আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম ভাঙ্গে নয়টার দিকে মানুষের ডাকাডাকি ও কথা শুনে। আমি জানতাম না যে আজকেই আমাদের ঘরে কাজ করার জন্য মানুষ আসবে। আমি জানতাম ঘরের কাজ করার জন্য কিছু লোক আসবে কিন্তু তারা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা বুঝিনি। তো ঘুম যখন ভেঙে গেছে বিছানা ছেড়ে উঠে তাদের কাছে চলে যাই। গিয়ে দেখতে পাই তারা তাদের কাজ শুরু করে দিয়েছে।
তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরে সেখান থেকে চলে আসি। তারপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়নি। তো যখন ঘরের কাজ করার জন্য মানুষ এসেছে আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি নাস্তা করে। তাদের কাছে চলে যাই। সেখানে গিয়ে প্রথম বসে বসে তাদের কাজ দেখি ও কোথায় কি রাখবে সেটা বলি তাদের। সাথে আব্বু আম্মু ছিল তারা ও তাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছে।
কিছুক্ষণ পরে সেখান থেকে নিচে নামি তারপরে কাজ শুরু করে দেই। আমাদের ঘরের উপরের যে টিনের চাল ছিল সেটা খুলে ফেলানো হয়েছে। নতুনভাবে ছাদ দিবে তার জন্য সবকিছু খুলে ফেলানো হয়েছে। আম্মু আমাদেরকে সেই দিন শুকনো কাঠ জড়ো করে দেয়। আমিও আব্বু মিলে সেগুলোকে আমাদের ঘরের পিছনে রেখে আসি। বেশ অনেকটা সময় তাদের সাথে কাজ করি আমরা। তারা তাদের কাজ করতে থাকে আমরা আমাদের কাজ করতে থাকি।
দুপুর গড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি সেখান থেকে চলে আসি। গামছা ও লুঙ্গি নিয়ে গোসল করতে চলে যায়। সুন্দরভাবে গোসল করে ঘরে এসে খাওয়া-দাওয়া করে নেই আমি। হঠাৎ করে এত কাজ করে শরীর কেমন জানি ক্লান্ত হয়ে গেছে। খাওয়া-দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ ফোন দেখি। তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়ে যাই আমি।
খুব সুন্দর একটা ঘুম হয় আমার বেশ অনেকটা সময় ঘুমিয়ে থাকি আমি। ঘুম ভাঙ্গে আমার এক বন্ধুর কল পেয়ে। তো বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে বাহিরে বের হয়ে যায়। তারপর হাঁটতে হাঁটতে ইট ভাটা এর দিকে চলে যাই। তো সেখানে গিয়ে বন্ধুর সাথে দেখা করি। এলাকায় তেমন কেউ নেই দেখে আমার সেই বন্ধু ওর বাড়ির পাশে ইট ভাটায় বসে থাকে মানুষের সাথে। তো সেখানে গিয়ে বন্ধুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বন্ধুকে সাথে নিয়ে রাস্তার দিকে আসি।
আমাদের রাস্তায় আসতে আসতে মাগরিবের আযান দিয়ে দেয়। দুজনে মিলে একটা গাড়িতে উঠে পড়ি চলে যাই বাজারের দিকে। সেখানে যাওয়ার কারণ হচ্ছে চিতই পিঠা খেতে যাব। তো আমরা গিয়ে একটা দোকানে বসে পরি। তারপর দুজনে মিলে চিতই পিঠা খাওয়া শুরু করে দেই। বেশ মজাই লাগে ৩ পদের ভর্তা দিয়ে পিঠা খেতে। আজকে আমি ভর্তা গুলোর নাম জানি কিন্তু আমার ছবিতে মনে হয় ভর্তা গুলোর ছবি আসেনি।
আদা তন্তনি পাতা ভর্তা, মরিচ ভর্তা, ও সরিষা ভর্তা। বেশ মজা লাগে তিন পদের ভর্তা দিয়ে পিঠা খেতে। আমার কাছে সরিষা ভর্তা দিয়ে পিঠাটা খেতে বেশ ভালো লাগলো। তো সেখানে খুব সুন্দর হবে দুজনে পিঠা খেয়ে বিল পরিশোধ করে চলে আসি। তারপর বন্ধু বন্ধুর বাড়ির দিকে চলে যায় আমি আমার বাড়ির দিকে চলে আসি। ঘরে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি।
তারপর ব্যাড নিয়ে বাহিরে বের হই ব্যাডমিন্টন খেলার জন্য। তো শুধু মাঠে চলে যাই মাঠে গিয়ে প্রথমে সুন্দরভাবে লাইট ও নেট টানাই। তারপর ব্যাডমিন্টন খেলা শুরু করে দেই। আজকে অনেকটা সময় ধরে ব্যাডমিন্টন খেলেছি আমি। তারপর অন্যকে সুযোগ দিয়ে আমি এক সাইডে বসে পরি। কিছুক্ষণ বসে থাকার পরে আবারো ব্যাডমিন্টন খেলতে উঠে পড়ি। অল্প কিছুক্ষণ পরে সেখান থেকে বাড়ির দিকে চলে আসি আমি।