পৃথিবীর কিছু আশ্চর্যজনক জিনিস।

in hive-120823 •  last year  (edited)
আসসালামু আলাইকুম স্টিমিয়ানস

আমার ব্যবহারকারীর নাম @sinthiyadisha এবং আমি বাংলাদেশ থেকে এসেছি।

হ্যালো বন্ধুরা
পৃথিবীর বিস্ময়কার জিনিস গুলো অনেক আগে থেকে তালিকা ভুক্ত করা হয়েছিল, যুগের সাথে সাথে পৃথিবীর বিস্ময়কারি জিনিস ও মানুষদের জনপ্রিয়র তালিকায় অন্তরভুক্ত হয়ে যায়, প্রাচীন গ্রীস এর কিছু সভ্যতার মানুষ এই সকল নির্দেশনাকে জনপ্রিয় করে তুলছেন এবং এসকল জিনিস পৃথিবীর আশ্চর্যজনক জিনিস হিসেবে তালিকা ভুক্ত করা হয়ে থাকে ,গ্রীসের মানুষ রা এই সাত সংখ্যাটি বাছাই করেছে , এবং তারা এই সংখ্যাটি পর্যাপ্ত ও নিখুত বলে মনে করেন। >তাছাড়া প্রাচীন কাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিস এর তালিকা তৈরি করে চলেছে। পৃথিবীর কিছু আশ্চর্যজনক জিনিস গুলো নিয়ে আলোচনা করা হল।

চীনের মহাপ্রাচীর

pexels-charles-welson-13789557 (1).jpg

pexel

প্রথমত হল চীনের মহাপ্রাচীর যা অনেকে (The Great Wall Of China ) বলে চিনে থাকে , এতি সাধারণত চীন দেশে অবস্থিত,এতি পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম প্রাচীর। এটি সাধারণত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। অনেক বড় বড় বংশের রাজারা এই প্রাচীর টি তৈরি করতে অংশ গ্রহন করেছেন, এই প্রাচীর টি বিভিন্ন দেশে বিভিন্ন নামে যানা যায়। এই প্রাচীর টি তৈরি করতে প্রায় দুইশ বছর এর মত লেগে যায়। এই প্রাচীরটি নিরমান করতে প্রায় দশ লক্ষের মত মানুষ জগদান করেন , তার মধ্যে আছে সাধারন মানুষ, শ্রমিক, সৈন্যদল এমন অনেকে সাহায্য করেন এই প্রাচীর টি তৈরি করতে। এই প্রাচীর থেকে সৈন্যরা শত্রু পক্ষের উপর নজরদারি করত ।তারপর ২০০৭ সালে এই প্রাচীর টি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

‘দ্য গ্রেট ওয়াল অফ চায়না’ র পরিদর্শনের সময়, গ্রীষ্মকালে সকাল ৬:৩০ থেকে সন্ধ্যে ৭:০০ পর্যন্ত এবং শীতকালে সকাল ৭:০০ থেকে সন্ধ্যে ৬:০০ পর্যন্ত।
source

পেত্রা

pexels-esrageziyor-14017473.jpg

pexel
পেত্রা একটি নগরী, যা জর্দান এর দক্ষিণ - পশ্চিম এর একটি গ্রাম এ হুর পাহাড়ের নিচে অবস্থিত। বহু বছর পূর্বের এটি গাবাতাইন রাজ্যের রাজধানী ছিলো। পেত্রা শব্দটি এসেছে গ্রিক থেকে, পেত্রা শব্দের অর্থ হচ্ছে পাথর। এই নগরীটা পুরোটা পাথর এর তৈরী তাই এর নাম পেত্রা দেয়া হয়েছিল। অনেক আগে এই শহরটিতে খুব সুন্দর এবং সুরক্ষিত একটি দুর্গ ছিল. এই নগরীর পাথরগুলা খোদাই করা ছিল, এবং চারপাশে অনেক ঝর্ণা ছিল , এই নগরী দেখতে অনেক সুন্দর ছিল.কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এর কারণে এই নগরীটি এখন আর আগের মতো নেই, অনেকটা ই বিলুপ্ত হয়ে গিয়েছে।তাছাড়া পেত্রা তে ছিল এক বিখ্যাত মন্দির, অর্ধগোলাকার নাট্যশালা ,বিচারালয় ,লাইব্রেরী এবং সৈন্যদের ব্যারাক ও ছিলো।

দ্য রোমান কলোসিয়াম

pexels-tom-d'arby-6199223.jpg

pexel

দ্য রোমান কলোসিয়াম এটি সাধারণত ইতালির রোম শহরে উপস্থিত। এটি একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারনত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। এটি তৈরী করা হয়েছে পাথর,মাটি, বলি ,ইট, কাঠ, ইত্যাদি দিয়ে। এইখানে প্রায় পঞ্চাশ হাজার এর মতো মানুষ ধারণ করতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে বড় এম্পিথিয়েটারের যা গ্রিনেস ওয়ার্ল্ড রেকড আছে। এইখানে হিংস পশুর লড়াই এবং গ্ল‍্যাডিয়েটরদের যুদ্ধ হয়ে থাকতো এটাই এখানকার মূল আকর্ষণ ছিল.তাছাড়া মধ্যযুগে সময় বার বার ভূমিকম্প হওয়াতে বেশিরভাগ অংশ ধংস হয়ে যায়।

চিচেন ইতজা

pexels-alex-azabache-3290068.jpg

pexel

চিচেন ইতজা মেক্সিকোর উত্তরে একটি উপদ্বীপে অবস্থিত তাছাড়া এই শহরটিকে মায়া সভ্যতার শহর ও বলে থাকে । এই চিচেন ইতজার মধ্যে অবস্থিত এটি দেখতে অনেকটা পিরামিড এর মতো ছিল, পিরামিড কে কেন্দ্র করেই এটি তৈরী করা হয়েছিল. এই পিরামিড টি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইতজার প্রতীক। এই পিরামিডটির চারদিকে ৯১টা করে সিঁড়ির ধাপ রয়েছে। এই শহরটিতে একটি বন্দর ছিল , তাই বাণিজ্য হতো এই শহরে.এইখানে সোনা,ও বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করতো। এক সময় এই শহরটি একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়।

মাচুপিচু

pexels-chelsea-cook-2929906.jpg

pexel

পেরুর মধ্যে সবচাইতে আকর্ষণীয় , সুন্দর ও দর্শনীয় স্থান মাচুপিচু ।এটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। কোনো একটি কারণে এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে কিছু বছর পর মার্কিন এই শহরটিকে খুঁজে বের কর, এবং পৃথিবীর নজরে তুলে ধরেন। তাছাড়া মাচুপিচু পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়।

তাজমহল

pexels-kirandeep-singh-walia-11799670.jpg

pexel
তাজমহল এটি ভারতের আগ্রায় অবস্থিত, এটি একটি সমাধি যা অনেকে ভালোবাসার প্রতীক বলে মনে করেন, এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে অনেক শ্রমিক এর দরকার হয়েছিল এই সৌধটি দেখতে অনেক সুন্দর ছিল , বছরে প্রায় বিশ লক্ষের মতো মানুষ তাজমহল পরিদর্শন করতে আসে.

ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, রিওদা জেনরিও, ব্রাজিল।

pexels-athena-6580703.jpg

pexel

এটি একটি যীশুর মূর্তি ব্রাজিল এর দক্ষিণপূর্ব শহর রিও ডি জেনেরিওতে অবস্থিত একটি বিশাল আকারের মূর্তি, যা পাহাড়ের চূড়ায় অবস্থিত আছে.
যেখানে যিশু তার দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে.এই মূর্তিটি সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরী করা হয়ে ছিল.

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

আশা করি আমার পোস্ট টি আপনাদের পরে অনেক ভালো লাগবে.

শুভ লেখা

ধন্যবাদ

My 1st Achievement

শুভেচ্ছান্তে
@sinthiyadisha

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে এই পৃথিবীতে অনেক জিনিসে অনেক সুন্দর কিন্তু। কিছু জিনিস হয় একেবারেই অন্যরকম। যেটা দেখলেই অনেক মানুষ আচার্য হয়ে ওঠে।

আজকে আপনি পৃথিবীর বিশেষ কিছু আচার্যজনক জিনিস নিয়ে,,, আমাদের সাথে আলোচনা করেছেন। আসলে এই জিনিসগুলোর বিষয়ে আমার তেমন একটা ধারণা ছিল না। শুধুমাত্র তাজমহল ছাড়া,,, কিন্তু আজকে আপনার পোস্ট পড়ার পর,,, বিভিন্ন জিনিসের প্রতি আমার একটু ধারণা হলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, পৃথিবীর এই মূল্যবান আশ্চর্যজনক জিনিসগুলোর বিস্তারিত আলোচনা আমাদের সাথে করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

ধন্যবাদ আপু মূল্যবান সময় বের করে আমার পোস্ট টি পড়ার জন্য, জি আপু আপনি ঠিক বলেছেন আমাদের পৃথিবীর মধ্যে অনেক সুন্দর সুন্দর আশ্চর্যজনক জিনিস আছে যা থেকে আমরা অনেকে ই অবগত, আমার ও খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পরে। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।

Loading...

আপনি সারা ওয়াল্ডের অন্যতম ৭ টি প্রাচীন স্থাপনা নিয়ে চমৎকার উপস্থাপন করেছেন। আমরা সেই ছোটবেলা থেকে এগুলো টিভিতে দেখে আসছি, তবে অনেক কিছু জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে

আপনাকেও ধন্যবাদ আপনি আমার পোস্ট টি সম্পূর্ণ পরে মন্তব্য করেছেন, আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

এই আশ্চর্য জনক জিনিস গুলে কখনো নিকের চোখে দেখা হয় নি। তবে টিভি কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই গুলোর ছবি দেখেছি। কিন্তু এত তথ্য জানা ছিল না যা আপনার পোস্ট পড়ে জানত পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

  ·  last year (edited)

@sinthiyadisha

পৃথিবীতে এমন প্রাচীন ঐতিহাসিক আশ্চর্যজনক জিনিস রয়েছে যেগুলোকে নিয়ে মানুষ এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে এবং এ সকল তথ্য আমাদের কাছে অজানা। আজকে আপনার পোষ্টের মাধ্যমে কিছু আশ্চর্য জিনিস সম্পর্কে জানতে পারলাম। আপনার পোষ্টের মধ্যে আমাদের সকলের যে স্থানটি বেশি পরিচিত তা হচ্ছে তাজমহল আমি তাজমহল সম্পর্কে কিছু তথ্য জানি কিন্তু আজকে আপনার পোস্টের মাধ্যমে তাজমহল সম্পর্কে আরো বিস্তারিত জানলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল