আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠি ১০:৩০ এর দিকে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়নি। তারপর হালকা কিছু নাস্তা করে ঘরের মধ্যে বসি ফোন নিয়ে। প্রথমে ভেবেছিলাম আজকে কলেজে যাব না। তাই একটু আলসেমি করে ঘরের মধ্যেই বসে থাকি। ১১ টার দিকে আমার ফোনে একটা কল আসে। অপরিচিত নাম্বার ছিলো কলটা রিসিভ করবি কণ্ঠ শুনে বুঝতে পারি আমার বন্ধু কল দিয়েছে।
কল দিয়েই বলে কলেজ কর্তৃপক্ষ থেকে কলেজে ফুটবল টুর্নামেন্ট ছাড়া হয়েছে তাড়াতাড়ি কলেজে আয়। আমি শুনে তো বেশ আনন্দিত হয়ে গেলাম। তো তাড়াতাড়ি করে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হই। প্রস্তুত হওয়ার পরে বাড়ি থেকে বের হই। তারপর অল্প কিছুক্ষণ হাঁটার পরে একটা গাড়ি পেয়ে যাই। সেই গাড়িতে করে সোজা কলেজের সামনে গিয়ে নামি।
গাড়িওয়ালা কে তার ভাড়া টাকা পরিশোধ করে কলেজের মধ্যে ঢুকে যায়। তো কলেজের মধ্যে গিয়ে সবার সাথে দেখা করে বেশ ভালো লাগে। সবার সাথে কথা বলে জানতে পারি আগামী রবিবার থেকে শুরু হবে ফুটবল টুর্নামেন্ট। তো আমরা আমাদের শাখা থেকে একটা দল গঠিত করে দেয়। মোটামুটি সবাইকে নিয়ে খুব সুন্দর একটা দল গঠন করা হয়। তারপর আমরা এদিক ওদিক হাটাহাটি করি কলেজের মধ্যে আর সবাই মিলে আড্ডা দেই বেশ ভালই সময়টা কেটে যায়।
বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে আমি কলেজ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে আসি। সাথে সাথেই গামছা ও লুঙ্গি নিয়ে গোসল করতে চলে যায়। শীতের সময় যত তাড়াতাড়ি গোসল করতে পারে ততই ভালো। এটা আমার কাছে একটু ভালো লাগে কারণ আমার মনে হয় ঠান্ডা একটু কম লাগে তাহলে। তো গোসল করে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকি। তারপর খাওয়া দাওয়া করে বিছানায় শুই।
দু-তিন দিন ধরে বিকাল বেলা বিছানার শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসে। তার জন্য রাতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়। তাই অল্প কিছুক্ষণ শুয়ে থাকার পরেই বাহিরে বের হয়ে যায়। তারপর আমি আমার একটা বন্ধুকে কল দেই। ও চলে আসে সাথে আমার পাশের ঘরের ভাইয়ের ছেলেও আসে। তো আমরা তিনজনে মিলে বেশ অনেকটা সময় এদিক-ওদিক ঘোরাঘুরি করে কাটিয়ে দেই।
তারপর চলে আসি আমাদের ক্লাব ঘরের দিকে। ক্লাব ঘরের দিকে এসে দেখি বাহিরে ক্রাম বোর্ড নামিয়ে খেলতেছে। পাশে আবার আগুন জ্বালিয়ে নিয়েছে। আগুন জ্বালানোর মূল উদ্দেশ্য হচ্ছে আবর্জনা পুড়িয়ে ফেলা। সাথে সবাই একটু আগুনের তাপে শরীর গরম করে নিচ্ছে। তারপর যে যার মত ক্রাম বোর্ড খেলতে শুরু করে দেয়। আমি এক পাশে বসে ফোন দেখতে থাকি।
সন্ধ্যা হয়ে আসতে দেখে আমি বাড়ির দিকে চলে যাই। ঘরে গিয়ে বসে থাকি বেশ অনেকটা সময়। বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না তাই একটা মুভি দেখতে শুরু করি ফোন হাতে নিয়ে। মুভি দেখতে দেখতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিজেও বুঝতে পারিনি। তারপর হালকা কিছু নাস্তা করে ঘর থেকে বাইরে বের হই ব্যাডমিন্টন খেলার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাডমিন্টন মাঠে গিয়ে পৌঁছে যাই আমি।
আমি দেরি করে আসার কারণে দেখতে পাই সবাই ব্যাডমিন্টন খেলতেছে। তাই কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে থাকি। তাদের খেলা শেষ হওয়ার পরেই আমি খেলতে উঠে পড়ি। বেশ ভালো লাগে ব্যাডমিন্টন খেলতে এসে। আজকে মোট ৭ টা ম্যাচ খেলেছি একটাও হারিনি। আমার সাথে খেলার জন্য যে সহপাটিকে পেয়েছি সেও খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। তাই দুজনের ভালো একটা বন্ডিং হয়ে যায় মাঠে খেলার সময়। দুজনে মিলে খুব সুন্দর ভাবে ব্যাডমিন্টন খেলি। ব্যাডমিন্টন খেলা শেষ করে বাড়ির দিকে চলে আসি।