ঘরে কাজ চলতেছিল তো ফোন রেখে দিয়ে তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতে থাকি বেশ অনেকটা সময়। ঠান্ডা পড়ার জন্য আজকে আর গোসল করতে চেয়েছিলাম না। কিন্তু পরে আম্মু গরম পানি করে দেয় তারপর গোসল করি।
গোসল করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। বেশ অনেকটা সময় গান শুনি ফোন থেকে তারপর হালকা হালকা ঘুম চলে আসে তাই ইচ্ছাকৃতভাবেই ঘুমিয়ে পড়ি। কারণ বাহিরে যে বের হব তার কোন উপায় নেই বাহিরে তখনো বৃষ্টি পরতেছিল। তারপর খুব সুন্দর হবে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। বৃষ্টি ও ঠান্ডার জন্য বেশ ভালো একটা ঘুম হয় আমার।
সন্ধ্যার কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরের মধ্যে বসে সবার সাথে কিছু টা সময়। তারপর হালকা কিছু নাস্তা করি। তারপর কিছুক্ষণ ফোন নিয়ে ঘরের মধ্যেই বসে থাকি। আজকে পুরো দিনটা আমার শুয়ে শুয়ে ও ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়। বাইরে বৃষ্টি পড়ার জন্য বাহিরে বের হওয়া একেবারেই অসম্ভব ছিল।
কিন্তু সন্ধ্যার পরে আর একটু বৃষ্টি হচ্ছিল না। তাই বেশ অনেকটা সময় ঘরের মধ্যে বসে থাকার পরে বাইরের দিকে বের হয় রাতের দিকে। বাইরে বের হয়ে চলে যায় দোকানের দিকে দোকানের দিকে গিয়ে দেখি তারা ক্রাম বোর্ড খেলতেছে। তো সেখানে গিয়ে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকি তারপর আমিও ক্রাম বোর্ড খেলতে শুরু করে দেই।
বেশ অনেকটা সময় তাদের সাথে ক্রাম বোর্ড খেলি আমি। আজকে আর ব্যাডমিন্টন খেললাম না কারণ হালকা হালকা তখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি পরতেছিল। তারপর বেশ অনেকটা সময় পরে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য আবারও বিছানায় শুয়ে পড়ি।
ঢাকাতে গতকাল থেকে কুয়াশা পড়েছে কিন্তু বৃষ্টি হয়নি। আপনার পোস্টটি পরে বুঝলাম সারাদিনই ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে আপনাদের ওই খানে, বললাম না আপনার সাথে আমার কোথাও জানি মিল আছে। আমিও আগে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য সবার আগে বাসা থেকে বের হইতাম, রাস্তায় আমি মানুষ খুঁজতাম আড্ডা দেওয়ার জন্য। যাই হোক আজকের এই দিনটা হয়তোবা আপনি ভালো মতন আড্ডা দিতে পারেন নাই। আপনাদের জেলা কোনটা ভাই একটু জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit