নমস্কার সবাইকে! কেমন আছেন সবাই? আশা করি, সবাই অনেক বেশি ভালো আছেন।আজ ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার। স্টিমিট প্লাটফর্মটা আমার ভালো লাগার অন্যতম কারন হচ্ছে এখানে ভালোলাগা- খারাপ লাগা সব কিছু শেয়ার করতে পারি। আমি আজ আপনাদের সাথে আমার জীবনের খুব বাজে একটা অভিজ্ঞতা শেয়ার করবো।
আমি ছোটবেলা থেকে গ্রামে বসবাস করি, কিন্তু এখন পড়াশোনার জন্য খুলনাতে থাকতে হয়।।এখান থেকে বেশকিছু দিন আগে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পর রুমে বসে আছি আমি আর আমার ফ্রেন্ড। আমরা বসে আমাদের মতো কথা বলছিলাম। তখন একটা লোকের গলার আওয়াজ আসলো আমাদের কানে। লোকটা কতরাতে কাতরাতে জল চাচ্ছে।। অনেকসময় ধরে এমন করছে কিন্তু আমরা যেহেতু রুমের ভিতরে ছিলাম,ভালোভাবে কিছু শোনা যাচ্ছিল না এজন্য প্রথমের দিকে আমরা অতোটাও খেয়াল করিনি।
কিন্তু লোকটার কথা শুনে আমরা আর বসে থাকতে পারলাম না, আমি আর আমার ফ্রেন্ড বাইরে গিয়ে দেখি লোকটার শ্বাসকষ্টের সমস্যা আছে আর উনি রাস্তার কাত হয়ে পড়ে আছে। ওনার মুখ দিয়ে লালা পড়ছে, কথা বলার শক্তিটুকুও নেই।এই মুহুর্তে কি করবো বুঝতে পারছিলাম না। ওনার কাছে থাকা একটা ব্যাগ খুলে দেখছিলাম যে কিছু পাওয়া যায় কিনা কিন্তু তেমন কিছুই পেলাম না। তারপর তার পকেটে একটা ইনহেলার দেখতে পেলাম। তখন ইনহেলারটা বের করে ওনার মুখে ধড়তে উনি কয়েকবার গ্যাস টেনে নিলে আগের থেকে একটু শ্বাসকষ্ট কমে। তারপর আমরা জল এনে তার মাথায় জল দিতে ধুয়ে দেই আর খেতে দেই তারপর ওনাকে ধরে বসাই।।ওনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে, সে নিজে নিজের পকেট থেকে ইনহেলারটা বের করার ক্ষমতাও ছিলো না।।
আমরা যখন ওনাকে সাহায্য করছি তখন পাশ থেকে আমাদেরকে একজন বলছে যে তোমরা চলে যাও না হলে কিছু হলে তোমরাই বিপদে পড়ে যাবে।
আমি জানি না, সেদিন যদি আমরা না থাকতাম তাহলে কি হত ঐ লোকটার সাথে? কাউকে উপকার করে বলে হয় না, কিন্তু আমি শুধু বুঝাতে চেয়েছি যে একটাবার ভাবুন তো, একটা লোক অসুস্থ হয়ে কাতরাতে কাতরাতে রাস্তায় শুয়ে পড়েছে আর আশেপাশের বাসার লোক দেখছে আর তার পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে কিন্তু একবার তার কাছে আসছে না, তাহলে আমরা মানুষ হিসেবে কতটা লজ্জিত হওয়া উচিত???
আমরা ছোটবেলা থেকে বই-পুস্তকে পড়ে আসছি যে বিপদে একে অপরের পাশে থাকা উচিত কিন্তু বাস্তব জীবনে সেটি কতটা মেনে চলি আমরা🥲
শুধু এটাই নয়, আমরা কি সমাজের সবাইকে তার উচিত সম্মান দেই?? সমাজের সবাইকে তো সমান সম্মান দেওয়া উচিত কিন্তু আমরা মানুষের কর্মের বিবেচনায় সম্মান দেই।
আমরা একজন চাষিকে কতটুকু সম্মান করি? একজন রিকশা চালককে কতটুকু সম্মান করি আমরা, একজন পরিছন্ন কর্মীকে, একজন কাজের মহিলাকে কি তাদের প্রাপ্য সম্মাটুকু কি দেই আমরা???
আমরা আমাদের বিলাসিতার জন্য লাখ লাখ টাকা খরচ করি অনায়াসে কিন্তু অপরদিকে রিকশা চালকের সাথে ভাড়া নিয়ে তর্ক করি।এটাই বর্তমান সমাজের বাস্তব চিত্র।।।
এসবকিছু চিন্তা করলে, মানুষ হিসেবে আমরা কতটুকু গর্ব অনুভব করতে পারি??
ধন্যবাদ সবাইকে!
Photography: Tanay Ray
Device: Poco x4 Pro
Location: Khulna
সর্বপ্রথম আপনাকে পরিচয় মূলক লেখা উপস্থাপন করতে হবে আপনি কার মাধ্যমে এসেছেন কিভাবে এসেছেন, জানতে পারলেন কিভাবে এই কমিউনিটি এবং প্ল্যাটফর্ম সম্পর্কে? বিস্তারিত তুলে ধরুন।
ইতিমধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম আপনার সাথে কথা বলেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বেনিফিশিয়ারি, হ্যাস ট্যাগ সম্পর্কিত তথ্য, ক্লাব সংক্রান্ত তথ্য এছাড়াও রয়েছে বিভিন্ন বিষয়।
Regards
@jakaria121 (Moderator)
Incredible India
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পোস্ট টা করেছেন অনেক টা বেদনাদায়ক, এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষের অভাব নেই কিন্তু বিবেক বান মানুষের অভাব। চারিপাশে অসহায়, এর অভাব নেই কিন্তু বিবেক হীন মানুষে চোখে পড়েও পড়ে না, বিপদে একে অপরের পাশে থাকা উচিত কিন্তু বাস্তব জীবনে সেটি কতটা মেনে চলি আমরা🥲 আমরা নিজের কথা চিন্তা করি কিভাবে একে অপরের উপরে ওঠা যায়। আমরা তিন বেলা তিনমুঠো খেতে পারি, কিন্তু এমন ও মানুষ আছে যার কোন রকম এক বেলা খেয়ে দিন কাটায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন। রিক্সাওয়ালাকে ৫ টাকা বেশি দিতে হলে আমাদের খুব কষ্ট হয়। বেশি চাইলে আমরা পারলে রিক্সাওয়ালাকে মার দিই। কিন্তু হোটেলে ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা টিপ দেওয়া কোন ব্যাপারই নয়। মানুষ আসলে দিনে দিনে আবেগহীন ও বিবেকহীন হয়ে যাচ্ছে। তবে তার যুক্তিযুক্ত যথেষ্ট কারণ আছে। কারণ বহু মানুষ মিথ্যা বিপদ দেখিয়ে মানুষকে প্রতারিত
করে। ফলে মানুষ সত্যিই কারো বিপদ হলে এখন আর এগোতে চায় না। এটা হল একটি ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া। আপনার গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আপনার ভেতরে যে মনুষত্ব আছে তা বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে এই শহরে আপনি যার উপকার করবেন। একদিন পর সে আপনার উপকারের কথা ভুলে যাবে। শুধু শহর নয় গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জায়গায়। বর্তমান সময়ে আবেগ দিয়ে শহর বা গ্রাম চলে না। সবকিছুই চলে বিবেক দিয়ে। কিন্তু কিছু বিবেকহীন মানুষ কিছু কিছু মানুষকে মানুষ মনে করে না। আমরা নিজেদের বিলাসিতা এবং খাবার-দাবারের ক্ষেত্রে কোন কিপ্টামি করি না। কিন্তু যখনই একজন রিকশাওয়ালা সিএনজি ওয়ালা কিংবা রাস্তার ফকিরকে টাকা দেয়ার কথা আসে ।তখন আমাদের হাতে টাকা উঠছে চায়না। ধন্যবাদ আপনাকে চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে বেশ৷ অন্য রকম একটা লেখা শেয়ার করেছেন।একবার রাস্তার পাশে এক জনের কাতরানির শব্দ শুনে কাছে গিয়ে দেখলেন যে তার শ্বাস কস্ট হচ্ছে। তখন ইনহেলার ব্যবহারের পরে সে কিছুটা সুস্হ আচরন করে।
অসুস্থ মানুষটাকে যখন আপনারা ইনহেলার দিয়ে সাহয্য করছিলেন তখন পাশ থেকে একজন বলে যে একে সাহায্য করতে গিয়ে আপনারা ঝামেলায় পরতে পারেন।কিন্তু তারপরও আপনারা সাহায্য করেছিলেন।
মানুষ আসলে এমনই হওয়া উচিত
ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।। আপু, আমি সাহায্যে করেছি এটা শুধুমাত্র ঘটনার প্রেক্ষিতে বলা।। বুঝাতে চেয়েছি যে মানুষ হিসেবে আমরা কতটুকু নিচে নেমে গেছি এখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমাদের সমাজ এখন বিবেকহীন মানুষে ভরা। সবাই সবারটা নিয়ে ব্যস্ত। কারো মধ্যে এখন কোন ধরনের সাহায্য করার মনমানসিকতা নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার।
ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শুধু বলব আপনি এবং আপনার বন্ধু যে মহৎ কাজটি করেছেন তার জন্য সৃষ্টিকর্তা নিশ্চই আপনাদের উত্তম পুরস্কার দেবেন। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit