আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ সামনে রোদের মধ্যে বসি। তারপর আব্বু ডাক দেয় বলেন চল কবরস্থানের ইট এ পানি দিয়ে আসি। আব্বুর কথা শুনে ঘরে এসে বালতি ও মগ নিয়ে বেরিয়ে যাই। কবরস্থানের কাছে আমাদের কবরস্থানের কাজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে প্রায়। আর মাত্র রং করা ও মধ্যে মাটি ফেলানো বাকি আছে। সেটাও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। তো আমি আব্বু আর আমার ছোট ভাই মিলে খুব সুন্দরভাবে দেওয়ালে পানি দিয়ে দেই।
অল্প কিছুক্ষণ পরে পানি দেওয়া শেষ হয়ে যায় তারপর আমরা সবাই বাড়ি চলে আসি। বাড়ি এসে নাস্তা করি নাস্তা করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর বাইরের দিকে বের হই একটু বাজার দেওয়ার উদ্দেশ্যে। আমার বাজার একটা কাজ ছিল সেই কাজটা সম্পন্ন করতে চলে যাই। খুব সুন্দরভাবে সেই কাজটা সম্পূর্ণ করে একটা সেলুনে গিয়ে বসি। সেলুনে গিয়ে বসে চুল কাটায় খুব সুন্দর ভাবে।
তো চুল কাটা শেষ হওয়ার পর তাকে তার টাকা পরিশোধ করে দোকান থেকে বের হই। সেখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে দেখতে পাই আমাদের ঘরের ছাদের কাজ শুরু করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় তাদের কাজ দেখি আমি। ও মনে মনে ভাবি এটা সম্পূর্ণ হয়ে গেলে ঘরটা দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে।
তারপর গোসল করার জন্য গামছাও লুঙ্গি নিয়ে বাহিরে বের হয়। বাইরে বের হওয়ার সাথে সাথেই আমার এক বন্ধু আমাকে ডাক দিয়ে বলে চল গোসল করে আসি সামনে গিয়ে। শীতের দিনে আমরা বেশিরভাগ সময়ই বড় রাস্তার পাশে গোসল করতে যাই। কারণ সেখানে অনেক রৌদ্র থাকে গোসল করে সাথে সাথেই রোদ পাওয়া যায়। তো সেখানে গিয়ে খুব সুন্দর ভাবে দুজনে মিলে গোসল করলাম।
গোসল শেষ করে দুজনে বাড়ির দিকে চলে আসলাম। তারপর বন্ধু চলে যায় বন্ধুর বাড়িতে আমি চলে যাই আমার বাড়িতে। আমি ঘরে গিয়ে কিছুক্ষণ বসে তারপর খাওয়া দাওয়া করে রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ি। অল্প কিছুক্ষণ বিশ্রাম নেই আমি তারপর আমাকে আমার এক বন্ধু কল দেয়। কল দিয়ে বলে কোন কাজ আছে কাজ না থাকলে বাড়ি থেকে বের হ।
আমি বললাম আচ্ছা দ্বারা ৫ মিনিট আসতেছি। সুন্দরভাবে পড়ি পেটি হয়ে বাড়ি থেকে বের হই রাস্তার দিকে গিয়ে দেখতে পাই আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মিলে সামনের দিকে হাটি। আরেক বন্ধু গাড়ি নিয়ে আসে তো আমরা তিনজনে মিলে সেই গাড়িতে করে বেশ অনেকটা রাস্তা ঘোরাঘুরি করি। বেশ ভালোই সময় কেটে যায় আমাদের পুরো বিকেলটা ঘুরাঘুরি করতে করতে খুব সুন্দর কেটে যায়।
সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা যে যার বাড়িতে যাব বলে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেই। বেশ আনন্দ হয় গাড়িতে ঘুরতে যেতে। সন্ধ্যার দিকে প্রচন্ড ঠান্ডা লাগা শুরু হয় গাড়ির মধ্যে বাতাস বইছে প্রচন্ড। তাই তাড়াতাড়ি করেন বাড়ির দিকে চলে আসি। বাড়ির দিকে এসে ওখান থেকে আমি আর কোথাও দাঁড়াই না সাথে সাথে ঘরে চলে আসি। ঘরে এসে গরম জামাকাপড় পড়ে নেই।
তারপর কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। বেশ অনেকটা সময় পরে ব্যাডমিন্টন খেলার জন্য বাড়ি থেকে বের হই। ব্যাডমিন্টন মাঠে গিয়ে দেখতে পাই আজকে সবাই এসে পড়েছে। কারণ আমি আজকে দেরি করে ব্যাডমিন্টন মাঠে এসেছি। তো হালকা ক্ষুধা লেগে যায় তাই ব্যাডমিন্টন খেলতে উঠি না প্রথমে। আমিও আমার আরেক বন্ধু চলে যাই একটা পিঠার দোকানে। সেখানে গিয়ে দুজনে মিলে বেশ মজা করে পিঠা খাই।
পিঠা খেয়ে সেখান থেকে ব্যাডমিন্টন মাঠের দিকে চলে আসি। ব্যাডমিন্টন মাঠে এসে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেই। আমি ভেবেছিলাম এসে কিছুক্ষণ বসে থাকতে হবে কিন্তু তার লাগলো না আসার সাথে সাথেই ব্যাডমিন্টন খেলতে উঠতে পারলাম। বেশ আনন্দ করে সবার সাথে অনেকটা সময় ব্যাডমিন্টন খেললাম। তারপর আমি বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি।