Hello everyone!আশাকরি সবাই সর্বাঙ্গীন কুশলে আছেন। আজ আমি আমার আজকের দিনের আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করব । এইটা আমার ২য় পোস্ট এই কমিউনিটিতে। আজ বাংলাদেশ নেীবাহিনী স্কুল এন্ড কলেজ এ নবীন বরণ অনুষ্ঠান ২০২৪ ইং যার জন্য গতকাল ১০ই জানুয়ারী রিহার্সেল হয়েছিল যা আমি গতকালের পোস্টে শেয়ার করেছিলাম।
দিনটা ছিল ১১-০১-২০২৪ ইং । আজ সকল ১০ টায় বাংলাদেশ নেীবাহিনী স্কুল এন্ড কলেজ এ পেীঁছাতে হবে কেননা আজ সেখানে নবীন বরণ অনুষ্ঠান ২০২৪ ইং অনুষ্ঠিত হবে। যার জন্য গতকাল রিহার্সেলে করেছিলাম। তো প্রতিদিনের মত ভোর ৫.৩০ মিনিটে ঘুম থেকে উঠলাম। বাথরুমে শেীচ ক্রিয়াদি ও স্নান সম্পন্ন করে মন্দিরে প্রবেশ করলাম ও সেবা পূজাদি শুরু করলাম। আমার সহধর্মিনি ও ভোরে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দেয়। স্নান করে প্রতিদিনের মত রান্নাঘরে প্রবেশ করল সকালের নাস্তা প্রস্তুত করতে। নাস্তা তৈরী হওয়ার সে তা ভগবানকে নিবেদন করে । আর আমি আমার সন্ধ্যা বন্দনা পাঠ স্তুতি শেষ করি।
কিছু সময় পর আমি মন্দির থেকে বের হলাম ও ৮ টার সময় সকালের নাস্তা করলাম ছোলা ভাজি আর গরম গরম লুচি দিয়ে। এরপর আমি ড্রেস পরিধান করলাম আর ৯ টার সময় রওনা দিলাম। সকাল ৯.৪০ মিনিটে আমি বিএন কলেজে পেীঁছালাম । আমি আর আমার টিম মেম্বার সহ এক সাথে কলেজের অডিটোরিয়াম রুমে প্রবেশ করি যেখানে নবীন বরণ অনুষ্ঠান হবে। তারপর আমরা টিমের সবাই যার যার ইন্সটুমেন্ট গুলো সেট আপ করে নিলাম । ১০. ১০ এর দিকে নবীনদের রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে বরন করে নেয় ও একজন একজন করে রুমে প্রবেশ করে। ১০.৩০ টায় প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্যরা প্রবেশ করেন।
কলেজের অধ্যক্ষের অনুমতি ক্রমে পবিত্র ধর্মীয় গ্রন্থ (শ্রীমদ্ভগবত গীতা, কোরআন শরীফ, বাইবেল ,ত্রিপিটক} পাঠের মাধ্যমে ১০.৩০ টায় প্রোগাম শুরু হয় । তারপর সাংস্কৃতিক অনুষ্ঠার আরম্ভ হয়। প্রথমে সমবেত নৃত্য পরিবেশিত হয় তারপর নজরুল গীতি মেশাপ(একসাথে ৩ টা গান ), আবৃতি, টক শো- কার জেলা সবচেয়ে শ্রেষ্ঠ(চট্টগ্রাম, নোয়াখালি, বরিশাল, রংপুর), আধুনিক গান (পুরানো দিনের), সমবেত নৃত্য, ভারতীয় আধুনিক গান, বিশেষ ফ্যাশন শো, বিশেষ আকর্ষন স্বরুপ একটা পরিবেশন ছিল তা হল উক্ত কলেজের সংগীত নৃত্য ও আবৃত্তির শিক্ষিকাদের এক সাথে মেশাব পরিবেশনা । সর্বশেষ ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয় বক্তব্য প্রদান করেন। ফটো সেশন এর মাধ্যমে নবীন বরণ প্রোগামের সমাপ্তি হয়।
()
বন্ধুরা একটা হৃদয়ের অভিব্যাক্তি প্রকাশ করছি তা হল আজকে ছাত্র ছাত্রীদের আনন্দ উৎকর্ষতা দেখে আমার নিজের নবীন বরণ অনুষ্ঠানের কথা স্মরন হচ্ছিল।যাই হোক তারপর আমরা সবাই যার যার ইন্সটুমেন্ট গুলো গুছিয়ে ফেলি। দুপুর ১.৩০ টায় বি এন কলেজ হতে প্রস্থান করি ও সিএনজি তে করে বাড়ীতে পেীঁছায় তখন দুপুর ২.১০। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম ঐদিকে আমার সহধর্মিনি উর্মিলা দেবীজি গরম গরম দুপুরের খাবার পরিবেশন করল(যাকে আমরা শাস্ত্রীয় ভাষায় প্রসাদ বলি) তো আমি ও পেটভরে খেয়ে নিলাম ( একটা কথা -প্রোগামে দুপুরে সবার জন্য লাঞ্চের সু-ব্যবস্থা ছিল কিন্তু আমি নিরামিষভোজী তাই সেখানে আমি কোন খাওয়া দাওয়া করিনি। দুপুরে খাওয়ার পর কিছুক্ষন বিশ্রাম করলাম। বিকাল ৪টায় স্নান করে বৈকালিক পূজা প্রার্থনা করে ৫টার দিকে আমার দোকানে এসে দোকান খুললাম। রাত ৯টা অবধি কেনা বেচা করলাম। তারপর দোকান বন্ধ করে ঘরে আসলাম। কিছুক্ষন ভগাবানের পবিত্র নাম জপ করলাম তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।
তো বন্ধুরা এই ছিল আমার আজ প্রোগামের সম্পূর্ন্য গল্প যা তোমাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
*আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার একটি দিনের গল্প আমাদের সাথে খুব সুন্দর ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সকালের নাস্তাটা সেরে নিয়েছেন ছোলা আর গরম গরম লুচি বাহ দারুন নাস্তা। আমি যখন সিলেটে ছিলাম এই খাবারগুলো বেশ খেতাম, অসাধারণ লাগে খেতে। তো বি,এম কলেজে নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নবীনদের বরণ করে নেবে রজনীগন্ধা দিয়ে বরণ করে নিল সবাইকে । একটি মনোমুগ্ধকর পরিবেশ ছিল যা আপনার বর্ণনায় বুঝতে পারলাম। প্রোগ্রাম শেষে বাসায় চলে আসছেন এসে আবার দোকানে বসলেন ।মোটামুটি ভালই কাটলো আজকে আপনার দিনটি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ।আমাদের সাথেই থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wish you all the best in this nice journey 😍💗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit