আমার ব্যবহারকারীর নাম @sinthiyadisha এবং আমি বাংলাদেশ থেকে এসেছি। |
---|
চীনের মহাপ্রাচীর
প্রথমত হল চীনের মহাপ্রাচীর যা অনেকে (The Great Wall Of China ) বলে চিনে থাকে , এতি সাধারণত চীন দেশে অবস্থিত,এতি পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম প্রাচীর। এটি সাধারণত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। অনেক বড় বড় বংশের রাজারা এই প্রাচীর টি তৈরি করতে অংশ গ্রহন করেছেন, এই প্রাচীর টি বিভিন্ন দেশে বিভিন্ন নামে যানা যায়। এই প্রাচীর টি তৈরি করতে প্রায় দুইশ বছর এর মত লেগে যায়। এই প্রাচীরটি নিরমান করতে প্রায় দশ লক্ষের মত মানুষ জগদান করেন , তার মধ্যে আছে সাধারন মানুষ, শ্রমিক, সৈন্যদল এমন অনেকে সাহায্য করেন এই প্রাচীর টি তৈরি করতে। এই প্রাচীর থেকে সৈন্যরা শত্রু পক্ষের উপর নজরদারি করত ।তারপর ২০০৭ সালে এই প্রাচীর টি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
‘দ্য গ্রেট ওয়াল অফ চায়না’ র পরিদর্শনের সময়, গ্রীষ্মকালে সকাল ৬:৩০ থেকে সন্ধ্যে ৭:০০ পর্যন্ত এবং শীতকালে সকাল ৭:০০ থেকে সন্ধ্যে ৬:০০ পর্যন্ত।
source
পেত্রা
pexel
পেত্রা একটি নগরী, যা জর্দান এর দক্ষিণ - পশ্চিম এর একটি গ্রাম এ হুর পাহাড়ের নিচে অবস্থিত। বহু বছর পূর্বের এটি গাবাতাইন রাজ্যের রাজধানী ছিলো। পেত্রা শব্দটি এসেছে গ্রিক থেকে, পেত্রা শব্দের অর্থ হচ্ছে পাথর। এই নগরীটা পুরোটা পাথর এর তৈরী তাই এর নাম পেত্রা দেয়া হয়েছিল। অনেক আগে এই শহরটিতে খুব সুন্দর এবং সুরক্ষিত একটি দুর্গ ছিল. এই নগরীর পাথরগুলা খোদাই করা ছিল, এবং চারপাশে অনেক ঝর্ণা ছিল , এই নগরী দেখতে অনেক সুন্দর ছিল.কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এর কারণে এই নগরীটি এখন আর আগের মতো নেই, অনেকটা ই বিলুপ্ত হয়ে গিয়েছে।তাছাড়া পেত্রা তে ছিল এক বিখ্যাত মন্দির, অর্ধগোলাকার নাট্যশালা ,বিচারালয় ,লাইব্রেরী এবং সৈন্যদের ব্যারাক ও ছিলো।
দ্য রোমান কলোসিয়াম
দ্য রোমান কলোসিয়াম এটি সাধারণত ইতালির রোম শহরে উপস্থিত। এটি একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারনত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। এটি তৈরী করা হয়েছে পাথর,মাটি, বলি ,ইট, কাঠ, ইত্যাদি দিয়ে। এইখানে প্রায় পঞ্চাশ হাজার এর মতো মানুষ ধারণ করতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে বড় এম্পিথিয়েটারের যা গ্রিনেস ওয়ার্ল্ড রেকড আছে। এইখানে হিংস পশুর লড়াই এবং গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ হয়ে থাকতো এটাই এখানকার মূল আকর্ষণ ছিল.তাছাড়া মধ্যযুগে সময় বার বার ভূমিকম্প হওয়াতে বেশিরভাগ অংশ ধংস হয়ে যায়।
চিচেন ইতজা
চিচেন ইতজা মেক্সিকোর উত্তরে একটি উপদ্বীপে অবস্থিত তাছাড়া এই শহরটিকে মায়া সভ্যতার শহর ও বলে থাকে । এই চিচেন ইতজার মধ্যে অবস্থিত এটি দেখতে অনেকটা পিরামিড এর মতো ছিল, পিরামিড কে কেন্দ্র করেই এটি তৈরী করা হয়েছিল. এই পিরামিড টি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইতজার প্রতীক। এই পিরামিডটির চারদিকে ৯১টা করে সিঁড়ির ধাপ রয়েছে। এই শহরটিতে একটি বন্দর ছিল , তাই বাণিজ্য হতো এই শহরে.এইখানে সোনা,ও বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করতো। এক সময় এই শহরটি একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়।
মাচুপিচু
পেরুর মধ্যে সবচাইতে আকর্ষণীয় , সুন্দর ও দর্শনীয় স্থান মাচুপিচু ।এটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। কোনো একটি কারণে এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে কিছু বছর পর মার্কিন এই শহরটিকে খুঁজে বের কর, এবং পৃথিবীর নজরে তুলে ধরেন। তাছাড়া মাচুপিচু পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়।
তাজমহল
pexel
তাজমহল এটি ভারতের আগ্রায় অবস্থিত, এটি একটি সমাধি যা অনেকে ভালোবাসার প্রতীক বলে মনে করেন, এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে অনেক শ্রমিক এর দরকার হয়েছিল এই সৌধটি দেখতে অনেক সুন্দর ছিল , বছরে প্রায় বিশ লক্ষের মতো মানুষ তাজমহল পরিদর্শন করতে আসে.
ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, রিওদা জেনরিও, ব্রাজিল।
এটি একটি যীশুর মূর্তি ব্রাজিল এর দক্ষিণপূর্ব শহর রিও ডি জেনেরিওতে অবস্থিত একটি বিশাল আকারের মূর্তি, যা পাহাড়ের চূড়ায় অবস্থিত আছে.
যেখানে যিশু তার দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে.এই মূর্তিটি সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরী করা হয়ে ছিল.
আশা করি আমার পোস্ট টি আপনাদের পরে অনেক ভালো লাগবে.
ধন্যবাদ
@sinthiyadisha
আসলে এই পৃথিবীতে অনেক জিনিসে অনেক সুন্দর কিন্তু। কিছু জিনিস হয় একেবারেই অন্যরকম। যেটা দেখলেই অনেক মানুষ আচার্য হয়ে ওঠে।
আজকে আপনি পৃথিবীর বিশেষ কিছু আচার্যজনক জিনিস নিয়ে,,, আমাদের সাথে আলোচনা করেছেন। আসলে এই জিনিসগুলোর বিষয়ে আমার তেমন একটা ধারণা ছিল না। শুধুমাত্র তাজমহল ছাড়া,,, কিন্তু আজকে আপনার পোস্ট পড়ার পর,,, বিভিন্ন জিনিসের প্রতি আমার একটু ধারণা হলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, পৃথিবীর এই মূল্যবান আশ্চর্যজনক জিনিসগুলোর বিস্তারিত আলোচনা আমাদের সাথে করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু মূল্যবান সময় বের করে আমার পোস্ট টি পড়ার জন্য, জি আপু আপনি ঠিক বলেছেন আমাদের পৃথিবীর মধ্যে অনেক সুন্দর সুন্দর আশ্চর্যজনক জিনিস আছে যা থেকে আমরা অনেকে ই অবগত, আমার ও খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পরে। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সারা ওয়াল্ডের অন্যতম ৭ টি প্রাচীন স্থাপনা নিয়ে চমৎকার উপস্থাপন করেছেন। আমরা সেই ছোটবেলা থেকে এগুলো টিভিতে দেখে আসছি, তবে অনেক কিছু জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপনি আমার পোস্ট টি সম্পূর্ণ পরে মন্তব্য করেছেন, আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই আশ্চর্য জনক জিনিস গুলে কখনো নিকের চোখে দেখা হয় নি। তবে টিভি কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই গুলোর ছবি দেখেছি। কিন্তু এত তথ্য জানা ছিল না যা আপনার পোস্ট পড়ে জানত পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@sinthiyadisha
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit